
গাজীপুরের শ্রীপুরে চেক জালিয়াতির মামলায় এক মাদ্রাসার অধ্যক্ষকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ সোমবার গাজীপুর চিফ জুডিশিয়াল আদালত-৪-এ শুনানি শেষে বিচারক ফারজানা ফারুক জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
অভিযুক্ত অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল খালেক (৫০) শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের গাড়ারন খলিলিয়া বহুমুখী ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ। তিনি কুমিল্লা জেলার বড়ুরা থানার তলা গ্রামের মো. আম্বর আলীর ছেলে।
মামলা সূত্রে জানা যায়, অধ্যক্ষ আব্দুল খালেক স্থানীয় বিভিন্ন ব্যক্তির কাছ থেকে চেক দিয়ে টাকা নিয়ে প্রতারণা করে আসছেন। তাঁর বিরুদ্ধে আদালতে একাধিক মামলা রয়েছে।
তিনি গাড়ারন গ্রামের জনৈক বুলবুল হোসেনের কাছ থেকে চেক দিয়ে ২ লাখ টাকা নেন। দীর্ঘদিন পরও ওই টাকা পরিশোধ করেননি। এরপর ভুক্তভোগী ব্যক্তি আদালতে সিআর মোকদ্দমা দায়ের করেন। একই গ্রামের কামাল মিয়ার কাছে থেকে ২ লাখ টাকা নেন। টাকা না পেয়ে তিনিও আদালতে মোকদ্দমা দায়ের করেন।
পৃথক দুটি মামলায় অধ্যক্ষ আব্দুল খালেক আজ আদালতে জামিন নিতে গেলে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার বাদী বুলবুল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আব্দুল খালেক টাকা নিয়ে তার সঙ্গে প্রতারণা করেছেন দীর্ঘদিন যাবৎ। প্রতারণার বিষয়টি নজরে এলে আদালত তাঁকে জেলহাজতে পাঠান।’
গাড়ারন খলিলিয়া বহুমুখী ফাজিল মাদ্রাসা ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘অধ্যক্ষ আব্দুল খালেকের বিরুদ্ধে আদালতে মামলা আছে। চেকের মামলায় কারাগারে পাঠানো হয়েছে বলে শুনেছি।’

গাজীপুরের শ্রীপুরে চেক জালিয়াতির মামলায় এক মাদ্রাসার অধ্যক্ষকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ সোমবার গাজীপুর চিফ জুডিশিয়াল আদালত-৪-এ শুনানি শেষে বিচারক ফারজানা ফারুক জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
অভিযুক্ত অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল খালেক (৫০) শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের গাড়ারন খলিলিয়া বহুমুখী ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ। তিনি কুমিল্লা জেলার বড়ুরা থানার তলা গ্রামের মো. আম্বর আলীর ছেলে।
মামলা সূত্রে জানা যায়, অধ্যক্ষ আব্দুল খালেক স্থানীয় বিভিন্ন ব্যক্তির কাছ থেকে চেক দিয়ে টাকা নিয়ে প্রতারণা করে আসছেন। তাঁর বিরুদ্ধে আদালতে একাধিক মামলা রয়েছে।
তিনি গাড়ারন গ্রামের জনৈক বুলবুল হোসেনের কাছ থেকে চেক দিয়ে ২ লাখ টাকা নেন। দীর্ঘদিন পরও ওই টাকা পরিশোধ করেননি। এরপর ভুক্তভোগী ব্যক্তি আদালতে সিআর মোকদ্দমা দায়ের করেন। একই গ্রামের কামাল মিয়ার কাছে থেকে ২ লাখ টাকা নেন। টাকা না পেয়ে তিনিও আদালতে মোকদ্দমা দায়ের করেন।
পৃথক দুটি মামলায় অধ্যক্ষ আব্দুল খালেক আজ আদালতে জামিন নিতে গেলে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার বাদী বুলবুল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আব্দুল খালেক টাকা নিয়ে তার সঙ্গে প্রতারণা করেছেন দীর্ঘদিন যাবৎ। প্রতারণার বিষয়টি নজরে এলে আদালত তাঁকে জেলহাজতে পাঠান।’
গাড়ারন খলিলিয়া বহুমুখী ফাজিল মাদ্রাসা ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘অধ্যক্ষ আব্দুল খালেকের বিরুদ্ধে আদালতে মামলা আছে। চেকের মামলায় কারাগারে পাঠানো হয়েছে বলে শুনেছি।’

ঢাকার সাভার থানা কমপ্লেক্সের ১০০ গজের মধ্যে একটি পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টারের ভেতর থেকে দুটি পোড়া লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার দুপুরের পর কমিউনিটি সেন্টারের দ্বিতীয় তলা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
৭ মিনিট আগে
বাবু মিয়া ভ্যানগাড়ি কেনার কথা বলে শ্বশুর কাজীমদ্দিনের কাছে ২০ হাজার টাকা দাবি করেন। শ্বশুর তিন হাজার টাকা দিলে এ নিয়ে স্ত্রী ও শ্বশুরের সঙ্গে তাঁর ঝগড়া হয়। এরপর বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে শিশুসন্তানদের নিয়ে শ্বশুরবাড়ি থেকে ঢাকায় ফিরে যান বাবু।
৩২ মিনিট আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত ‘কুয়াশার গান’ কনসার্টে বিনা মূল্যে সিগারেট বিতরণের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আলোচনার জন্ম হয়েছে। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভূমিকা নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনা শুরু হয়েছে। তামাক নিয়ন্ত্রণ আইনে
৪২ মিনিট আগে
আন্দোলনকারীদের অভিযোগ, ত্যাগী ছাত্রদল নেতা-কর্মীদের বাদ দিয়ে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সঙ্গে যুক্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে পৌর ছাত্রদলের নতুন কমিটি গঠন করা হয়েছে।
৪৩ মিনিট আগে