গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কাশিমপুর জিরানী বাজার এলাকায় বাসচাপায় এক নারী পোশাকশ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় বিক্ষুব্ধ শ্রমিকেরা কালিয়াকৈর চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ ও যানবাহন ভাঙচুর করেন। এতে প্রায় দুই ঘণ্টা ওই সড়কে যানজটের সৃষ্টি হয়।
আজ বুধবার সকালে কালিয়াকৈর চন্দ্রা-নবীনগর সড়কে এ ঘটনা ঘটে।
নিহত শ্রমিকের নাম আলপনা আক্তার। তিনি মহানগরীর কাশিমপুর থানাধীন জিরানী এলাকার হামিম গ্রুপের দ্যাটস ইট নিট কারখানার শ্রমিক ছিলেন।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, আজ সকাল ১০টার দিকে গাজীপুরের কালিয়াকৈর চন্দ্রা-নবীনগর সড়ক দিয়ে ভ্যানে করে কারখানায় কাজে যাচ্ছিলেন আলপনা আক্তার (২২)। পথে জিরানী বাজার এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি যাত্রীবাহী বাস ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে বাসচাপায় আলপনা আক্তারের মৃত্যু হয়।
এ খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ শ্রমিকেরা কাজ বন্ধ করে কারখানা থেকে বের হয়ে সড়ক অবরোধ করেন। উত্তেজিত শ্রমিকেরা ইটপাটকেল ছুড়ে সড়কে কয়েকটি যানবাহনের গ্লাস ভাঙচুর করেন। পরে আশপাশের আরও কয়েকটি কারখানার শ্রমিকেরাও বেরিয়ে এসে সড়কে অবস্থান নেয়। এ কারণে কালিয়াকৈরের চন্দ্রা-নবীনগর সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুপুর ১২টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ রাফিউল করিম আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে নিহত শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। পরে শ্রমিকদের বুঝিয়ে ও বিচারের আশ্বাস দিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। দুই ঘণ্টা পর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
ওসি সৈয়দ রাফিউল আরও বলেন, দ্যাটস ইট নিট কারখানার কর্তৃপক্ষ শ্রমিক অসন্তোষের কারণে আজ কারখানা ছুটি ঘোষণা করে এবং নিহত শ্রমিকের পরিবারকে পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে। এ বিষয়ে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

গাজীপুরের কাশিমপুর জিরানী বাজার এলাকায় বাসচাপায় এক নারী পোশাকশ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় বিক্ষুব্ধ শ্রমিকেরা কালিয়াকৈর চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ ও যানবাহন ভাঙচুর করেন। এতে প্রায় দুই ঘণ্টা ওই সড়কে যানজটের সৃষ্টি হয়।
আজ বুধবার সকালে কালিয়াকৈর চন্দ্রা-নবীনগর সড়কে এ ঘটনা ঘটে।
নিহত শ্রমিকের নাম আলপনা আক্তার। তিনি মহানগরীর কাশিমপুর থানাধীন জিরানী এলাকার হামিম গ্রুপের দ্যাটস ইট নিট কারখানার শ্রমিক ছিলেন।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, আজ সকাল ১০টার দিকে গাজীপুরের কালিয়াকৈর চন্দ্রা-নবীনগর সড়ক দিয়ে ভ্যানে করে কারখানায় কাজে যাচ্ছিলেন আলপনা আক্তার (২২)। পথে জিরানী বাজার এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি যাত্রীবাহী বাস ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে বাসচাপায় আলপনা আক্তারের মৃত্যু হয়।
এ খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ শ্রমিকেরা কাজ বন্ধ করে কারখানা থেকে বের হয়ে সড়ক অবরোধ করেন। উত্তেজিত শ্রমিকেরা ইটপাটকেল ছুড়ে সড়কে কয়েকটি যানবাহনের গ্লাস ভাঙচুর করেন। পরে আশপাশের আরও কয়েকটি কারখানার শ্রমিকেরাও বেরিয়ে এসে সড়কে অবস্থান নেয়। এ কারণে কালিয়াকৈরের চন্দ্রা-নবীনগর সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুপুর ১২টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ রাফিউল করিম আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে নিহত শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। পরে শ্রমিকদের বুঝিয়ে ও বিচারের আশ্বাস দিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। দুই ঘণ্টা পর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
ওসি সৈয়দ রাফিউল আরও বলেন, দ্যাটস ইট নিট কারখানার কর্তৃপক্ষ শ্রমিক অসন্তোষের কারণে আজ কারখানা ছুটি ঘোষণা করে এবং নিহত শ্রমিকের পরিবারকে পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে। এ বিষয়ে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

তিস্তা নদীর ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন শেষে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ধরনের ভূরাজনৈতিক চাপ নেই। এটি বাংলাদেশের নিজস্ব প্রকল্প এবং চীন এতে বিনিয়োগ করতে আগ্রহী। আজ সোমবার সকালে রংপুরের কাউনিয়া সেতু পরিদর্শন করেন পানিসম্পদ ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান
১৬ মিনিট আগে
নাটোর আদালত প্রাঙ্গণে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। জমি নিয়ে বিরোধজনিত মামলার জেরে আজ সোমবার (১৯ জানুয়ারি) বেলা আড়াইটার দিকে আদালত চত্বরে এ সংঘর্ষ হয়।
১৯ মিনিট আগে
পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, তিস্তা নদীর সমস্যা সমাধানে অন্তর্বর্তী সরকার একটি টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে। আজ সোমবার বেলা ১১টার দিকে রংপুরের কাউনিয়া উপজেলার গাজীর ঘাটে নদী পরিদর্শনকালে এ মন্তব্য করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
১৯ মিনিট আগে
মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে অভিযান চালিয়েছে হাইওয়ে পুলিশ। সোমবার (১৯ জানুয়ারি) দিনব্যাপী মাদারীপুর সদর উপজেলার ঘটকচর, মোস্তফাপুর, কলাবাড়িসহ বিভিন্ন স্থানে এই অভিযান চালায় মোস্তফাপুর হাইওয়ে থানা-পুলিশ।
২৩ মিনিট আগে