Ajker Patrika

ঢাকা-সিলেট মহাসড়কে অপরিকল্পিত নির্মাণে মাধবপুরের কয়েকটি এলাকা প্লাবিত

হবিগঞ্জ প্রতিনিধি
ঢাকা-সিলেট মহাসড়কে অপরিকল্পিত নির্মাণে মাধবপুরের কয়েকটি এলাকা প্লাবিত
মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের শ্যামপুর, তেমুনিয়া ও বিশ্বরোড এলাকার এলজিইডির প্রধান সড়ক পাহাড়ি ঢলের পানিতে প্লাবিত হয়েছে। ছবি: আজকের পত্রিকা

হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের শ্যামপুর, তেমুনিয়া ও বিশ্বরোড এলাকার এলজিইডির প্রধান সড়ক পাহাড়ি ঢলের পানিতে প্লাবিত হয়েছে। ট্রান্সকম কোম্পানির মেইন সড়ক এবং তেমুনিয়া বিশ্বরোড থেকে চুনারুঘাটগামী সড়ক পানিতে ডুবে গেছে।

জানা গেছে, ভারতীয় সীমান্তবর্তী পাহাড়ি অঞ্চল থেকে নেমে আসা পানির প্রবল তোড়ে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

এ ছাড়া আন্দিউড়া ইউনিয়নের কয়েকটি অংশ এবং শাহজাহানপুর ইউনিয়নের নাজিরপুর এলাকাও পানিতে তলিয়ে গেছে।

স্থানীয়দের অভিযোগ, ঢাকা-সিলেট মহাসড়কে নতুন নির্মাণকাজে অপরিকল্পিতভাবে মাটি ও বালি ফেলা হচ্ছে, যার ফলে স্বাভাবিক পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে গেছে। দ্রুত ব্যবস্থা না নিলে নাজিরপুর, তেমুনিয়া, শ্যামপুর, বিশ্বরোডসহ আশপাশের জনবসতিপূর্ণ এলাকাগুলো চরম ঝুঁকিতে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

তারা দ্রুত পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং সমস্যার স্থায়ী সমাধানে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ‘বিষয়টি আমাদের নজরে এসেছে। দ্রুত সংশ্লিষ্ট দপ্তরকে অবহিত করে পানি নিষ্কাশনের ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় জনগণের দুর্ভোগ লাঘবে প্রশাসন সর্বাত্মক প্রচেষ্টা চালাবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

আজকের রাশিফল: খুনসুটি গভীর প্রেমে রূপ নেবে, মুখ থুবড়ে পড়ার হালকা যোগ আছে

ইসরায়েল–যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করলে ইরানের পাশে দাঁড়াবে কি চীন

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত