গাজীপুর প্রতিনিধি

গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে চুরির অভিযোগে হৃদয় (১৯) নামে এক শ্রমিককে পিটিয়ে হত্যার ঘটনায় আরও তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ জুলাই) দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
এ নিয়ে এ ঘটনায় গ্রেপ্তারের সংখ্যা দাঁড়াল ছয়জনে। এর আগে তিন নিরাপত্তাকর্মী ও এক শ্রমিককে গ্রেপ্তার করা হয়েছিল।
নতুন করে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন পাবনার সাঁথিয়া উপজেলার হারিয়াক্রাউন গ্রামের মো. কাউসার (২৮), টাঙ্গাইলের মধুপুর উপজেলার শামিম আহমেদ (৩৪) ও সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রাশেদুল হাসান (৩৩)।
পুলিশ জানায়, কোনাবাড়ী থানার কাশিমপুর রোডের গ্রিনল্যান্ড গার্মেন্টসে গত ২৭ জুন রাত থেকে ২৮ জুন সকাল ১০টার মধ্যে হৃদয়কে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়। হৃদয় কারখানাটির ডাইং সেকশনে অস্থায়ী ইলেকট্রিক মেকানিক হিসেবে কাজ করতেন।
ঘটনার পর ওই কারখানাসহ আশপাশের কারখানার শ্রমিকেরা বিক্ষোভ ও ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে কারখানা কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য প্রতিষ্ঠানটি বন্ধ ঘোষণা করে। পুলিশ কারখানা থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে।
নিহত ইলেকট্রিক মেকানিক হৃদয় (১৯) টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার শুকতারবাইদ এলাকার বাসিন্দা আবুল কালামের ছেলে। তিনি গাজীপুরের কোনাবাড়ী এলাকায় ভাড়া বাসায় মা ও বোনের সঙ্গে থাকতেন।
এ ঘটনায় নিহতের বড় ভাই লিটন মিয়া বাদী হয়ে শনিবার কোনাবাড়ী থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন জানান, এ ঘটনায় মোট ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া এক আসামি শফিকুল ইসলামের পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়েছে। এর আগে গ্রেপ্তার হওয়া শ্রমিক হাসান মাহমুদের সাত দিনের রিমান্ড শুনানির জন্য আদালত আগামী রোববার দিন ধার্য করেছেন। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান ওসি।

গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে চুরির অভিযোগে হৃদয় (১৯) নামে এক শ্রমিককে পিটিয়ে হত্যার ঘটনায় আরও তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ জুলাই) দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
এ নিয়ে এ ঘটনায় গ্রেপ্তারের সংখ্যা দাঁড়াল ছয়জনে। এর আগে তিন নিরাপত্তাকর্মী ও এক শ্রমিককে গ্রেপ্তার করা হয়েছিল।
নতুন করে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন পাবনার সাঁথিয়া উপজেলার হারিয়াক্রাউন গ্রামের মো. কাউসার (২৮), টাঙ্গাইলের মধুপুর উপজেলার শামিম আহমেদ (৩৪) ও সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রাশেদুল হাসান (৩৩)।
পুলিশ জানায়, কোনাবাড়ী থানার কাশিমপুর রোডের গ্রিনল্যান্ড গার্মেন্টসে গত ২৭ জুন রাত থেকে ২৮ জুন সকাল ১০টার মধ্যে হৃদয়কে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়। হৃদয় কারখানাটির ডাইং সেকশনে অস্থায়ী ইলেকট্রিক মেকানিক হিসেবে কাজ করতেন।
ঘটনার পর ওই কারখানাসহ আশপাশের কারখানার শ্রমিকেরা বিক্ষোভ ও ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে কারখানা কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য প্রতিষ্ঠানটি বন্ধ ঘোষণা করে। পুলিশ কারখানা থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে।
নিহত ইলেকট্রিক মেকানিক হৃদয় (১৯) টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার শুকতারবাইদ এলাকার বাসিন্দা আবুল কালামের ছেলে। তিনি গাজীপুরের কোনাবাড়ী এলাকায় ভাড়া বাসায় মা ও বোনের সঙ্গে থাকতেন।
এ ঘটনায় নিহতের বড় ভাই লিটন মিয়া বাদী হয়ে শনিবার কোনাবাড়ী থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন জানান, এ ঘটনায় মোট ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া এক আসামি শফিকুল ইসলামের পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়েছে। এর আগে গ্রেপ্তার হওয়া শ্রমিক হাসান মাহমুদের সাত দিনের রিমান্ড শুনানির জন্য আদালত আগামী রোববার দিন ধার্য করেছেন। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান ওসি।

চট্টগ্রামের মিরসরাইয়ে বউভাতের অনুষ্ঠানে যাওয়ার পথে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে এক নারী নিহত হয়েছেন। তিনি কনের নানি। এ ঘটনায় তিনজন আহত হন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার জোরারগঞ্জ থানার বাদামতলা এলাকায় বারইয়ারহাট-রামগড় সড়কের এ দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
সিলেট-৫ আসনে বিএনপির নেতৃত্বাধীন জোটের প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুককে শোকজ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু বিরুদ্ধে সরকারি কর্মকর্তাদের সঙ্গে অশালীন আচরণের কথা উল্লেখ করা হয়।
২ ঘণ্টা আগে
রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। একই সঙ্গে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে ব্যাখ্যা আগামীকাল বুধবার তাঁকে সশরীরে আদালতে তলব করা হয়েছে। আসনটির নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির
২ ঘণ্টা আগে
চট্টগ্রাম বন্দরে চাকরি পেয়েছেন গেজেটভুক্ত ৯ জুলাই যোদ্ধা। তাঁদেরকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ)। গত ১২ জানুয়ারি তাঁদের সঙ্গে চুক্তি সম্পাদনের মাধ্যমে এই নিয়োগ কার্যকর হয়েছে।
৩ ঘণ্টা আগে