
গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতন-ভাতার দাবিতে কাপাসিয়া-রাজেন্দ্রপুর সংযোগ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি তৈরি পোশাক কারখানার দেড় হাজার শ্রমিক। এতে কাপাসিয়া-রাজেন্দ্রপুর সংযোগ সড়কে সব ধরনের পরিবহন চলাচল বন্ধ রয়েছে। সৃষ্টি হয়েছে সড়কের দুপাশে দীর্ঘ যানজট।
আজ শনিবার বেলা ১১টার দিকে উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের সাটিয়াবাড়ী গ্রামের ডার্ড কম্পোজিট লিমিটেড নামের ওই পোশাক কারখানার শ্রমিকেরা বেতন-ভাতার দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। সড়ক অবরোধের বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম।
কারখানার শ্রমিক পারুল আক্তার বলেন, ‘আমার দুই মাসের বেতন বকেয়া। দেই-দিচ্ছি করে ঘোরাচ্ছে। বেতন না পাওয়ায় খেয়ে-না খেয়ে যাচ্ছে আমার পরিবারের সদস্যদের সময়। বাসা ভাড়ার জন্য চাপ দিচ্ছে বাড়ির মালিক। অন্যদিকে দোকান বাকি বন্ধ করেছে মুদি দোকানি।’
একই কারখানার শ্রমিক লাইলী আক্তার বলেন, তিন মাস ধরে বেতন দিচ্ছে না কারখানা কর্তৃপক্ষ। কম করে হলেও ১০ বার তারিখ দিয়েছে, কিন্তু বেতন দিচ্ছে না। তিন মাস বেতন না পেলে কী করে চলে সংসার?’
কারখানার শ্রমিক রিফাত বলেন, ‘আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। উপায় না পেয়ে রাস্তায় এসেছি। একটা ফয়সালা করে কাজে ফিরব, না হয় বাড়ি ফিরব।’
স্থানীয় বাসিন্দা লোকমান হোসেন বলেন, বেলা ১১টার দিকে অবরোধ শুরু করেন শ্রমিকেরা। এখনো অবরোধ চলছে। আড়াই ঘণ্টায় সড়কের কয়েক কিলোমিটার এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
ডার্ড কম্পোজিট লিমিটেড কারখানার ঊর্ধ্বতন ব্যবস্থাপক (প্রশাসন) আকাশ মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘এ বিষয়ে পরে আপনাকে বিস্তারিত জানাব। খুবই ব্যস্ত আছি।’
রাজাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসিনা মমতাজ বলেন, ‘সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শ্রমিকেরা শোনার পরপরই কারখানায় ছুটে যাই। এ বিষয়ে কারখানার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা হচ্ছে।’
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে নিতে চেষ্টা করা হচ্ছে।’

গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতন-ভাতার দাবিতে কাপাসিয়া-রাজেন্দ্রপুর সংযোগ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি তৈরি পোশাক কারখানার দেড় হাজার শ্রমিক। এতে কাপাসিয়া-রাজেন্দ্রপুর সংযোগ সড়কে সব ধরনের পরিবহন চলাচল বন্ধ রয়েছে। সৃষ্টি হয়েছে সড়কের দুপাশে দীর্ঘ যানজট।
আজ শনিবার বেলা ১১টার দিকে উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের সাটিয়াবাড়ী গ্রামের ডার্ড কম্পোজিট লিমিটেড নামের ওই পোশাক কারখানার শ্রমিকেরা বেতন-ভাতার দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। সড়ক অবরোধের বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম।
কারখানার শ্রমিক পারুল আক্তার বলেন, ‘আমার দুই মাসের বেতন বকেয়া। দেই-দিচ্ছি করে ঘোরাচ্ছে। বেতন না পাওয়ায় খেয়ে-না খেয়ে যাচ্ছে আমার পরিবারের সদস্যদের সময়। বাসা ভাড়ার জন্য চাপ দিচ্ছে বাড়ির মালিক। অন্যদিকে দোকান বাকি বন্ধ করেছে মুদি দোকানি।’
একই কারখানার শ্রমিক লাইলী আক্তার বলেন, তিন মাস ধরে বেতন দিচ্ছে না কারখানা কর্তৃপক্ষ। কম করে হলেও ১০ বার তারিখ দিয়েছে, কিন্তু বেতন দিচ্ছে না। তিন মাস বেতন না পেলে কী করে চলে সংসার?’
কারখানার শ্রমিক রিফাত বলেন, ‘আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। উপায় না পেয়ে রাস্তায় এসেছি। একটা ফয়সালা করে কাজে ফিরব, না হয় বাড়ি ফিরব।’
স্থানীয় বাসিন্দা লোকমান হোসেন বলেন, বেলা ১১টার দিকে অবরোধ শুরু করেন শ্রমিকেরা। এখনো অবরোধ চলছে। আড়াই ঘণ্টায় সড়কের কয়েক কিলোমিটার এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
ডার্ড কম্পোজিট লিমিটেড কারখানার ঊর্ধ্বতন ব্যবস্থাপক (প্রশাসন) আকাশ মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘এ বিষয়ে পরে আপনাকে বিস্তারিত জানাব। খুবই ব্যস্ত আছি।’
রাজাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসিনা মমতাজ বলেন, ‘সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শ্রমিকেরা শোনার পরপরই কারখানায় ছুটে যাই। এ বিষয়ে কারখানার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা হচ্ছে।’
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে নিতে চেষ্টা করা হচ্ছে।’

দারিদ্র্য যেখানে নিত্যসঙ্গী, সেখানে নতুন ফসল হয়ে উঠেছে মুক্তির পথ। বাগেরহাটের ফকিরহাট উপজেলার হাজেরা বেগম (৪৫) ব্রকলি চাষ করে প্রমাণ করেছেন—সঠিক পরামর্শ ও সহায়তা পেলে গ্রামীণ নারীরাও লাভজনক কৃষিতে সফল হতে পারেন।
৩ ঘণ্টা আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ আলম মণ্ডল দীর্ঘদিন ধরে পরিষদে অনুপস্থিত থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন ইউনিয়নের সাধারণ মানুষ। জন্মনিবন্ধন, নাগরিক সনদসহ নিত্যপ্রয়োজনীয় সেবা নিতে এসে দিনের পর দিন ঘুরে ফিরছেন সেবাপ্রত্যাশীরা।
৩ ঘণ্টা আগে
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝিনাই নদের ওপর ১৭ কোটি টাকা বরাদ্দে নবনির্মিত পিসি গার্ডার সেতুটি যানবাহন পারাপারে কাজে আসছে না। সেতুর উভয় পাড়ে সংযোগ সড়ক পাকা না করে কাজ ফেলে রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এ ছাড়া সেতুর উভয় অংশে ১২০ মিটার নালা ও নদীভাঙন থেকে রক্ষায় ব্লক স্থাপন করা হয়নি। এতে সড়কটি দিয়ে প্রতি
৪ ঘণ্টা আগে
বাংলাদেশের ওষুধশিল্প বর্তমানে গভীর সংকটের মুখে। গুটিকয়েক বড় প্রতিষ্ঠানের বাইরে দেশের প্রায় ৬০ শতাংশ ওষুধ কোম্পানি রুগ্ণ অবস্থায় রয়েছে। এর মধ্যে প্রায় ৪০ শতাংশ ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে বা বন্ধ হওয়ার পথে। নীতিসহায়তা ও বাস্তবভিত্তিক সিদ্ধান্ত না এলে দেশের ওষুধে স্বয়ংসম্পূর্ণতা মারাত্মক ঝুঁকিতে পড়বে বলে
৪ ঘণ্টা আগে