গাজীপুর প্রতিনিধি

গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচিত প্রথম নারী মেয়র জায়েদা খাতুন কাল সোমবার দায়িত্বভার গ্রহণ করবেন। আজ রোববার এক অনুষ্ঠানে ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণের কাছ থেকে দায়িত্ব বুঝে নিয়েছেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা।
২০১৮ সালে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের তিন বছর পর ২০২১ সালে মেয়র পদ থেকে জাহাঙ্গীর আলম সাময়িক বরখাস্ত হন। পরে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পান নগরীর ৪৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আসাদুর রহমান কিরণ। এর আগে ২০১৩ সালে প্রথম নির্বাচিত মেয়র প্রয়াত অধ্যাপক মান্নান বরখাস্ত হলে ২৭ মাস ১৩ দিন ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করেন তিনি।
ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ বলেন, ‘আজকে আমি চলে যাচ্ছি। আগামীকাল নতুন মেয়র হিসেবে দায়িত্ব পালন করবেন জায়েদা খাতুন। তিনি যদি মনে করেন সহযোগিতা দরকার, আমরা তাঁকে সহযোগিতা করব।’
কিরণ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে দুবার ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করার সুযোগ দিয়েছেন। এই জন্য তাঁর প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আমার দায়িত্ব পালনে সর্বোচ্চ চেষ্টা করেছি।’
ভারপ্রাপ্ত মেয়র আরও বলেন, ‘গাজীপুর সিটি করপোরেশনে বেহাল অবস্থা ছিল। সেই দশা থেকে বিভিন্ন উন্নয়নমূলক কাজের পাওনা পরিশোধ করার পরেও ৮০ কোটি ৯৮ লাখ টাকা রাজস্ব জমা করেছি। এটি এখন দেশের মধ্যে অন্যতম সচ্ছল সিটি করপোরেশন।’
এ সময় গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম শফিউল আজম, সচিব আব্দুল হান্নান, প্যানেল মেয়র আব্দুল আলিম, আয়েশা আক্তার, কাউন্সিলরসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গত ২৫ মে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন আওয়ামী লীগের প্রার্থী আজমত উল্লা খানকে ১৬ হাজার ১৯৭ ভোটের ব্যবধানে পরাজিত করেন। তাঁর প্রাপ্ত ভোট ছিল ২ লাখ ৩৮ হাজার ৯৩৪টি। জায়েদা খাতুন সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা।

গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচিত প্রথম নারী মেয়র জায়েদা খাতুন কাল সোমবার দায়িত্বভার গ্রহণ করবেন। আজ রোববার এক অনুষ্ঠানে ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণের কাছ থেকে দায়িত্ব বুঝে নিয়েছেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা।
২০১৮ সালে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের তিন বছর পর ২০২১ সালে মেয়র পদ থেকে জাহাঙ্গীর আলম সাময়িক বরখাস্ত হন। পরে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পান নগরীর ৪৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আসাদুর রহমান কিরণ। এর আগে ২০১৩ সালে প্রথম নির্বাচিত মেয়র প্রয়াত অধ্যাপক মান্নান বরখাস্ত হলে ২৭ মাস ১৩ দিন ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করেন তিনি।
ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ বলেন, ‘আজকে আমি চলে যাচ্ছি। আগামীকাল নতুন মেয়র হিসেবে দায়িত্ব পালন করবেন জায়েদা খাতুন। তিনি যদি মনে করেন সহযোগিতা দরকার, আমরা তাঁকে সহযোগিতা করব।’
কিরণ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে দুবার ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করার সুযোগ দিয়েছেন। এই জন্য তাঁর প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আমার দায়িত্ব পালনে সর্বোচ্চ চেষ্টা করেছি।’
ভারপ্রাপ্ত মেয়র আরও বলেন, ‘গাজীপুর সিটি করপোরেশনে বেহাল অবস্থা ছিল। সেই দশা থেকে বিভিন্ন উন্নয়নমূলক কাজের পাওনা পরিশোধ করার পরেও ৮০ কোটি ৯৮ লাখ টাকা রাজস্ব জমা করেছি। এটি এখন দেশের মধ্যে অন্যতম সচ্ছল সিটি করপোরেশন।’
এ সময় গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম শফিউল আজম, সচিব আব্দুল হান্নান, প্যানেল মেয়র আব্দুল আলিম, আয়েশা আক্তার, কাউন্সিলরসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গত ২৫ মে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন আওয়ামী লীগের প্রার্থী আজমত উল্লা খানকে ১৬ হাজার ১৯৭ ভোটের ব্যবধানে পরাজিত করেন। তাঁর প্রাপ্ত ভোট ছিল ২ লাখ ৩৮ হাজার ৯৩৪টি। জায়েদা খাতুন সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা।

চট্টগ্রামের মিরসরাইয়ে বউভাতের অনুষ্ঠানে যাওয়ার পথে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে এক নারী নিহত হয়েছেন। তিনি কনের নানি। এ ঘটনায় তিনজন আহত হন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার জোরারগঞ্জ থানার বাদামতলা এলাকায় বারইয়ারহাট-রামগড় সড়কের এ দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
সিলেট-৫ আসনে বিএনপির নেতৃত্বাধীন জোটের প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুককে শোকজ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু বিরুদ্ধে সরকারি কর্মকর্তাদের সঙ্গে অশালীন আচরণের কথা উল্লেখ করা হয়।
২ ঘণ্টা আগে
রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। একই সঙ্গে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে ব্যাখ্যা আগামীকাল বুধবার তাঁকে সশরীরে আদালতে তলব করা হয়েছে। আসনটির নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির
২ ঘণ্টা আগে
চট্টগ্রাম বন্দরে চাকরি পেয়েছেন গেজেটভুক্ত ৯ জুলাই যোদ্ধা। তাঁদেরকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ)। গত ১২ জানুয়ারি তাঁদের সঙ্গে চুক্তি সম্পাদনের মাধ্যমে এই নিয়োগ কার্যকর হয়েছে।
৩ ঘণ্টা আগে