শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে ছাদ থেকে লাফিয়ে পোশাক কারখানার শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ১ হাজার ৫০০ শ্রমিকের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে গাজীপুর শিল্প পুলিশের উপপরিদর্শক (এসআই) সুশান্ত কুমার বাদী হয়ে শ্রীপুর থানায় বিস্ফোরক আইনে শ্রমিকদের বিরুদ্ধে মামলাটি করেন। এতে ৬৪ জনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া অজ্ঞাতনামা ১ হাজার ৫০০ শ্রমিককে আসামি করা হয়েছে। এর মধ্যে ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
জানা গেছে, গত সোমবার সন্ধ্যায় পোশাক কারখানার অষ্টম তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে মারা যান শ্রমিক জাকির হোসেন। তিনি জিন্নাত নিট ওয়্যার লিমিটেড কারখানায় শ্রমিকের কাজ করতেন। কর্তৃপক্ষের অপমানের কারণে জাকির আত্মহত্যা করেছেন অভিযোগ তুলে ক্ষুব্ধ হয়ে হন শ্রমিকেরা। এ ঘটনাকে কেন্দ্র করে গতকাল মঙ্গলবার সকাল থেকে বিচারের দাবিতে আন্দোলন শুরু করেন কারখানার কয়েক হাজার শ্রমিক। বিক্ষুব্ধ শ্রমিকেরা কারখানা ভাঙচুর করলে পুলিশ টিয়ার গ্যাস ও ব্যাপক লাঠিপেটা করে। এ সময় শ্রমিকেরা পুলিশের একটি এপিসি গাড়ি ভাঙচুর করেন। কারখানার শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দফায় দফায় সংঘর্ষ হয়। এতে শতাধিক শ্রমিক ও ১১ পুলিশ সদস্য আহত হন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, শিল্প পুলিশের একজন সদস্য বাদী হয়ে ৬৫ জনের নামসহ অজ্ঞাতনামা ১ হাজার ৫০০ শ্রমিকের বিরুদ্ধে মামলা করেছেন। এ ঘটনায় জড়িত ২৩ জন শ্রমিককে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।

গাজীপুরের শ্রীপুরে ছাদ থেকে লাফিয়ে পোশাক কারখানার শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ১ হাজার ৫০০ শ্রমিকের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে গাজীপুর শিল্প পুলিশের উপপরিদর্শক (এসআই) সুশান্ত কুমার বাদী হয়ে শ্রীপুর থানায় বিস্ফোরক আইনে শ্রমিকদের বিরুদ্ধে মামলাটি করেন। এতে ৬৪ জনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া অজ্ঞাতনামা ১ হাজার ৫০০ শ্রমিককে আসামি করা হয়েছে। এর মধ্যে ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
জানা গেছে, গত সোমবার সন্ধ্যায় পোশাক কারখানার অষ্টম তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে মারা যান শ্রমিক জাকির হোসেন। তিনি জিন্নাত নিট ওয়্যার লিমিটেড কারখানায় শ্রমিকের কাজ করতেন। কর্তৃপক্ষের অপমানের কারণে জাকির আত্মহত্যা করেছেন অভিযোগ তুলে ক্ষুব্ধ হয়ে হন শ্রমিকেরা। এ ঘটনাকে কেন্দ্র করে গতকাল মঙ্গলবার সকাল থেকে বিচারের দাবিতে আন্দোলন শুরু করেন কারখানার কয়েক হাজার শ্রমিক। বিক্ষুব্ধ শ্রমিকেরা কারখানা ভাঙচুর করলে পুলিশ টিয়ার গ্যাস ও ব্যাপক লাঠিপেটা করে। এ সময় শ্রমিকেরা পুলিশের একটি এপিসি গাড়ি ভাঙচুর করেন। কারখানার শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দফায় দফায় সংঘর্ষ হয়। এতে শতাধিক শ্রমিক ও ১১ পুলিশ সদস্য আহত হন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, শিল্প পুলিশের একজন সদস্য বাদী হয়ে ৬৫ জনের নামসহ অজ্ঞাতনামা ১ হাজার ৫০০ শ্রমিকের বিরুদ্ধে মামলা করেছেন। এ ঘটনায় জড়িত ২৩ জন শ্রমিককে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।

গ্রামীণ পর্যায়ে স্বাস্থ্য সুবিধা নিশ্চিত করতে কাজ করবে বিএনপি। মানুষ যাতে ঘরে বসে মৌলিক চিকিৎসাসেবা নিতে পারে, সে জন্য তৃণমূলে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে।
৭ মিনিট আগে
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, আগামী দিনে কোনো ফ্যাসিবাদ যেন না সৃষ্টি হয়, সে জন্যই গণভোট। আগামী দিনে যেন কোনো ফ্যাসিস্ট সৃষ্টি না হয়, সেটার জন্যই জুলাই সনদ। আজ সোমবার দুপুরে পিরোজপুর সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে গণভোট প্রচার ও উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে এক সুধী সমাবেশে...
১৯ মিনিট আগে
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে অভিযানে গিয়ে দুর্বৃত্তদের হামলায় র্যাব-৭-এর এক কর্মকর্তা নিহত হয়েছেন। এ ছাড়া অভিযানে যাওয়া র্যাবের তিন সদস্যকে দুর্বৃত্তরা জিম্মি করে রেখেছে। ঘটনার পর সন্ধ্যায় র্যাবের অতিরিক্ত ফোর্স ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অভিযান শুরু করেছে।
২৩ মিনিট আগে
পিরোজপুরে একটি হত্যা মামলায় ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন পিরোজপুরের জেলা ও দায়রা জজ আদালত। আজ সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে পিরোজপুরের বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুজিবুর রহমান এ রায় দেন।
৩০ মিনিট আগে