গাজীপুর প্রতিনিধি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচির মধ্যে গাজীপুরের শিল্প কারখানাগুলোতে আজ রোববার সকাল থেকে কাজে যোগ দিয়েছেন শ্রমিকেরা। এগুলোতে স্বাভাবিক উৎপাদন চলছে। তবে, কারখানার বাইরে ছাত্র আন্দোলন চলমান থাকায় শ্রমিকেরা যে কোনো সময় বাইরে চলে আসতে পারেন বলেও আশঙ্কা করছেন কারখানা মালিকেরা।
আজ রোববার সকালে গাজীপুরের বিভিন্ন শিল্প কারখানার মালিকদের সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে।
স্প্যারো অ্যাপারেলসের প্রধান উৎপাদন কর্মকর্তা (সিওও) শরিফুল রেজা বলেন, সকাল থেকে প্রতিদিনের মতো শ্রমিকেরা কাজে যোগ দিয়েছে। সব সেকশনে উৎপাদন চলমান আছে। আশপাশের কারখানায়ও কাজ চলছে। কোনো সমস্যা নেই।
সাদমা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিজিএমইএ এর সহসভাপতি নাসির উদ্দিন বলেন, শ্রমিকেরা সকালে কাজে যোগদান করেছে। কারখানায় উৎপাদন পুরোদমে চলছে। এখনো কোথাও কোনো সমস্যার খবর পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, ‘কারখানার আশপাশে ছাত্র আন্দোলন ছড়িয়ে পড়েছে। এভাবে চলতে থাকলে শ্রমিকেরা কতটুকু নিয়ন্ত্রণে থাকবে বা তারা কারখানায় কাজে থাকবে কি না, তা নিয়ে আমরা চিন্তিত আছি।’
ম্যাট্রিক্স সোয়েটার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সালাহ উদ্দিন আলমগীর জানান, তাঁর কারখানায় শতভাগ শ্রমিক কাজে যোগ দিয়েছেন। তারা সবাই মনোযোগ দিয়ে কাজ করছেন। কোনো সমস্যা নেই।
গাজীপুর শিল্প পুলিশ-২ এর অতিরিক্ত পুলিশ সুপার ইমরান আহম্মেদ বলেন, গাজীপুরের সকল পোশাক কারখানায় অন্যান্য দিনের মতো রোববার শ্রমিকেরা নির্ধারিত সময়ে কাজে যোগ দিয়েছে। বেলা ১১টা পর্যন্ত কোথাও সমস্যা হয়নি।
তিনি আরও বলেন, আমরা কারখানা ও শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতে নজরদারি ও গুরুত্বপূর্ণ এলাকায় টহল বৃদ্ধি করেছি। গাজীপুরের শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক আছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচির মধ্যে গাজীপুরের শিল্প কারখানাগুলোতে আজ রোববার সকাল থেকে কাজে যোগ দিয়েছেন শ্রমিকেরা। এগুলোতে স্বাভাবিক উৎপাদন চলছে। তবে, কারখানার বাইরে ছাত্র আন্দোলন চলমান থাকায় শ্রমিকেরা যে কোনো সময় বাইরে চলে আসতে পারেন বলেও আশঙ্কা করছেন কারখানা মালিকেরা।
আজ রোববার সকালে গাজীপুরের বিভিন্ন শিল্প কারখানার মালিকদের সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে।
স্প্যারো অ্যাপারেলসের প্রধান উৎপাদন কর্মকর্তা (সিওও) শরিফুল রেজা বলেন, সকাল থেকে প্রতিদিনের মতো শ্রমিকেরা কাজে যোগ দিয়েছে। সব সেকশনে উৎপাদন চলমান আছে। আশপাশের কারখানায়ও কাজ চলছে। কোনো সমস্যা নেই।
সাদমা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিজিএমইএ এর সহসভাপতি নাসির উদ্দিন বলেন, শ্রমিকেরা সকালে কাজে যোগদান করেছে। কারখানায় উৎপাদন পুরোদমে চলছে। এখনো কোথাও কোনো সমস্যার খবর পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, ‘কারখানার আশপাশে ছাত্র আন্দোলন ছড়িয়ে পড়েছে। এভাবে চলতে থাকলে শ্রমিকেরা কতটুকু নিয়ন্ত্রণে থাকবে বা তারা কারখানায় কাজে থাকবে কি না, তা নিয়ে আমরা চিন্তিত আছি।’
ম্যাট্রিক্স সোয়েটার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সালাহ উদ্দিন আলমগীর জানান, তাঁর কারখানায় শতভাগ শ্রমিক কাজে যোগ দিয়েছেন। তারা সবাই মনোযোগ দিয়ে কাজ করছেন। কোনো সমস্যা নেই।
গাজীপুর শিল্প পুলিশ-২ এর অতিরিক্ত পুলিশ সুপার ইমরান আহম্মেদ বলেন, গাজীপুরের সকল পোশাক কারখানায় অন্যান্য দিনের মতো রোববার শ্রমিকেরা নির্ধারিত সময়ে কাজে যোগ দিয়েছে। বেলা ১১টা পর্যন্ত কোথাও সমস্যা হয়নি।
তিনি আরও বলেন, আমরা কারখানা ও শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতে নজরদারি ও গুরুত্বপূর্ণ এলাকায় টহল বৃদ্ধি করেছি। গাজীপুরের শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক আছে।

রাজধানীর বনশ্রীতে স্কুলছাত্রী ফাতেমা আক্তার লিলি (১৭) হত্যায় সন্দেহভাজন হোটেলকর্মী মিলনকে আটক করেছে র্যাব। আজ সোমবার সকালে র্যাব সদর দপ্তরের এক বার্তায় এ তথ্য জানানো হয়।
১৮ মিনিট আগে
পাবনার বিশিষ্ট সংগীতশিল্পী, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও জেলা আওয়ামী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক প্রলয় চাকির মৃত্যু হয়েছে। রোববার (১১ জানুয়ারি) রাত ৯টার দিকে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
১ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের হোসেনপুরে ব্রহ্মপুত্রের শাখা নদীর ওপর নির্মিত বেইলি ব্রিজটি কয়লাবোঝাই ট্রাকের অতিরিক্ত ওজনের কারণে দেবে গেছে। ব্রিজটি চরবিশ্বনাথপুর এলাকার মানুষের জন্য হোসেনপুর বাজারে যাতায়াতের একমাত্র মাধ্যম হওয়ায় পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া স্টেশনে ট্রেনের বগি থেকে মোজাহার আলী (৬০) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করছে পুলিশ। তিনি উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের মতরপাড়া গ্রামের মৃত আব্দুল সর্দারের ছেলে।
১ ঘণ্টা আগে