গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাঙ্গার জাঙ্গাল এলাকায় মকস বিলে ঘুরতে গিয়ে গত শুক্রবার বিকেলে নৌকা ডুবে তিন বন্ধু নিখোঁজ হয়। এরপর একে একে তাদের সবার মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
গত শুক্রবার (২৫ জুলাই) নৌকা ডুবে নিখোঁজ হওয়ার পরদিন শনিবার দুই বন্ধুর এবং রোববার অপর বন্ধুর মরদেহ উদ্ধার করা হয়।
মারা যাওয়া তিনজন হচ্ছে কালিয়াকৈর উপজেলার মৌচাক সুরিচালা এলাকার বাসিন্দা সফিকুল ইসলামের ছেলে মেহেদী হাসান, কালিয়াকৈর উপজেলার সুরিচালা গ্রামের মজনু মিয়ার ছেলে মাহমুদ হাসান শিমুল (১৯) ও ঢাকার ধামরাই উপজেলার শিমুলিয়া এলাকার হালিম মিয়ার ছেলে রফিকুল ইসলাম (১৯)।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঢাকার ধামরাই উপজেলার শিমুলিয়া থেকে ২৫ জুলাই সকালে রফিকুল ইসলাম কালিয়াকৈর উপজেলার সূরিচালা এলাকায় তার খালার বাড়িতে বেড়াতে আসে। পরে বিকেলে পাঁচ বন্ধু মিলে একটি ছোট নৌকা ভাড়া নিয়ে মকস বিলে ঘুরতে বের হয়। পাঁচজনই চলতি বছর এসএসসি পাস করেছে।
মকস বিলে ঘোরার সময় প্রচণ্ড বাতাসে নৌকাটি বিলের পানিতে উল্টে যায়। এ সময়ে দুই বন্ধু সাকিব হোসেন ও আরাফাত হোসেন সাঁতরে তীরে উঠতে পারলেও ওই তিনজন পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে আশপাশের লোকজন তাদের খুঁজে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল উদ্ধার অভিযান শুরু করে। শুক্রবার রাত পর্যন্ত অভিযান চললেও আবহাওয়া খারাপ থাকায় তা স্থগিত করা হয়। শনিবার সকাল থেকে আবার উদ্ধার অভিযান শুরুর পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজ তিন বন্ধুর মধ্যে দুই বন্ধু মাহমুদ হাসান শিমুল (১৯) ও রফিকুল ইসলামের (১৯) লাশ উদ্ধার করে। কিন্তু অপর বন্ধুর কোনো সন্ধান পায়নি।
শেষ পর্যন্ত রোববার (২৭ জুলাই) সকালে মেহেদী হাসানের লাশ ভেসে ওঠে। স্থানীয়রা মকস বিলের কচুরিপানার ভেতর তার মরদেহ দেখতে পেয়ে স্বজনদের খবর দেয়। পরে স্বজনেরা গিয়ে মরদেহ উদ্ধার করে।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর ইফতেখার হাসান রায়হান চৌধুরী বলেন, ‘নৌকা ডুবে নিখোঁজ তিন বন্ধুর মরদেহ উদ্ধার করা হয়েছে। আমাদের টিম টানা চেষ্টা চালিয়েছে। পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।’

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাঙ্গার জাঙ্গাল এলাকায় মকস বিলে ঘুরতে গিয়ে গত শুক্রবার বিকেলে নৌকা ডুবে তিন বন্ধু নিখোঁজ হয়। এরপর একে একে তাদের সবার মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
গত শুক্রবার (২৫ জুলাই) নৌকা ডুবে নিখোঁজ হওয়ার পরদিন শনিবার দুই বন্ধুর এবং রোববার অপর বন্ধুর মরদেহ উদ্ধার করা হয়।
মারা যাওয়া তিনজন হচ্ছে কালিয়াকৈর উপজেলার মৌচাক সুরিচালা এলাকার বাসিন্দা সফিকুল ইসলামের ছেলে মেহেদী হাসান, কালিয়াকৈর উপজেলার সুরিচালা গ্রামের মজনু মিয়ার ছেলে মাহমুদ হাসান শিমুল (১৯) ও ঢাকার ধামরাই উপজেলার শিমুলিয়া এলাকার হালিম মিয়ার ছেলে রফিকুল ইসলাম (১৯)।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঢাকার ধামরাই উপজেলার শিমুলিয়া থেকে ২৫ জুলাই সকালে রফিকুল ইসলাম কালিয়াকৈর উপজেলার সূরিচালা এলাকায় তার খালার বাড়িতে বেড়াতে আসে। পরে বিকেলে পাঁচ বন্ধু মিলে একটি ছোট নৌকা ভাড়া নিয়ে মকস বিলে ঘুরতে বের হয়। পাঁচজনই চলতি বছর এসএসসি পাস করেছে।
মকস বিলে ঘোরার সময় প্রচণ্ড বাতাসে নৌকাটি বিলের পানিতে উল্টে যায়। এ সময়ে দুই বন্ধু সাকিব হোসেন ও আরাফাত হোসেন সাঁতরে তীরে উঠতে পারলেও ওই তিনজন পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে আশপাশের লোকজন তাদের খুঁজে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল উদ্ধার অভিযান শুরু করে। শুক্রবার রাত পর্যন্ত অভিযান চললেও আবহাওয়া খারাপ থাকায় তা স্থগিত করা হয়। শনিবার সকাল থেকে আবার উদ্ধার অভিযান শুরুর পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজ তিন বন্ধুর মধ্যে দুই বন্ধু মাহমুদ হাসান শিমুল (১৯) ও রফিকুল ইসলামের (১৯) লাশ উদ্ধার করে। কিন্তু অপর বন্ধুর কোনো সন্ধান পায়নি।
শেষ পর্যন্ত রোববার (২৭ জুলাই) সকালে মেহেদী হাসানের লাশ ভেসে ওঠে। স্থানীয়রা মকস বিলের কচুরিপানার ভেতর তার মরদেহ দেখতে পেয়ে স্বজনদের খবর দেয়। পরে স্বজনেরা গিয়ে মরদেহ উদ্ধার করে।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর ইফতেখার হাসান রায়হান চৌধুরী বলেন, ‘নৌকা ডুবে নিখোঁজ তিন বন্ধুর মরদেহ উদ্ধার করা হয়েছে। আমাদের টিম টানা চেষ্টা চালিয়েছে। পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।’

পটুয়াখালীর পায়রা বন্দরে সাড়ে ৬ হাজার কোটি টাকা খরচ করে ড্রেজিং করা হলেও বন্দরটিতে জাহাজ ভিড়তে পারছে না। নাব্যতা-সংকট থাকায় পায়রা বন্দরের জাহাজগুলো ভিড়ছে চট্টগ্রাম বন্দরে। পায়রা বন্দর কর্তৃপক্ষ জানায়, পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র এবং আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড (আরএনপিএল)...
৪ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
৮ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
৮ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে সুগন্ধা ফিলিং স্টেশন এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে পৌরসভার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৬) ও সাইদুল প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিক (১৭)।
৮ ঘণ্টা আগে