Ajker Patrika

‘ঋণের চাপে হতাশাগ্রস্ত’ ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১৩: ৪৯
‘ঋণের চাপে হতাশাগ্রস্ত’ ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার

গাজীপুরের শ্রীপুরে ইসনুস আলী (৪৮) নামের এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার গভীর রাতে উপজেলার গাজীপুর ইউনিয়নের নিজমাওনা গ্রাম থেকে তাঁর লাশ উদ্ধার করে শ্রীপুর থানা-পুলিশ।

ইসনুস আলী ঋণের টাকা পরিশোধ করতে না পেরে হতাশাগ্রস্ত ছিলেন বলে পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানিয়েছে পুলিশ। তা ছাড়া ঋণ পরিশোধ না করায় তিনি একটি মামলার সাজাপ্রাপ্ত আসামি ছিলেন।

ইউনুস আলী বরিশালের কাজিরহাট উপজেলার আজিমপুর গ্রামের মো. শুক্কুর আলীর ছেলে। তিনি শ্রীপুরে নিজমাওনা গ্রামে শ্বশুরবাড়িতে থাকতেন।

মাওনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিন্টু মোল্লাহ স্থানীয়দের বরাত দিয়ে বলেন, ইউনুস আলী অনেকের কাছ থেকে সুদে টাকা নিয়ে বড় অঙ্কের ঋণগ্রস্ত হয়ে পড়েন। ঋণ পরিশোধ করতে না পারায় তাঁর বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। তিনি একটি মামলায় সাজাপ্রাপ্ত। ঋণ পরিশোধ করতে না পেয়ে হতাশাগ্রস্ত হয়ে তিনি আত্মহত্যা করেছেন।

মিন্টু মোল্লাহ আরও বলেন, গতকাল রোববার রাতে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে স্বজনদের লিখিত আবেদনের ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চট্টগ্রামে ‘দুষ্কৃতকারী’র তালিকায় সাবেক মন্ত্রী–মেয়র, আ.লীগ–বিএনপি নেতা, আছেন চিন্ময় কৃষ্ণও

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর ওপর হামলা নিয়ে যা বললেন বিএনপি প্রার্থী

আমি না বললে এখান থেকে বের হতে পারবেন না, স্যার— ম্যাজিস্ট্রেটকে রুমিন ফারহানা

গভর্নরের মুখের কথায় ‘হ্যাঁ’ ভোটে সিএসআরের টাকা ঢালতে অস্বস্তি, প্রজ্ঞাপন চান ব্যাংকাররা

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত