Ajker Patrika

হবিগঞ্জে ধর্ষণের মামলায় ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
হবিগঞ্জে ধর্ষণের মামলায় ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

হবিগঞ্জের চুনারুঘাটে প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণের অভিযোগে তাজিম আহমেদ ফারছু (২০) নামের এক ছাত্রলীগ গ্রেপ্তার করেছে চুনারুঘাট থানা-পুলিশ। গতকাল সোমবার দিবাগত রাতে পুলিশের একটি দল অভিযান চালিয়ে উপজেলার কাজিরখিল গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করে। 

তাজিম আহমেদ ফারছুর বাড়ি উপজেলার সাটিয়াজুরী ইউনিয়নের কাজিরখিল গ্রামে। তিনি সাটিয়াজুরী ইউনিয়ন ছাত্রলীগের কর্মী বলে নিশ্চিত করেছেন একই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দাদুর রহমান আব্দাল। 

পুলিশ জানায়, প্রতিবন্ধী মেয়েটিকে গত ৩–৪ মাস ধরে বিভিন্ন স্থানে নিয়ে ধর্ষণ করে ফারছু। ফলে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পরে। বিষয়টি পরিবার জানতে পেরে ফারছুর পরিবারকে বিয়ের প্রস্তাব দেয়। কিন্তু তাঁর পরিবার সম্মতি না দেওয়ার মেয়ের বাবা গতকাল সোমবার সকালে চুনারুঘাট থানায় মামলা করেন। মামলার পরপরই পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সোমবার মধ্যে রাতে নিজ বাড়ি থেকে আসামিকে গ্রেপ্তার করে। 

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, সোমবার সকালে ধর্ষণের অভিযোগে প্রতিবন্ধী মেয়ের পিতা চুনারুঘাট থানায় একটি ধর্ষণ মামলা করেন। মামলার দিন রাতেই অভিযান চালিয়ে আসামি ফারছুকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে আজ মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আজকের রাশিফল: আপনার স্পষ্ট কথা কারও বুক ফুটা করে দিতে পারে, পকেট সামলান

ক্রিকেটারদের বিপিএল ‘বয়কট’, হচ্ছে না নোয়াখালী-চট্টগ্রামের ম্যাচ

ইরাক থেকে ইরানে ঢোকার চেষ্টা করছে সশস্ত্র কুর্দিরা, ঠেকাতে সাহায্য করছে তুরস্ক

বিমানের পরিচালক হলেন খলিলুর রহমান, ফয়েজ তৈয়্যব ও ইসি সচিব

মুসলিম শিক্ষার্থী বেশি হওয়ায় কাশ্মীরে মেডিকেল কলেজ বন্ধ করে দিল মোদি সরকার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত