Ajker Patrika

কোটালীপাড়ায় শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি 
আপডেট : ২২ জুলাই ২০২৫, ১৮: ২৯
আবু হানিফ মোল্লা। ছবি: সংগৃহীত
আবু হানিফ মোল্লা। ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার নেছার উদ্দিন তালুকদার উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও ৪৯ নম্বর উত্তরপাড়া মাদ্রাসাসংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবু হানিফ মোল্লার বিরুদ্ধে এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ওই ছাত্রীর পিতা বাদী হয়ে গতকাল সোমবার (২১ জুলাই) কোটালীপাড়া থানায় একটি মামলা করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, ওই মাদ্রাসাছাত্রী শিক্ষক আবু হানিফ মোল্লার কাছে প্রাইভেট পড়ত। প্রতিদিনের মতো গতকাল সোমবার ভোরে ওই ছাত্রী প্রাইভেট পড়তে এলে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে নিয়ে তাকে ধর্ষণ করেন। এ ঘটনা ওই ছাত্রী তার পরিবারকে জানালে ওই দিনই তার বাবা বাদী হয়ে কোটালীপাড়া থানায় একটি মামলা করেন।

অভিযুক্ত আবু হানিফ মোল্লার বাড়ি উপজেলার উত্তরপাড়া গ্রামে।

ওই ছাত্রীর বাবা বলেন, ‘আমার মেয়ে স্থানীয় একটি মাদ্রাসায় অষ্টম শ্রেণিতে পড়ে। সে প্রতিদিন সকাল ৮টায় শিক্ষক আবু হানিফ মোল্লার কাছে প্রাইভেট পড়তে যেত। ওই দিন আবু হানিফ আমার মেয়েকে সকাল ৭টায় প্রাইভেট পড়তে যেতে বলে। সকাল ৭টায় প্রাইভেট পড়তে গেলে ওকে একা পেয়ে লম্পট আবু হানিফ আমার মেয়েকে ধর্ষণ করে। এ ঘটনা আমি জানার পর থানায় মামলা করি।’

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ছাত্রীর বাবার লিখিত অভিযোগ পাওয়ার পর মামলা রুজু করা হয়েছে। এখন পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কোটালীপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ইসমাইল বলেন, ‘শিক্ষক আবু হানিফ মোল্লার বিরুদ্ধে আমরা বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সিলেটে বিএনপি নেতা মানিক সেনাবাহিনীর হাতে আটক

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি বংশোদ্ভূত নারীকে টেনেহিঁচড়ে গাড়ি থেকে তুলে নিয়ে গেল অভিবাসন পুলিশ

পরিচালক পদ থেকে কেন নাজমুলকে সরিয়ে দিতে পারেনি বিসিবি

১৬ মাসের শিশুকে সেতু থেকে নদীতে ছুড়ে ফেলে থানায় গেলেন মা

যুক্তরাষ্ট্রের ভিসা স্থগিতের আওতায় কারা পড়বে না, জানাল স্টেট ডিপার্টমেন্ট

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত