গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কাশিমপুর জিরানী বাজার এলাকায় বাসচাপায় এক নারী পোশাকশ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় বিক্ষুব্ধ শ্রমিকেরা কালিয়াকৈর চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ ও যানবাহন ভাঙচুর করেন। এতে প্রায় দুই ঘণ্টা ওই সড়কে যানজটের সৃষ্টি হয়।
আজ বুধবার সকালে কালিয়াকৈর চন্দ্রা-নবীনগর সড়কে এ ঘটনা ঘটে।
নিহত শ্রমিকের নাম আলপনা আক্তার। তিনি মহানগরীর কাশিমপুর থানাধীন জিরানী এলাকার হামিম গ্রুপের দ্যাটস ইট নিট কারখানার শ্রমিক ছিলেন।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, আজ সকাল ১০টার দিকে গাজীপুরের কালিয়াকৈর চন্দ্রা-নবীনগর সড়ক দিয়ে ভ্যানে করে কারখানায় কাজে যাচ্ছিলেন আলপনা আক্তার (২২)। পথে জিরানী বাজার এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি যাত্রীবাহী বাস ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে বাসচাপায় আলপনা আক্তারের মৃত্যু হয়।
এ খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ শ্রমিকেরা কাজ বন্ধ করে কারখানা থেকে বের হয়ে সড়ক অবরোধ করেন। উত্তেজিত শ্রমিকেরা ইটপাটকেল ছুড়ে সড়কে কয়েকটি যানবাহনের গ্লাস ভাঙচুর করেন। পরে আশপাশের আরও কয়েকটি কারখানার শ্রমিকেরাও বেরিয়ে এসে সড়কে অবস্থান নেয়। এ কারণে কালিয়াকৈরের চন্দ্রা-নবীনগর সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুপুর ১২টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ রাফিউল করিম আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে নিহত শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। পরে শ্রমিকদের বুঝিয়ে ও বিচারের আশ্বাস দিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। দুই ঘণ্টা পর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
ওসি সৈয়দ রাফিউল আরও বলেন, দ্যাটস ইট নিট কারখানার কর্তৃপক্ষ শ্রমিক অসন্তোষের কারণে আজ কারখানা ছুটি ঘোষণা করে এবং নিহত শ্রমিকের পরিবারকে পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে। এ বিষয়ে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

গাজীপুরের কাশিমপুর জিরানী বাজার এলাকায় বাসচাপায় এক নারী পোশাকশ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় বিক্ষুব্ধ শ্রমিকেরা কালিয়াকৈর চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ ও যানবাহন ভাঙচুর করেন। এতে প্রায় দুই ঘণ্টা ওই সড়কে যানজটের সৃষ্টি হয়।
আজ বুধবার সকালে কালিয়াকৈর চন্দ্রা-নবীনগর সড়কে এ ঘটনা ঘটে।
নিহত শ্রমিকের নাম আলপনা আক্তার। তিনি মহানগরীর কাশিমপুর থানাধীন জিরানী এলাকার হামিম গ্রুপের দ্যাটস ইট নিট কারখানার শ্রমিক ছিলেন।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, আজ সকাল ১০টার দিকে গাজীপুরের কালিয়াকৈর চন্দ্রা-নবীনগর সড়ক দিয়ে ভ্যানে করে কারখানায় কাজে যাচ্ছিলেন আলপনা আক্তার (২২)। পথে জিরানী বাজার এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি যাত্রীবাহী বাস ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে বাসচাপায় আলপনা আক্তারের মৃত্যু হয়।
এ খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ শ্রমিকেরা কাজ বন্ধ করে কারখানা থেকে বের হয়ে সড়ক অবরোধ করেন। উত্তেজিত শ্রমিকেরা ইটপাটকেল ছুড়ে সড়কে কয়েকটি যানবাহনের গ্লাস ভাঙচুর করেন। পরে আশপাশের আরও কয়েকটি কারখানার শ্রমিকেরাও বেরিয়ে এসে সড়কে অবস্থান নেয়। এ কারণে কালিয়াকৈরের চন্দ্রা-নবীনগর সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুপুর ১২টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ রাফিউল করিম আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে নিহত শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। পরে শ্রমিকদের বুঝিয়ে ও বিচারের আশ্বাস দিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। দুই ঘণ্টা পর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
ওসি সৈয়দ রাফিউল আরও বলেন, দ্যাটস ইট নিট কারখানার কর্তৃপক্ষ শ্রমিক অসন্তোষের কারণে আজ কারখানা ছুটি ঘোষণা করে এবং নিহত শ্রমিকের পরিবারকে পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে। এ বিষয়ে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

শরীয়তপুরে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের দুই দফা বাধার মুখে ঢাকায় নেওয়ার পথে আবারও রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার বিকেল ৪টার দিকে ঢাকায় নেওয়ার পথে অ্যাম্বুলেন্সেই জমশেদ আলী ঢালী (৭০) নামের ওই রোগীর মৃত্যু হয়।
৪ মিনিট আগে
নারায়ণগঞ্জ আদালতে যৌতুক মামলায় হাজিরা দিতে আসা নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে ধরে পুলিশে সোপর্দ করা নিয়ে ছাত্রদল নেতা-কর্মী ও বিএনপিপন্থী আইনজীবীদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। আজ বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ আদালতপাড়ায় এ ঘটনা ঘটে।
২১ মিনিট আগে
চট্টগ্রামের মিরসরাইয়ে মহাসড়কে প্রাইভেট কার থামিয়ে পাঁচজনকে কুপিয়ে জখম করেছে ডাকাত দল। আত্মীয়ের দাফন শেষে বাড়ি ফেরার পথে গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাঁরা ডাকাতদের কবলে পড়েন। উপজেলার নয়দুয়ারিয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে।
৩৮ মিনিট আগে
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের দুই সংসদ সদস্য প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বরত সিভিল জজ। আজ বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে ওই কমিটির পক্ষ থেকে দুটি কারণ দর্শানোর নোটিশ গণমাধ্যমে পাঠানো হয়।
৪১ মিনিট আগে