শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে শীতলক্ষ্যা নদীতে জেগে ওঠা চরের ওপর গড়ে ওঠা অবৈধ দোকানপাট ভেঙে দিয়েছে প্রশাসন। বুধবার (৬ আগস্ট) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আতাহার শাকিলের নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের খবর পেয়ে অভিযুক্ত ব্যক্তি আকতার হোসেন খান এলাকা ছেড়ে পালিয়ে যান।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে একটি চক্র শীতলক্ষ্যায় জেগে ওঠা চর দখল করে দোকানপাট নির্মাণ করে আসছিল। এতে নদীর স্বাভাবিক রূপ ও পরিবেশ নষ্ট হচ্ছিল। অবশেষে প্রশাসনের হস্তক্ষেপে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ হওয়ায় নদী তার সৌন্দর্য ফিরে পেয়েছে।
স্থানীয় বাসিন্দা সবুজ মিয়া বলেন, ‘একটি প্রভাবশালী চক্র নদীর চর দখল করে দোকানপাট তুলেছিল। এতে নদীর পরিবেশ ও নান্দনিকতা নষ্ট হচ্ছিল। এখন নদী ও চরের পুরোনো সৌন্দর্য কিছুটা হলেও ফিরে এসেছে।’
নদী রক্ষা সংগঠন ‘নদী পরিব্রাজক দল’-এর শ্রীপুর শাখার সভাপতি সাঈদ চৌধুরী বলেন, ‘চর দখলের বিষয়টি জানার পরপরই উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছিল। আজ উচ্ছেদ অভিযান বাস্তবায়ন হওয়ায় আমরা সন্তুষ্ট।’

শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আতাহার শাকিল বলেন, ‘উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে শীতলক্ষ্যার চরের অবৈধ দখল উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়েছে। সরকার ও জনসাধারণের সম্পত্তিতে কেউ অবৈধভাবে দখল করে স্থাপনা গড়তে পারবে না। অভিযান চালাতে গেলে জবরদখলকারীরা পালিয়ে যায়।’
এ বিষয়ে অভিযুক্ত আকতার হোসেন খানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

গাজীপুরের শ্রীপুরে শীতলক্ষ্যা নদীতে জেগে ওঠা চরের ওপর গড়ে ওঠা অবৈধ দোকানপাট ভেঙে দিয়েছে প্রশাসন। বুধবার (৬ আগস্ট) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আতাহার শাকিলের নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের খবর পেয়ে অভিযুক্ত ব্যক্তি আকতার হোসেন খান এলাকা ছেড়ে পালিয়ে যান।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে একটি চক্র শীতলক্ষ্যায় জেগে ওঠা চর দখল করে দোকানপাট নির্মাণ করে আসছিল। এতে নদীর স্বাভাবিক রূপ ও পরিবেশ নষ্ট হচ্ছিল। অবশেষে প্রশাসনের হস্তক্ষেপে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ হওয়ায় নদী তার সৌন্দর্য ফিরে পেয়েছে।
স্থানীয় বাসিন্দা সবুজ মিয়া বলেন, ‘একটি প্রভাবশালী চক্র নদীর চর দখল করে দোকানপাট তুলেছিল। এতে নদীর পরিবেশ ও নান্দনিকতা নষ্ট হচ্ছিল। এখন নদী ও চরের পুরোনো সৌন্দর্য কিছুটা হলেও ফিরে এসেছে।’
নদী রক্ষা সংগঠন ‘নদী পরিব্রাজক দল’-এর শ্রীপুর শাখার সভাপতি সাঈদ চৌধুরী বলেন, ‘চর দখলের বিষয়টি জানার পরপরই উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছিল। আজ উচ্ছেদ অভিযান বাস্তবায়ন হওয়ায় আমরা সন্তুষ্ট।’

শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আতাহার শাকিল বলেন, ‘উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে শীতলক্ষ্যার চরের অবৈধ দখল উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়েছে। সরকার ও জনসাধারণের সম্পত্তিতে কেউ অবৈধভাবে দখল করে স্থাপনা গড়তে পারবে না। অভিযান চালাতে গেলে জবরদখলকারীরা পালিয়ে যায়।’
এ বিষয়ে অভিযুক্ত আকতার হোসেন খানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চট্টগ্রাম-১৩ সংসদীয় আসনের বিএনপি প্রার্থী সরওয়ার জামাল নিজামকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি।
৭ মিনিট আগে
ফেনীর মহিপালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কলেজশিক্ষার্থী মাহবুবুল হাসান মাসুম (২৫) হত্যা মামলায় অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত। এতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ফেনী-২ আসনের সা
১০ মিনিট আগে
ইলিশ সাধারণত বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি হয়। পদ্মার ইলিশের প্রতি ভারতে বিশেষত পশ্চিমবঙ্গের মানুষের বিশেষ আগ্রহ রয়েছে। এই ইলিশ কোনো কোনো সময় কূটনৈতিক সম্পর্কের বিষয় হয়ে দাঁড়ায়। কিন্তু এবার ঘটেছে উল্টো ঘটনা— ভারত থেকে ইলিশ এসেছে বাংলাদেশে। যশোরের বেনাপোল স্থলবন্দরে আনা প্রায় ৬ হাজার কেজি ইলিশ...
২৩ মিনিট আগে
পৌষ মাসের শেষ দিন এলেই একসময় পুরান ঢাকার আকাশজুড়ে দেখা যেত ঘুড়ির রাজত্ব। রঙিন ঘুড়িতে ছেয়ে যেত ছাদ থেকে ছাদ, অলিগলিতে ছড়িয়ে পড়ত উৎসবের আমেজ। তবে এ বছর সাকরাইন এলেও সেই চিরচেনা দৃশ্য আর চোখে পড়েনি। ঘুড়ির সংখ্যা যেমন কম ছিল, তেমনি উৎসবের সামগ্রিক আবহও ছিল অনেকটাই ম্লান।
২৫ মিনিট আগে