প্রতিনিধি, গাজীপুর

পুলিশের জরুরি সেবার কল সেন্টার ৯৯৯–এ ফোন করে অপহৃত ছেলেকে ফিরে পেয়েছেন এক অসহায় মা। ৯৯৯–এ ফোন পাওয়ার আট ঘণ্টার মধ্যে অপহৃত ছেলেকে অক্ষত অবস্থায় উদ্ধার করে মায়ের কাছে ফিরিয়ে দেয় গাজীপুর মহানগর পুলিশ। অপহৃত ছেলের নাম রাসেল। তিনি গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানাধীন এরশাদনগর এলাকার বাসিন্দা।
অপহরণের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার দুজন হলেন মো. মোক্তার হোসেন (১৯) ও মো. রিফাত হাওলাদার (২৫)।
গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) উপ–পুলিশ কমিশনার (অপরাধ ও মিডিয়া) মো. জাকির হাসান জানান, গতকাল সোমবার (১৬ আগস্ট) রাজধানীর কুর্মিটোলা হাসপাতাল থেকে করোনার টিকা নিয়ে বাড়ি ফিরছিলেন রাসেল। হাসপাতাল থেকে বের হয়ে রাস্তায় গাড়ির জন্য অপেক্ষা করছিলেন তিনি। এ সময় অজ্ঞাতনামা চারজন একটি প্রাইভেট কারে এসে রাসেলকে জোরপূর্বক তুলে নিয়ে যান।
অপহরণকারীরা রাসেলের মোবাইল নম্বর থেকে তাঁর মায়ের নম্বরে ফোন দেন। রাসেলের মায়ের কাছ থেকে ৪০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। রাসেলের মা অপহরণকারীদের কাছে জানতে চান, আপনারা কোথা থেকে টাকা গ্রহণ করবেন? অপহরণকারীরা রাসেলের মাকে গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানাধীন এরশাদনগর এলাকায় আসতে বলেন। রাসেলের মা এরশাদনগর এলাকায় এসে জাতীয় জরুরি সেবা “৯৯৯”–এ ফোন করে তার ছেলেকে উদ্ধারের জন্য আকুতি জানান।
রাসেলের মায়ের ফোনকল পেয়ে জিএমপির টঙ্গী পূর্ব থানার পুলিশ এরশাদনগর এলাকায় অভিযান পরিচালনা করে অপহৃত রাসেলকে অক্ষত অবস্থায় উদ্ধার করে এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার সময় দুই আসামিকে গ্রেপ্তার করে। এ সময় কয়েকজন পালিয়ে যায়। এ বিষয়ে টঙ্গী পূর্ব থানায় মামলা রুজু হয়েছে।

পুলিশের জরুরি সেবার কল সেন্টার ৯৯৯–এ ফোন করে অপহৃত ছেলেকে ফিরে পেয়েছেন এক অসহায় মা। ৯৯৯–এ ফোন পাওয়ার আট ঘণ্টার মধ্যে অপহৃত ছেলেকে অক্ষত অবস্থায় উদ্ধার করে মায়ের কাছে ফিরিয়ে দেয় গাজীপুর মহানগর পুলিশ। অপহৃত ছেলের নাম রাসেল। তিনি গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানাধীন এরশাদনগর এলাকার বাসিন্দা।
অপহরণের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার দুজন হলেন মো. মোক্তার হোসেন (১৯) ও মো. রিফাত হাওলাদার (২৫)।
গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) উপ–পুলিশ কমিশনার (অপরাধ ও মিডিয়া) মো. জাকির হাসান জানান, গতকাল সোমবার (১৬ আগস্ট) রাজধানীর কুর্মিটোলা হাসপাতাল থেকে করোনার টিকা নিয়ে বাড়ি ফিরছিলেন রাসেল। হাসপাতাল থেকে বের হয়ে রাস্তায় গাড়ির জন্য অপেক্ষা করছিলেন তিনি। এ সময় অজ্ঞাতনামা চারজন একটি প্রাইভেট কারে এসে রাসেলকে জোরপূর্বক তুলে নিয়ে যান।
অপহরণকারীরা রাসেলের মোবাইল নম্বর থেকে তাঁর মায়ের নম্বরে ফোন দেন। রাসেলের মায়ের কাছ থেকে ৪০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। রাসেলের মা অপহরণকারীদের কাছে জানতে চান, আপনারা কোথা থেকে টাকা গ্রহণ করবেন? অপহরণকারীরা রাসেলের মাকে গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানাধীন এরশাদনগর এলাকায় আসতে বলেন। রাসেলের মা এরশাদনগর এলাকায় এসে জাতীয় জরুরি সেবা “৯৯৯”–এ ফোন করে তার ছেলেকে উদ্ধারের জন্য আকুতি জানান।
রাসেলের মায়ের ফোনকল পেয়ে জিএমপির টঙ্গী পূর্ব থানার পুলিশ এরশাদনগর এলাকায় অভিযান পরিচালনা করে অপহৃত রাসেলকে অক্ষত অবস্থায় উদ্ধার করে এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার সময় দুই আসামিকে গ্রেপ্তার করে। এ সময় কয়েকজন পালিয়ে যায়। এ বিষয়ে টঙ্গী পূর্ব থানায় মামলা রুজু হয়েছে।

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নে গুলিবিদ্ধ শিশু আফনান ও নাফ নদীতে মাইন বিস্ফোরণে আহত যুবক মো. হানিফের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে উপজেলা প্রশাসন। পাশাপাশি জেলা পরিষদের পক্ষ থেকেও আরও কিছু অনুদান দেওয়ার কথা জানানো হয়েছে।
৩ মিনিট আগে
ডা. মহিউদ্দিনকে কারাগার থেকে আজ আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর থানার পুলিশ পরিদর্শক মো. মিজানুর রহমান তাঁকে জুলাই আন্দোলনে মিরপুর থানার মাহফুজ আলম শ্রাবণ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।
১৬ মিনিট আগে
ঘটনার প্রতিক্রিয়ায় খাগড়াছড়ি জেলা জামায়াতের আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন বলেন, নির্বাচনের পরিবেশ নষ্ট করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। তিনি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
১ ঘণ্টা আগে
আহত ব্যক্তিদের মধ্যে মামলার তদন্ত কর্মকর্তা এসআই ফরিদ আহমেদ গুরুতর আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ৬ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছেন। অন্য চার পুলিশ সদস্য প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুস সাকিব।
১ ঘণ্টা আগে