প্রতিনিধি, গাজীপুর

আর মাত্র একদিন পরেই পবিত্র ঈদ উল আজহা। কিন্তু আজ সোমবার ঈদ যাত্রায় ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ঘরমুখো মানুষের তেমন কোন চাপ নেই। অপরদিকে, এ দুই মহাসড়কে ঢাকামুখী কোরবানির পশুবাহী ও পণ্যবাহী যানবাহনের চাপ আগের তুলনায় বেড়েছে। ফলে সকাল থেকে মহাসড়কে ঢাকামুখী যাত্রী ও পণ্যবাহী যানবাহন চলছে ধীর গতিতে। ঈদ যাত্রায় আজকে যানজটের পরিবর্তে মানুষের ভোগান্তির কারণে হয়ে দাঁড়িয়েছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি।
আজ সকাল থেকে গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা পর্যন্ত তেমন কোন যানজট নেই। তবে রাজধানী থেকে খুবই ধীর গতিতে গাড়ি গাজীপুর জেলায় প্রবেশ করছে। মহাসড়ক দুটিতে পর্যাপ্ত গাড়ি থাকলেও নেই পর্যাপ্ত যাত্রী। স্বাস্থ্যবিধি মানার বিষয়ে তেমন কোন নজরদারি না থাকায় যানবাহনের চালক ও সহযোগীরা স্বাস্থ্যবিধির তোয়াক্কা করছেন না। দূরপাল্লার বাসে অর্ধেক আসন খালি রেখে যাত্রী পরিবহন করলেও মিনিবাস ও অন্যান্য যানবাহনে মানা হচ্ছে না সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি। যাত্রী ও পরিবহন শ্রমিকদের অনেকেই মানছেন না স্বাস্থ্যবিধি। যাত্রী এবং পথচারী অনেকেই মাস্ক ব্যবহার করছেন না। অপরদিকে, যানজট না থাকায় সব সময় ব্যস্ততার মধ্যে থেকে অভ্যস্ত গাজীপুর মহানগর ও হাইওয়ে পুলিশের সদস্যরা আজ অনেক স্বস্তিতে সময় পার করছেন।
দূরপাল্লার গাড়ির চালকেরা বলছে বেলা বাড়লে অর্থাৎ দুপুরের পর যাত্রীর চাপ বাড়তে পারে। কেননা শিল্প অধ্যুষিত এলাকা গাজীপুরে দুপুরের পর থেকে গার্মেন্টস কর্মীদের ঈদের ছুটি দেওয়া শুরু হবে। তখন মহাসড়কে পরিবহন ও যাত্রীর একটা চাপ বৃদ্ধি পাবে। তবে অনেকেই অতিরিক্ত চাপের ভয়ে অফিসে না যেয়েই সরাসরি বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, গাজীপুরের বিভিন্ন তৈরি পোশাক কারখানায় আজ কাজের শেষে ছুটি শুরু হবে। ফলে বিকেল থেকে জেলার বিভিন্ন এলাকার শ্রমিকেরা গ্রামের বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। এ কারণে বিকেলের পর থেকে গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন ও যাত্রী চাপ আরও বাড়বে।
চান্দনা চৌরাস্তা এলাকায় ময়মনসিংহ যাওয়ার উদ্দেশ্যে অপেক্ষমাণ তানভির হোসেন বলেন, এখন তেমন যাত্রীর চাপ নেই। তবে গাড়িতে বেশি ভাড়া চাওয়া হচ্ছে।
গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) উপ পুলিশ কমিশনার মো. জাকির হাসান বলেন, আজও বিকালের পর থেকে যাত্রী চাপ বাড়তে পারে। আমাদের ৯০০ পুলিশ সদস্য তিন শিফটে ২৪ ঘণ্টা মহাসড়কে দায়িত্ব পালন করছে। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি, মহাসড়কে যাত্রী ও যানবাহনের চাপ যতেই বাড়ুক, আমরা ঈদযাত্রাকে স্বস্তিদায়ক করতে সচেষ্ট রয়েছি। তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে নিরাপদে ভ্রমণ করার জন্য অনুরোধ করেন।

আর মাত্র একদিন পরেই পবিত্র ঈদ উল আজহা। কিন্তু আজ সোমবার ঈদ যাত্রায় ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ঘরমুখো মানুষের তেমন কোন চাপ নেই। অপরদিকে, এ দুই মহাসড়কে ঢাকামুখী কোরবানির পশুবাহী ও পণ্যবাহী যানবাহনের চাপ আগের তুলনায় বেড়েছে। ফলে সকাল থেকে মহাসড়কে ঢাকামুখী যাত্রী ও পণ্যবাহী যানবাহন চলছে ধীর গতিতে। ঈদ যাত্রায় আজকে যানজটের পরিবর্তে মানুষের ভোগান্তির কারণে হয়ে দাঁড়িয়েছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি।
আজ সকাল থেকে গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা পর্যন্ত তেমন কোন যানজট নেই। তবে রাজধানী থেকে খুবই ধীর গতিতে গাড়ি গাজীপুর জেলায় প্রবেশ করছে। মহাসড়ক দুটিতে পর্যাপ্ত গাড়ি থাকলেও নেই পর্যাপ্ত যাত্রী। স্বাস্থ্যবিধি মানার বিষয়ে তেমন কোন নজরদারি না থাকায় যানবাহনের চালক ও সহযোগীরা স্বাস্থ্যবিধির তোয়াক্কা করছেন না। দূরপাল্লার বাসে অর্ধেক আসন খালি রেখে যাত্রী পরিবহন করলেও মিনিবাস ও অন্যান্য যানবাহনে মানা হচ্ছে না সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি। যাত্রী ও পরিবহন শ্রমিকদের অনেকেই মানছেন না স্বাস্থ্যবিধি। যাত্রী এবং পথচারী অনেকেই মাস্ক ব্যবহার করছেন না। অপরদিকে, যানজট না থাকায় সব সময় ব্যস্ততার মধ্যে থেকে অভ্যস্ত গাজীপুর মহানগর ও হাইওয়ে পুলিশের সদস্যরা আজ অনেক স্বস্তিতে সময় পার করছেন।
দূরপাল্লার গাড়ির চালকেরা বলছে বেলা বাড়লে অর্থাৎ দুপুরের পর যাত্রীর চাপ বাড়তে পারে। কেননা শিল্প অধ্যুষিত এলাকা গাজীপুরে দুপুরের পর থেকে গার্মেন্টস কর্মীদের ঈদের ছুটি দেওয়া শুরু হবে। তখন মহাসড়কে পরিবহন ও যাত্রীর একটা চাপ বৃদ্ধি পাবে। তবে অনেকেই অতিরিক্ত চাপের ভয়ে অফিসে না যেয়েই সরাসরি বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, গাজীপুরের বিভিন্ন তৈরি পোশাক কারখানায় আজ কাজের শেষে ছুটি শুরু হবে। ফলে বিকেল থেকে জেলার বিভিন্ন এলাকার শ্রমিকেরা গ্রামের বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। এ কারণে বিকেলের পর থেকে গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন ও যাত্রী চাপ আরও বাড়বে।
চান্দনা চৌরাস্তা এলাকায় ময়মনসিংহ যাওয়ার উদ্দেশ্যে অপেক্ষমাণ তানভির হোসেন বলেন, এখন তেমন যাত্রীর চাপ নেই। তবে গাড়িতে বেশি ভাড়া চাওয়া হচ্ছে।
গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) উপ পুলিশ কমিশনার মো. জাকির হাসান বলেন, আজও বিকালের পর থেকে যাত্রী চাপ বাড়তে পারে। আমাদের ৯০০ পুলিশ সদস্য তিন শিফটে ২৪ ঘণ্টা মহাসড়কে দায়িত্ব পালন করছে। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি, মহাসড়কে যাত্রী ও যানবাহনের চাপ যতেই বাড়ুক, আমরা ঈদযাত্রাকে স্বস্তিদায়ক করতে সচেষ্ট রয়েছি। তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে নিরাপদে ভ্রমণ করার জন্য অনুরোধ করেন।

লালমনিরহাট-২ (আদিতমারী কালীগঞ্জ) আসনে জনতার দলের প্রার্থী ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামীম কামালের ঋণ রয়েছে ২ কোটি ১৮ লাখ ৬৬ হাজার টাকা। স্ত্রী-কন্যা ও নিজের মিলিয়ে পরিবারে সোনা রয়েছে ৫৫ ভরি। তাঁর নির্বাচনী হলফনামা বিশ্লেষণ করে এই তথ্য পাওয়া গেছে।
৩৬ মিনিট আগে
লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে রনি মিয়া (২২) নামের এক যুবক আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের দইখাওয়া সীমান্তের ৯০২ নম্বর পিলার এলাকায় এই ঘটনা ঘটে।
৩৭ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশকারী দুই বাংলাদেশিকে গরু চোরাকারবারি সন্দেহে আটক করেছে ভারতীয় পুলিশ। গতকাল মঙ্গলবার ভোরে নারায়ণপুর ইউনিয়নের দেবীপুর গ্রামের চারজন রাখাল সীমান্ত পেরোলে বিএসএফ ও ভারতীয় পুলিশের ধাওয়ার মুখে পড়েন। এ সময় দুজনকে আটক করে ভারতের জঙ্গিপুর থানা-পুলিশ।
৩ ঘণ্টা আগে
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটকের পর মারা যাওয়া রবিউল ইসলামের (৩৫) শরীরে ছয়টি স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে লাশের ময়নাতদন্তের পর এসব কথা জানিয়েছেন চিকিৎসক শামসুল আলম।
৩ ঘণ্টা আগে