Ajker Patrika

‘তুমরার কাছে আমি ভিক্ষা চাই, আমারে দেশে ফিরাইয়া নেও’

হবিগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৭ আগস্ট ২০২২, ১৯: ৫৫
‘তুমরার কাছে আমি ভিক্ষা চাই, আমারে দেশে ফিরাইয়া নেও’

‘তুমরার কাছে আমি ভিক্ষা চাই। আমারে দেশে ফিরাইয়া নেও। তিন বছর ধইরা আমারে আটকাইয়া রাখছে। আমারে ধরে-মারে। মালিকে মারে, মালিকের পুলা-পুইরে মারে। আমারে খানি দেয় না, একবার দিলে-আরেকবার দেয় না। ঘরের ভেতরে তালা মাইরা রাকে। দেশে ফিরাইয়া না নিলে আমারে মাইরালাইব, লাশ কইরা বাংলাদেশে পাঠাইব।’ 

ভিডিও বার্তায় এভাবে কেঁদে কেঁদে মায়ের কাছে বলছিলেন সৌদি আরব প্রবাসী শিল্পী আক্তার (২৫)। তিনি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের তৈই গাঁও গ্রামের আব্দুল মজিদের মেয়ে। 

ভুক্তভোগী তরুণী শিল্পীর মা নূরচাঁন বিবি জানান, ২০১৯ সালের এপ্রিলে সৌদি আরব যায় তাঁর ২৫ বছর বয়সী মেয়ে শিল্পী। সেখানে যাওয়ার পর একটি বাসায় গৃহকর্মীর চাকরি নেন তার মেয়ে। কিন্তু সেই বাসাটি সৌদি আরবের কোন এলাকায় সেটি নিশ্চিত নন তিনি। 

নূরচাঁন বিবি অভিযোগ করে জানান, সেখানে যাওয়ার পরই তাঁর মেয়ের ওপর চলে নির্যাতন। কাজে ছোটখাটো ভুল হলেই মারধরের শিকার হয় শিল্পী। প্রতিনিয়ত তাঁকে শারীরিক নির্যাতন করেন বাসার মালিক, ছেলে ও মেয়েরা। প্রথমে মা-বাবা ও অসচ্ছল পরিবারের কথা চিন্তা করে সব নির্যাতন নীরবে সয়ে যান শিল্পী। কথা ছিল দুই বছর সেখানে থাকার পর ২০২১ সালের এপ্রিলে তাঁকে দেশে পাঠিয়ে দেবে। কিন্তু দুই বছর পার হলেও তাঁকে দেশে পাঠানো হয়নি। উল্টো ভিসার মেয়াদ আরও এক বছর বাড়ানো হয়েছে। দেশে আসার কথা বললে শিল্পীর ওপর নির্যাতনের মাত্রা আরও বেড়ে যায়। শারীরিক ও মানসিক নির্যাতনে বর্তমানে শিল্পী অসুস্থ হয়ে পরেছেন। মা বাবার সঙ্গে মোবাইলে কথা বলতে চাইলেও কথা বলতে দেওয়া হয় না তাঁকে। 

 নূরচাঁন বিবি বলেন, ‘আমি আমার মেয়েকে ফিরে চাই। কিন্তু তাঁরা আমার মেয়েকে দিচ্ছে না। ট্রাভেলসের লোকেরাও আমার মেয়েকে ফিরিয়ে আনার ব্যবস্থা করছে না। তাই বাংলাদেশ সরকারের কাছে আমাদের অনুরোধ আমার মেয়েকে দেশে ফিরিয়ে আনার।’ 

ভুক্তভোগী প্রবাসী নারী শিল্পীর বাবা বলেন, ‘সংসারে অভাবের কারণে মেয়েকে সৌদি আরব পাঠিয়েছিলাম। এখন আমার মেয়ে খুব কষ্টে আছে। আমি আমার মেয়েকে ফিরে চাই।’ 

ঢাকার পুরানা পল্টন এলাকার ‘৪ সাইট ইন্টারন্যাশনাল লিমিটেডের’ মাধ্যমে সৌদি আরব গিয়েছিল শিল্পী। প্রতিষ্ঠানটির পরিচালক খালেদ হোসাইনের সঙ্গে আজকের পত্রিকার কথা হলে তিনি বলেন-‘আমরা মেয়েটিকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছি। এ ব্যাপারে মন্ত্রণালয়ে এক মাস আগে অভিযোগ দিয়েছি। আশা করি দ্রুত তাঁকে দেশে ফিরিয়ে আনতে পারব।’ 

এ বিষয়ে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিদ্ধার্থ ভৌমিক বলেন, ‘আমি বিষয়টি শুনেছি। তবে এখনো পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাইনি। তাঁরা আমাকে লিখিত অভিযোগ দিলে দূতাবাসের মাধ্যমে তাঁকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাহরাইনের বাসায় অনেকগুলো পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ইসিকে ব্যবস্থা নিতে বলল বিএনপি

মুসলিম ব্রাদারহুডের তিনটি শাখাকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা যুক্তরাষ্ট্রের

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

ফ্রিল্যান্সারদের জন্য আইডি কার্ড চালু করল সরকার, আবেদন ফ্রি

অনুসন্ধান ও তদন্তের জট কাটাতে দুদকে ১৫টি বিশেষ টাস্কফোর্স

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত