
গাজীপুরে ঋণ দেওয়ার কথা বলে এলাকার খেটে খাওয়া শতাধিক দিনমজুরের কাছ থেকে সঞ্চয় বাবদ প্রায় অর্ধকোটি টাকা হাতিয়ে নিয়ে গা ঢাকা দেওয়ার অভিযোগ উঠেছে কমিউনিটি ডেভেলপমেন্ট সোসাইটি (সিডিএস) নামের একটি এনজিও’র বিরুদ্ধে।
জানা যায়, শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের পাথার পাড়া এলাকায় বাড়ি ভাড়া নিয়ে অফিস সাজিয়ে আশপাশের নিম্নবিত্ত নারী-পুরুষ কাছ থেকে সঞ্চয় বাবদ বিভিন্ন অঙ্কের টাকা হাতিয়ে নেয় সিডিএসের কর্মকর্তারা। পরে গত রোববার বিকেলে গা ঢাকা দেয়।
ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গ্রাহকের সংখ্যা শতাধিক। তাঁদের সঞ্চয় বইয়ের হিসেব অনুযায়ী কমিউনিটি ডেভেলপমেন্ট সোসাইটি প্রায় অর্ধকোটি টাকা হাতিয়ে নিয়েছে। কমিউনিটি ডেভেলপমেন্ট সোসাইটির (এসডিএস) সরকারি রেজিস্ট্রেশন নম্বর এস ১০২৩২ (৭৯৫ / ২০১০। নিবন্ধিত ঠিকানা উত্তর রাজাসন, বিরুলিয়া রোড, সাভার-ঢাকা।
ভুক্তভোগী সদস্য ফালানী বেগম বলেন, ‘৬০ থেকে ৭০ হাজার টাকা জমা রাখলে ৬ থেকে ৭ লাখ টাকা ঋণ দেবে এই আশায় ধারকর্জ করে সঞ্চয় জমা করেছিলাম। রোববার দুপুরে এসে দেখি অফিসে তালা দেওয়া, সাইনবোর্ড নেই।’
এই বিষয়ে বাড়ির মালিকের ভাই আব্দুল খালেক জানান, মাত্র চার দিন হয়েছে তারা এসেছে। আজকে বাড়ি ভাড়ার চুক্তি হওয়ার কথা ছিল কিন্তু এর আগেই তারা উধাও।
এ বিষয়ে বক্তব্য নিতে কমিউনিটি ডেভেলপমেন্ট সোসাইটি এসডিএসের অফিসে গিয়ে কাউকে পাওয়া যায়নি। গ্রাহকদের সঞ্চয় বইয়ে এসডিএসের যে নম্বরটি দেওয়া হয়েছে সেটিতে যোগাযোগ করলে বন্ধ পাওয়া যায়।
উপজেলা সমবায় অফিস জানায়, এই নামে তারা কোনো এনজিওকে রেজিস্ট্রেশন দেয়নি। কোথা থেকে তারা এই রেজিস্ট্রেশন পেয়েছে সেটি খতিয়ে দেখা হচ্ছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ‘এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’
তবে শ্রীপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউএনও মো. তরিকুল ইসলাম বলেন, ‘এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। বিষয়টি খোঁজ খবর নেওয়া হচ্ছে।’

গাজীপুরে ঋণ দেওয়ার কথা বলে এলাকার খেটে খাওয়া শতাধিক দিনমজুরের কাছ থেকে সঞ্চয় বাবদ প্রায় অর্ধকোটি টাকা হাতিয়ে নিয়ে গা ঢাকা দেওয়ার অভিযোগ উঠেছে কমিউনিটি ডেভেলপমেন্ট সোসাইটি (সিডিএস) নামের একটি এনজিও’র বিরুদ্ধে।
জানা যায়, শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের পাথার পাড়া এলাকায় বাড়ি ভাড়া নিয়ে অফিস সাজিয়ে আশপাশের নিম্নবিত্ত নারী-পুরুষ কাছ থেকে সঞ্চয় বাবদ বিভিন্ন অঙ্কের টাকা হাতিয়ে নেয় সিডিএসের কর্মকর্তারা। পরে গত রোববার বিকেলে গা ঢাকা দেয়।
ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গ্রাহকের সংখ্যা শতাধিক। তাঁদের সঞ্চয় বইয়ের হিসেব অনুযায়ী কমিউনিটি ডেভেলপমেন্ট সোসাইটি প্রায় অর্ধকোটি টাকা হাতিয়ে নিয়েছে। কমিউনিটি ডেভেলপমেন্ট সোসাইটির (এসডিএস) সরকারি রেজিস্ট্রেশন নম্বর এস ১০২৩২ (৭৯৫ / ২০১০। নিবন্ধিত ঠিকানা উত্তর রাজাসন, বিরুলিয়া রোড, সাভার-ঢাকা।
ভুক্তভোগী সদস্য ফালানী বেগম বলেন, ‘৬০ থেকে ৭০ হাজার টাকা জমা রাখলে ৬ থেকে ৭ লাখ টাকা ঋণ দেবে এই আশায় ধারকর্জ করে সঞ্চয় জমা করেছিলাম। রোববার দুপুরে এসে দেখি অফিসে তালা দেওয়া, সাইনবোর্ড নেই।’
এই বিষয়ে বাড়ির মালিকের ভাই আব্দুল খালেক জানান, মাত্র চার দিন হয়েছে তারা এসেছে। আজকে বাড়ি ভাড়ার চুক্তি হওয়ার কথা ছিল কিন্তু এর আগেই তারা উধাও।
এ বিষয়ে বক্তব্য নিতে কমিউনিটি ডেভেলপমেন্ট সোসাইটি এসডিএসের অফিসে গিয়ে কাউকে পাওয়া যায়নি। গ্রাহকদের সঞ্চয় বইয়ে এসডিএসের যে নম্বরটি দেওয়া হয়েছে সেটিতে যোগাযোগ করলে বন্ধ পাওয়া যায়।
উপজেলা সমবায় অফিস জানায়, এই নামে তারা কোনো এনজিওকে রেজিস্ট্রেশন দেয়নি। কোথা থেকে তারা এই রেজিস্ট্রেশন পেয়েছে সেটি খতিয়ে দেখা হচ্ছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ‘এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’
তবে শ্রীপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউএনও মো. তরিকুল ইসলাম বলেন, ‘এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। বিষয়টি খোঁজ খবর নেওয়া হচ্ছে।’

পাবনার ফরিদপুর উপজেলায় নিখোঁজের পাঁচ দিন পর হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (১৮ জানুয়ারি) সকালে জন্তিহার ও পার্শ্ববর্তী বিলনলুয়া গ্রামসংলগ্ন একটি বিল থেকে লাশটি উদ্ধার করা হয়।
৭ মিনিট আগে
পিরোজপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) সিভিল ইনস্ট্রাক্টর কামরুল হাসান ও ইলেকট্রিশিয়ান ইনস্ট্রাক্টর কবির আলমের বিরুদ্ধে ঘুষ, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। আজ রোববার (১৮ জানুয়ারি) সকালে পিরোজপুর টিটিসির সামনে এক মানববন্ধন কর্মসূচিতে এমন অভিযোগ তোলা হয়।
৭ মিনিট আগে
সিলেট নগরীর তালতলায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই মামাতো-ফুফাতো ভাই নিহত হয়েছেন। গতকাল শনিবার দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন, সিলেট নগরীর মির্জাজাঙ্গাল এলাকার ইমন দাস (২১) এবং সিলেট নগরের জিন্দাবাজার এলাকার দীপ্ত দাস (১৭)।
২৭ মিনিট আগে
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা বড়িসহ আশরাফুল মৃধা (৪৬) নামের এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
৩১ মিনিট আগে