
পরকীয়ায় আসক্ত স্বামীর মামলায় কারাগার থেকে বেরিয়ে নিজ বাড়িতে ঢুকতে পারেননি গাজীপুরের শ্রীপুরে মধ্য বয়সী এক নারী। অবুঝ দুই শিশুসন্তান নিয়ে আশ্রয় নিয়েছেন উপজেলা ডাকবাংলোর পরিত্যক্ত ঘরে।
জানা যায়, ভুক্তভোগী নারীর নাম নাসরিন আক্তার। তাঁর স্বামী স্থানীয় আওয়ামী লীগের এক নেতার যোগসাজশে নিজের স্ত্রীকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠায়। এরপর কারাভোগ শেষে বাড়িতে এসে দেখেন, স্বামী বিয়ে করে নতুন বউ ঘরে তুলেছেন। বাধ্য হয়ে সন্তান নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছেন ওই নারী।
আজ বৃহস্পতিবার রাত নয়টার দিকে ডাকবাংলোর পরিত্যক্ত ঘরের বারান্দায় কথা হয় ভুক্তভোগী সঙ্গে। তিনি জানান, গত এক সপ্তাহ ধরে মানুষের বারান্দায়, খোলা আকাশের নিচে, থানা চত্বরে কাটছে তার সময়। অবুঝ দু’টি কন্যা শিশু নিয়ে আজ রাত এখানেই কাটাবেন।
ভুক্তভোগী জানান, ‘তার স্বামী সুকৌশলে আওয়ামী লীগ নেতা তোফাজ্জল হোসেনের পরামর্শে আমাকে মিথ্যা মামলায় প্রথমে কারাগারে পাঠায়। এরপর বিয়ে করে। কারাবাস শেষে বাড়িতে এসে দেখি ঘরে স্বামীর নতুন বউ। এখন আমি অবুঝ দুই শিশু সন্তান নিয়ে বাড়ি ছাড়া।’
তিনি আর জানান, ‘কেউ আশ্রয় দিলে তাকেও আমার স্বামী ও আওয়ামী লীগ নেতা রীতিমতো হুমকি–ধামকি দেয়। যার কারণে কেউ আশ্রয় দেয়নি। কোনো দোকানপাটে দাঁড়ালেও তোফাজ্জলের লোকজন ভিডিও করে। এরপর ওই দোকানিকে ডেকে হুমকি দেয়।’
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তরিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি স্থানীয়রা আমাকে জানিয়েছে। ওই নারীকে নিরাপদ স্থানে আশ্রয় দেওয়ার পদক্ষেপ নেওয়া হচ্ছে।’

পরকীয়ায় আসক্ত স্বামীর মামলায় কারাগার থেকে বেরিয়ে নিজ বাড়িতে ঢুকতে পারেননি গাজীপুরের শ্রীপুরে মধ্য বয়সী এক নারী। অবুঝ দুই শিশুসন্তান নিয়ে আশ্রয় নিয়েছেন উপজেলা ডাকবাংলোর পরিত্যক্ত ঘরে।
জানা যায়, ভুক্তভোগী নারীর নাম নাসরিন আক্তার। তাঁর স্বামী স্থানীয় আওয়ামী লীগের এক নেতার যোগসাজশে নিজের স্ত্রীকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠায়। এরপর কারাভোগ শেষে বাড়িতে এসে দেখেন, স্বামী বিয়ে করে নতুন বউ ঘরে তুলেছেন। বাধ্য হয়ে সন্তান নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছেন ওই নারী।
আজ বৃহস্পতিবার রাত নয়টার দিকে ডাকবাংলোর পরিত্যক্ত ঘরের বারান্দায় কথা হয় ভুক্তভোগী সঙ্গে। তিনি জানান, গত এক সপ্তাহ ধরে মানুষের বারান্দায়, খোলা আকাশের নিচে, থানা চত্বরে কাটছে তার সময়। অবুঝ দু’টি কন্যা শিশু নিয়ে আজ রাত এখানেই কাটাবেন।
ভুক্তভোগী জানান, ‘তার স্বামী সুকৌশলে আওয়ামী লীগ নেতা তোফাজ্জল হোসেনের পরামর্শে আমাকে মিথ্যা মামলায় প্রথমে কারাগারে পাঠায়। এরপর বিয়ে করে। কারাবাস শেষে বাড়িতে এসে দেখি ঘরে স্বামীর নতুন বউ। এখন আমি অবুঝ দুই শিশু সন্তান নিয়ে বাড়ি ছাড়া।’
তিনি আর জানান, ‘কেউ আশ্রয় দিলে তাকেও আমার স্বামী ও আওয়ামী লীগ নেতা রীতিমতো হুমকি–ধামকি দেয়। যার কারণে কেউ আশ্রয় দেয়নি। কোনো দোকানপাটে দাঁড়ালেও তোফাজ্জলের লোকজন ভিডিও করে। এরপর ওই দোকানিকে ডেকে হুমকি দেয়।’
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তরিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি স্থানীয়রা আমাকে জানিয়েছে। ওই নারীকে নিরাপদ স্থানে আশ্রয় দেওয়ার পদক্ষেপ নেওয়া হচ্ছে।’

পাইকের বাড়ি গ্রামের কলেজছাত্রী পান্না বাড়ৈ জানান, ওই পাঁচ নারী রোববার ভোরে দিনমজুরের কাজ করতে মাদারীপুরে যান। কাজ শেষে ইজিবাইকে করে ফেরার পথে ঘটকচর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বাসটির সঙ্গে সংঘর্ষ হয়। এতে তাঁরা ঘটনাস্থলেই প্রাণ হারান।
৪ মিনিট আগে
পিরোজপুরের নেছারাবাদে বিস্ফোরক মামলায় স্বরূপকাঠি প্রেসক্লাবের সাবেক সভাপতি ও স্বরূপকাঠি পৌর যুবলীগের সভাপতি শিশির কর্মকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৯ জানুয়ারি) ভোরে নেছারাবাদ উপজেলার পান হাটখোলা এলাকার নিজ ব্যবসাপ্রতিষ্ঠান থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে নেছারাবাদ থানায় নিয়ে যাওয়া হয়।
২৮ মিনিট আগে
শীত এলেই বাঙালির ঘরে ঘরে শুরু হয় পিঠা-পায়েসের আয়োজন। পিঠা তৈরির অন্যতম সহায়ক হলো গুড়। অনেকে চিনি দিয়েও তৈরি করে থাকে। তবে এই নাশতাকে সবচেয়ে বেশি সুস্বাদু করে তোলে খেজুর রসের গুড়।
১ ঘণ্টা আগে
দোতালা ভবনের নিচতলায় একটি কক্ষে বসে রয়েছেন ফার্মাসিস্ট মোল্লা মনিরুজ্জামান। তাঁর কাছেই বিভিন্ন বয়সী রোগীরা আসছেন চিকিৎসা নিতে। উপসর্গ শুনে রোগীদের জন্য নিজেই ওষুধ লিখে দিচ্ছেন মনিরুজ্জামান।
১ ঘণ্টা আগে