
গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নে মাটির নিচ থেকে ৮৬ কেজি ওজনের একটি মেটে আলু (স্থানীয় নাম গৈচা আলু) উত্তোলন করা হয়েছে। গতকাল সোমবার ওই এলাকার মো. মাহবুবুর রহমানের বাড়ির পাশ থেকে আলুটি উত্তোলন করা হয়। এরপর থেকেই এটি দেখার এলাকার মানুষ তাঁর বাড়িতে ভিড় জমাচ্ছেন।
স্থানীয় বাসিন্দা আব্দুল মোতালেব বলেন, ‘এর আগে মাটির নিচে এত বড় আলু দেখিনি। এর অর্ধেক ওজনের আলু আমি এই বয়সে দেখিনি। তাই দেখতে এলাম।’ আনোয়ারা নামের এক নারী বলেন, ‘আমার বাড়ির পাশে এই আলু রোপণ করি বহু বছর। কিন্তু এত বড় হয়নি। দেখে রীতিমতো অবাক হয়েছি।’
আলুর মালিক মো. মাহাবুবুর রহমান বলেন, ‘তিন বছর আগে সিসিডিবি ক্লাইমেট টেকনোলজি পার্কের কো-অর্ডিনেটর আবিদ উল কবিরের দিকনির্দেশনায় বাগেরহাটের মোরেলগঞ্জ থেকে বীজ এনে রোপণ করি। রোপণের এক বছর পর এর ওজন হয় ২৮ কেজি। তখন আলুর ওপরের অংশটুকু আবার রোপণ করে দিই। রোপণ করার পর থেকে শুধু জৈবস্যার, গোবর ও ছাই ব্যবহার করি।’
গতকাল বিকেলে দুইজন শ্রমিককে সঙ্গে নিয়ে স্থানীয় জাতের এই আলুটি উত্তোলন করেন তিনি। পরে এটির ওজন করলে ২ মণ ৬ কেজি হয়। যা দেখে তিনি নিজেও অবাক হয়েছেন।
এ সময় তিনি আরও বলেন, ‘আমি খুব খুশি দুই বছরে এত বড় আকারের আলু হয়েছে। এ আলু চাষ করতে তেমন কোনো খরচ নেই, যে কেউ খুব সহজেই এটার চাষ করতে পারবে।’
জানা যায়, স্থানীয়ভাবে এটি মাইট্টা আলু, পেস্তা আলু, গৈচা আলু, চুপড়ি আলু, মাচা আলু, গজ আলু, গেছে আলু, মেটে আলু, মাছ আলু, পাঁচড়া আলু, গাউচ্ছা আলু ইত্যাদি নামে পরিচিত। তিন থেকে চার বছরে মাটির নিচের আলুগুলো ১০ থেকে ৩০ কেজি পর্যন্ত হয়। কিন্তু এটি তুলনামূলকভাবে অনেক বেশি বড় হয়েছে।

গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নে মাটির নিচ থেকে ৮৬ কেজি ওজনের একটি মেটে আলু (স্থানীয় নাম গৈচা আলু) উত্তোলন করা হয়েছে। গতকাল সোমবার ওই এলাকার মো. মাহবুবুর রহমানের বাড়ির পাশ থেকে আলুটি উত্তোলন করা হয়। এরপর থেকেই এটি দেখার এলাকার মানুষ তাঁর বাড়িতে ভিড় জমাচ্ছেন।
স্থানীয় বাসিন্দা আব্দুল মোতালেব বলেন, ‘এর আগে মাটির নিচে এত বড় আলু দেখিনি। এর অর্ধেক ওজনের আলু আমি এই বয়সে দেখিনি। তাই দেখতে এলাম।’ আনোয়ারা নামের এক নারী বলেন, ‘আমার বাড়ির পাশে এই আলু রোপণ করি বহু বছর। কিন্তু এত বড় হয়নি। দেখে রীতিমতো অবাক হয়েছি।’
আলুর মালিক মো. মাহাবুবুর রহমান বলেন, ‘তিন বছর আগে সিসিডিবি ক্লাইমেট টেকনোলজি পার্কের কো-অর্ডিনেটর আবিদ উল কবিরের দিকনির্দেশনায় বাগেরহাটের মোরেলগঞ্জ থেকে বীজ এনে রোপণ করি। রোপণের এক বছর পর এর ওজন হয় ২৮ কেজি। তখন আলুর ওপরের অংশটুকু আবার রোপণ করে দিই। রোপণ করার পর থেকে শুধু জৈবস্যার, গোবর ও ছাই ব্যবহার করি।’
গতকাল বিকেলে দুইজন শ্রমিককে সঙ্গে নিয়ে স্থানীয় জাতের এই আলুটি উত্তোলন করেন তিনি। পরে এটির ওজন করলে ২ মণ ৬ কেজি হয়। যা দেখে তিনি নিজেও অবাক হয়েছেন।
এ সময় তিনি আরও বলেন, ‘আমি খুব খুশি দুই বছরে এত বড় আকারের আলু হয়েছে। এ আলু চাষ করতে তেমন কোনো খরচ নেই, যে কেউ খুব সহজেই এটার চাষ করতে পারবে।’
জানা যায়, স্থানীয়ভাবে এটি মাইট্টা আলু, পেস্তা আলু, গৈচা আলু, চুপড়ি আলু, মাচা আলু, গজ আলু, গেছে আলু, মেটে আলু, মাছ আলু, পাঁচড়া আলু, গাউচ্ছা আলু ইত্যাদি নামে পরিচিত। তিন থেকে চার বছরে মাটির নিচের আলুগুলো ১০ থেকে ৩০ কেজি পর্যন্ত হয়। কিন্তু এটি তুলনামূলকভাবে অনেক বেশি বড় হয়েছে।

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৫ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৬ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৬ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
৬ ঘণ্টা আগে