সহিবুর রহমান, হবিগঞ্জ

হবিগঞ্জের চুনারুঘাটে ফসলি জমির উপরিভাগের মাটি (টপ সয়েল) কেটে বিক্রির অভিযোগ উঠেছে। স্থানীয়রা বলছেন, প্রশাসনের নজর এড়িয়ে এ সব মাটি বিক্রি করা হচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, উপজেলার উবাহাটা ইউনিয়নের হাতুরাকান্দি এলাকায় দিনরাত এক্সকাভেটর (ভেকু) দিয়ে মাটি কেটে তা ডাম্প ট্রাক, ট্রলি ও ট্রাক্টরে করে শায়েস্তাগঞ্জ, বাহুবল এবং মাধবপুরের ইটভাটা, শিল্পকারখানা ও বাসাবাড়ি ভরাটের কাজে সরবরাহ করা হচ্ছে। কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটার পেছনে প্রভাবশালীদের মদদ রয়েছে বলেও জানা গেছে।
স্থানীয়রা বলছেন, জমির উপরিভাগের মাটি কাটার ফলে উর্বরতা শক্তি নষ্ট হয়ে কৃষি উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। পরিবেশের ভারসাম্য বিঘ্নিত হচ্ছে। মাটি বহনের ফলে গ্রামীণ রাস্তা ও সড়কগুলোও ক্ষতিগ্রস্ত হচ্ছে। কৃষি বিশেষজ্ঞদের মতে, উপরিভাগের মাটি হারিয়ে গেলে জমিতে দ্বিগুণ সার প্রয়োগ করেও কাঙ্ক্ষিত ফলন পাওয়া যাবে না।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মাটি কাটতে নিষেধ করলেও ভূমিদস্যুরা কোনো কর্ণপাত করছে না। এদিকে অভিযোগ করা সত্ত্বেও প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে।
স্থানীয়দের দাবি, দ্রুত প্রশাসন কার্যকর পদক্ষেপ নিয়ে ফসলি জমি ধ্বংস রোধে ব্যবস্থা গ্রহণ করুক। অন্যথায় কৃষি উৎপাদন ও পরিবেশ রক্ষার ক্ষেত্রে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে।
স্থানীয় এক রিকশাচালক মো. কামাল মিয়া বলেন, মাটি বহনের ভারী যানবাহনের কারণে চুনারুঘাট-শায়েস্তাগঞ্জ সড়কসহ গ্রামীণ রাস্তাগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়া এ বিষয়ে বলেন, ‘এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি।
লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

হবিগঞ্জের চুনারুঘাটে ফসলি জমির উপরিভাগের মাটি (টপ সয়েল) কেটে বিক্রির অভিযোগ উঠেছে। স্থানীয়রা বলছেন, প্রশাসনের নজর এড়িয়ে এ সব মাটি বিক্রি করা হচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, উপজেলার উবাহাটা ইউনিয়নের হাতুরাকান্দি এলাকায় দিনরাত এক্সকাভেটর (ভেকু) দিয়ে মাটি কেটে তা ডাম্প ট্রাক, ট্রলি ও ট্রাক্টরে করে শায়েস্তাগঞ্জ, বাহুবল এবং মাধবপুরের ইটভাটা, শিল্পকারখানা ও বাসাবাড়ি ভরাটের কাজে সরবরাহ করা হচ্ছে। কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটার পেছনে প্রভাবশালীদের মদদ রয়েছে বলেও জানা গেছে।
স্থানীয়রা বলছেন, জমির উপরিভাগের মাটি কাটার ফলে উর্বরতা শক্তি নষ্ট হয়ে কৃষি উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। পরিবেশের ভারসাম্য বিঘ্নিত হচ্ছে। মাটি বহনের ফলে গ্রামীণ রাস্তা ও সড়কগুলোও ক্ষতিগ্রস্ত হচ্ছে। কৃষি বিশেষজ্ঞদের মতে, উপরিভাগের মাটি হারিয়ে গেলে জমিতে দ্বিগুণ সার প্রয়োগ করেও কাঙ্ক্ষিত ফলন পাওয়া যাবে না।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মাটি কাটতে নিষেধ করলেও ভূমিদস্যুরা কোনো কর্ণপাত করছে না। এদিকে অভিযোগ করা সত্ত্বেও প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে।
স্থানীয়দের দাবি, দ্রুত প্রশাসন কার্যকর পদক্ষেপ নিয়ে ফসলি জমি ধ্বংস রোধে ব্যবস্থা গ্রহণ করুক। অন্যথায় কৃষি উৎপাদন ও পরিবেশ রক্ষার ক্ষেত্রে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে।
স্থানীয় এক রিকশাচালক মো. কামাল মিয়া বলেন, মাটি বহনের ভারী যানবাহনের কারণে চুনারুঘাট-শায়েস্তাগঞ্জ সড়কসহ গ্রামীণ রাস্তাগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়া এ বিষয়ে বলেন, ‘এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি।
লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চট্টগ্রাম-১৩ সংসদীয় আসনের বিএনপি প্রার্থী সরওয়ার জামাল নিজামকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি।
২২ মিনিট আগে
ফেনীর মহিপালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কলেজশিক্ষার্থী মাহবুবুল হাসান মাসুম (২৫) হত্যা মামলায় অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত। এতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ফেনী-২ আসনের সা
২৫ মিনিট আগে
ইলিশ সাধারণত বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি হয়। পদ্মার ইলিশের প্রতি ভারতে বিশেষত পশ্চিমবঙ্গের মানুষের বিশেষ আগ্রহ রয়েছে। এই ইলিশ কোনো কোনো সময় কূটনৈতিক সম্পর্কের বিষয় হয়ে দাঁড়ায়। কিন্তু এবার ঘটেছে উল্টো ঘটনা— ভারত থেকে ইলিশ এসেছে বাংলাদেশে। যশোরের বেনাপোল স্থলবন্দরে আনা প্রায় ৬ হাজার কেজি ইলিশ...
৩৮ মিনিট আগে
পৌষ মাসের শেষ দিন এলেই একসময় পুরান ঢাকার আকাশজুড়ে দেখা যেত ঘুড়ির রাজত্ব। রঙিন ঘুড়িতে ছেয়ে যেত ছাদ থেকে ছাদ, অলিগলিতে ছড়িয়ে পড়ত উৎসবের আমেজ। তবে এ বছর সাকরাইন এলেও সেই চিরচেনা দৃশ্য আর চোখে পড়েনি। ঘুড়ির সংখ্যা যেমন কম ছিল, তেমনি উৎসবের সামগ্রিক আবহও ছিল অনেকটাই ম্লান।
৪১ মিনিট আগে