
গাজীপুরের শ্রীপুরে ককটেল বিস্ফোরণের ঘটনায় ছাত্রলীগ বাদী হয়ে উপজেলা ছাত্রদলের আহ্বায়কসহ বিএনপি ও যুবদলের ২৩ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেছে উপজেলা ছাত্রলীগ। মঙ্গলবার (২৯ নভেম্বর) শ্রীপুর ছাত্রলীগের আহ্বায়ক মাহবুব হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেন।
মামলায় আসামিরা হলেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জিয়াউল হক ওরফে রিফাত মোড়ল (২৭), বাপ্পি সরকার (২৫), সজিব শিকদার (২৫), আবু তাহের প্রধান (৪০), মাছুম (২৮), শিপন (৩৬), সালাম শেখ (৪০), নাজমুল শেখ (২৮), আল আমিন (৩৮), ওবায়দুর রহমান মন্ডল সোহেল (৪৫), সোহেল ফকির (৪২), সুমন আহমেদ আকন্দ (৩৫), সরোয়ার হোসেন শেখ (৪০), মো. মোসলেম উদ্দিন মৃধা, মাসুম (২৭), মমিন সরকার (২৭), সাদ্দাম, সেলিম, আলম (৪৫), রবিন আহমেদ (২৫), ইফরান (২৫), তানভীর (২৫), মোবারক হোসেন শ্যামল (৪৫)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত সোমবার (২৮ নভেম্বর) রাত পৌনে ১১টার দিকে পৌর শহরের মাস্টার বাড়ি এলাকা থেকে ফুটবল খেলা দেখে ছাত্রলীগের কিছু নেতা-কর্মী মোটরসাইকেল যোগে মাওনা চৌরাস্তা দিকে যাচ্ছিলেন। গিলারচালা পৌঁছালে আগে থেকেই অৎপেতে থাকা ছাত্রদলের নেতা-কর্মীরা ছাত্রলীগের নেতা-কর্মীদের ওপর হামলা চালিয়ে মারধর করে। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ করা হয়। বাকি কয়েকটি ককটেল অবিস্ফোরিত থাকে।
মামলার বাদী শ্রীপুর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মাহবুব হাসান বলেন, ‘ব্রাজিল বনাম সুইজারল্যান্ড ফুটবল টুর্নামেন্ট দেখে বাড়ি ফেরার পথে হাজী পাম্প এলাকায় পৌঁছা মাত্র উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জিয়াউল হকের নেতৃত্বে আমাদের ওপর হামলা চালিয়ে মারধর করে। এ সময় আমাদের কয়েকজন নেতা-কর্মী আহত হয়। আশপাশে লোকজন এগিয়ে এলে ওঁরা ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়।’
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জিয়াউল হক ওরফে রিফাত মোড়ল বলেন, ‘মামলার বিষয়টি শুনেছি। আমাদের কোনো নেতা-কর্মী এই ঘটনার সঙ্গে জড়িত নয়। এটি একটি সাজানো মামলা।’
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ‘ককটেল বিস্ফোরণের ঘটনার মামলা রুজু হয়েছে। কয়েকটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে।’

গাজীপুরের শ্রীপুরে ককটেল বিস্ফোরণের ঘটনায় ছাত্রলীগ বাদী হয়ে উপজেলা ছাত্রদলের আহ্বায়কসহ বিএনপি ও যুবদলের ২৩ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেছে উপজেলা ছাত্রলীগ। মঙ্গলবার (২৯ নভেম্বর) শ্রীপুর ছাত্রলীগের আহ্বায়ক মাহবুব হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেন।
মামলায় আসামিরা হলেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জিয়াউল হক ওরফে রিফাত মোড়ল (২৭), বাপ্পি সরকার (২৫), সজিব শিকদার (২৫), আবু তাহের প্রধান (৪০), মাছুম (২৮), শিপন (৩৬), সালাম শেখ (৪০), নাজমুল শেখ (২৮), আল আমিন (৩৮), ওবায়দুর রহমান মন্ডল সোহেল (৪৫), সোহেল ফকির (৪২), সুমন আহমেদ আকন্দ (৩৫), সরোয়ার হোসেন শেখ (৪০), মো. মোসলেম উদ্দিন মৃধা, মাসুম (২৭), মমিন সরকার (২৭), সাদ্দাম, সেলিম, আলম (৪৫), রবিন আহমেদ (২৫), ইফরান (২৫), তানভীর (২৫), মোবারক হোসেন শ্যামল (৪৫)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত সোমবার (২৮ নভেম্বর) রাত পৌনে ১১টার দিকে পৌর শহরের মাস্টার বাড়ি এলাকা থেকে ফুটবল খেলা দেখে ছাত্রলীগের কিছু নেতা-কর্মী মোটরসাইকেল যোগে মাওনা চৌরাস্তা দিকে যাচ্ছিলেন। গিলারচালা পৌঁছালে আগে থেকেই অৎপেতে থাকা ছাত্রদলের নেতা-কর্মীরা ছাত্রলীগের নেতা-কর্মীদের ওপর হামলা চালিয়ে মারধর করে। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ করা হয়। বাকি কয়েকটি ককটেল অবিস্ফোরিত থাকে।
মামলার বাদী শ্রীপুর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মাহবুব হাসান বলেন, ‘ব্রাজিল বনাম সুইজারল্যান্ড ফুটবল টুর্নামেন্ট দেখে বাড়ি ফেরার পথে হাজী পাম্প এলাকায় পৌঁছা মাত্র উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জিয়াউল হকের নেতৃত্বে আমাদের ওপর হামলা চালিয়ে মারধর করে। এ সময় আমাদের কয়েকজন নেতা-কর্মী আহত হয়। আশপাশে লোকজন এগিয়ে এলে ওঁরা ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়।’
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জিয়াউল হক ওরফে রিফাত মোড়ল বলেন, ‘মামলার বিষয়টি শুনেছি। আমাদের কোনো নেতা-কর্মী এই ঘটনার সঙ্গে জড়িত নয়। এটি একটি সাজানো মামলা।’
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ‘ককটেল বিস্ফোরণের ঘটনার মামলা রুজু হয়েছে। কয়েকটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে।’

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ আলম মণ্ডল দীর্ঘদিন ধরে পরিষদে অনুপস্থিত থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন ইউনিয়নের সাধারণ মানুষ। জন্মনিবন্ধন, নাগরিক সনদসহ নিত্যপ্রয়োজনীয় সেবা নিতে এসে দিনের পর দিন ঘুরে ফিরছেন সেবাপ্রত্যাশীরা।
৬ ঘণ্টা আগে
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝিনাই নদের ওপর ১৭ কোটি টাকা বরাদ্দে নবনির্মিত পিসি গার্ডার সেতুটি যানবাহন পারাপারে কাজে আসছে না। সেতুর উভয় পাড়ে সংযোগ সড়ক পাকা না করে কাজ ফেলে রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এ ছাড়া সেতুর উভয় অংশে ১২০ মিটার নালা ও নদীভাঙন থেকে রক্ষায় ব্লক স্থাপন করা হয়নি। এতে সড়কটি দিয়ে প্রতি
৬ ঘণ্টা আগে
বাংলাদেশের ওষুধশিল্প বর্তমানে গভীর সংকটের মুখে। গুটিকয়েক বড় প্রতিষ্ঠানের বাইরে দেশের প্রায় ৬০ শতাংশ ওষুধ কোম্পানি রুগ্ণ অবস্থায় রয়েছে। এর মধ্যে প্রায় ৪০ শতাংশ ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে বা বন্ধ হওয়ার পথে। নীতিসহায়তা ও বাস্তবভিত্তিক সিদ্ধান্ত না এলে দেশের ওষুধে স্বয়ংসম্পূর্ণতা মারাত্মক ঝুঁকিতে পড়বে বলে
৬ ঘণ্টা আগে
সুনামগঞ্জের হাওরগুলোতে গেল বর্ষায় প্রচণ্ড পানিস্বল্পতা ছিল। পানি কম থাকায় অক্ষত রয়েছে অধিকাংশ ফসল রক্ষা বাঁধ। বিগত সময়ের তুলনায় ক্লোজারও (বড় ভাঙন) কমেছে সম্ভাব্য বাঁধগুলোতে। কিন্তু যেনতেন প্রাক্কলন, মনগড়া জরিপের মাধ্যমে বাড়ানো হয়েছে বরাদ্দ। হাওর সচেতন মানুষের অভিযোগ, বরাদ্দ বাড়িয়ে সরকারি অর্থ লুটপাট
৬ ঘণ্টা আগে