আজকের পত্রিকা ডেস্ক

টিএনজেড গ্রুপের অ্যাপারেলস প্লাস ইকো লিমিটেড কারখানা পুনরায় চালু ও শ্রমিকদের ডিসেম্বর ও জানুয়ারি মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে গাজীপুরে কারখানার সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন প্রতিষ্ঠানটির শ্রমিকেরা। আজ রোববার বিকেলে আন্দোলনরত শ্রমিকদের পক্ষে মো. শাহীন প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তিনি নিজেও একজন ভুক্তভোগী বলে জানিয়েছেন।
অবস্থান কর্মসূচিতে আসা শ্রমিকেরা জানান, মালিকপক্ষ গত ডিসেম্বর ও জানুয়ারি মাসের বকেয়া বেতন পরিশোধ না করে ৭ ফেব্রুয়ারি অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশ দেয়। পরবর্তী সময়ে ৮ ফেব্রুয়ারি অনির্দিষ্টকালের জন্য কারখানাটি বন্ধ করে দেওয়া হয়। কারখানা বন্ধের ফলে সহস্রাধিক শ্রমিক ও কর্মচারী অনিশ্চয়তার মুখে পড়েছেন।
শ্রমিকেরা অভিযোগ করে বলেন, এর আগেও মালিকপক্ষ কাজ করানোর পর নিয়মিত বেতন দেয়নি। বেতন চাইলে শ্রমিকদের ভয়ভীতি দেখানো হতো এবং অন্যায়ভাবে কারখানা বন্ধ করে দেওয়া হতো।
শ্রমিকদের এই অবস্থান কর্মসূচিতে সংহতি জানিয়েছেন অধ্যাপক ডা. হারুন উর রশীদ, জাতীয় শ্রমিক ফেডারেশন বাংলাদেশের সাধারণ সম্পাদক শামীম ইমাম, ওএসকে গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক আবদুস শহীদ, গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের অর্থ সম্পাদক শাহজালাল, গার্মেন্টস শ্রমিক মুক্তি আন্দোলনের সাধারণ সম্পাদক বিপুল কুমার দাস, বাংলাদেশ শ্রমিক ফেডারেশন গাজীপুর জেলার সভাপতি শাহজাহান সিরাজ।
সংহতি জানিয়ে নেতারা বলেন, বৈষম্যহীন বাংলাদেশের জন্য ছাত্র-জনতা অভ্যুত্থান গড়ে তুলেছে। তাহলে ৫ আগস্টের পরও কারখানাগুলোতে শ্রমিকদের বেতন দিতে বৈষম্য কেন? বিভিন্ন কারখানায় শ্রমিকদের বেতন না দিয়ে অন্যায়ভাবে কারখানা বন্ধ করে দেওয়া হচ্ছে, শ্রমিক ছাঁটাই করা হচ্ছে, এমনকি তাঁদের নামে মামলা দেওয়া হচ্ছে। এই কারখানাতেও শ্রমিকদের বেতন না দিয়ে নানা টালবাহানা করা হচ্ছে।
তাঁরা আরও বলেন, পুরো মাস কাজ করার পরও শ্রমিকেরা যদি বেতন না পান, তাহলে তাঁরা কীভাবে চলবেন? দোকানগুলো শ্রমিকদের বাকিতে জিনিস দেয় না, বাজারে তাঁরা বঞ্চিত হন, বাড়িওয়ালা ভাড়ার জন্য চাপ দেন। শ্রমিকদের জীবন-জীবিকা সংকটে পড়েছে। তাঁরা সরকারের কাছে আহ্বান জানান, যথাসময়ে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করে কারখানাগুলো পুনরায় চালু ও সুষ্ঠুভাবে পরিচালনা করা হোক।

টিএনজেড গ্রুপের অ্যাপারেলস প্লাস ইকো লিমিটেড কারখানা পুনরায় চালু ও শ্রমিকদের ডিসেম্বর ও জানুয়ারি মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে গাজীপুরে কারখানার সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন প্রতিষ্ঠানটির শ্রমিকেরা। আজ রোববার বিকেলে আন্দোলনরত শ্রমিকদের পক্ষে মো. শাহীন প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তিনি নিজেও একজন ভুক্তভোগী বলে জানিয়েছেন।
অবস্থান কর্মসূচিতে আসা শ্রমিকেরা জানান, মালিকপক্ষ গত ডিসেম্বর ও জানুয়ারি মাসের বকেয়া বেতন পরিশোধ না করে ৭ ফেব্রুয়ারি অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশ দেয়। পরবর্তী সময়ে ৮ ফেব্রুয়ারি অনির্দিষ্টকালের জন্য কারখানাটি বন্ধ করে দেওয়া হয়। কারখানা বন্ধের ফলে সহস্রাধিক শ্রমিক ও কর্মচারী অনিশ্চয়তার মুখে পড়েছেন।
শ্রমিকেরা অভিযোগ করে বলেন, এর আগেও মালিকপক্ষ কাজ করানোর পর নিয়মিত বেতন দেয়নি। বেতন চাইলে শ্রমিকদের ভয়ভীতি দেখানো হতো এবং অন্যায়ভাবে কারখানা বন্ধ করে দেওয়া হতো।
শ্রমিকদের এই অবস্থান কর্মসূচিতে সংহতি জানিয়েছেন অধ্যাপক ডা. হারুন উর রশীদ, জাতীয় শ্রমিক ফেডারেশন বাংলাদেশের সাধারণ সম্পাদক শামীম ইমাম, ওএসকে গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক আবদুস শহীদ, গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের অর্থ সম্পাদক শাহজালাল, গার্মেন্টস শ্রমিক মুক্তি আন্দোলনের সাধারণ সম্পাদক বিপুল কুমার দাস, বাংলাদেশ শ্রমিক ফেডারেশন গাজীপুর জেলার সভাপতি শাহজাহান সিরাজ।
সংহতি জানিয়ে নেতারা বলেন, বৈষম্যহীন বাংলাদেশের জন্য ছাত্র-জনতা অভ্যুত্থান গড়ে তুলেছে। তাহলে ৫ আগস্টের পরও কারখানাগুলোতে শ্রমিকদের বেতন দিতে বৈষম্য কেন? বিভিন্ন কারখানায় শ্রমিকদের বেতন না দিয়ে অন্যায়ভাবে কারখানা বন্ধ করে দেওয়া হচ্ছে, শ্রমিক ছাঁটাই করা হচ্ছে, এমনকি তাঁদের নামে মামলা দেওয়া হচ্ছে। এই কারখানাতেও শ্রমিকদের বেতন না দিয়ে নানা টালবাহানা করা হচ্ছে।
তাঁরা আরও বলেন, পুরো মাস কাজ করার পরও শ্রমিকেরা যদি বেতন না পান, তাহলে তাঁরা কীভাবে চলবেন? দোকানগুলো শ্রমিকদের বাকিতে জিনিস দেয় না, বাজারে তাঁরা বঞ্চিত হন, বাড়িওয়ালা ভাড়ার জন্য চাপ দেন। শ্রমিকদের জীবন-জীবিকা সংকটে পড়েছে। তাঁরা সরকারের কাছে আহ্বান জানান, যথাসময়ে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করে কারখানাগুলো পুনরায় চালু ও সুষ্ঠুভাবে পরিচালনা করা হোক।

পটুয়াখালীর পায়রা বন্দরে সাড়ে ৬ হাজার কোটি টাকা খরচ করে ড্রেজিং করা হলেও বন্দরটিতে জাহাজ ভিড়তে পারছে না। নাব্যতা-সংকট থাকায় পায়রা বন্দরের জাহাজগুলো ভিড়ছে চট্টগ্রাম বন্দরে। পায়রা বন্দর কর্তৃপক্ষ জানায়, পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র এবং আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড (আরএনপিএল)...
১৩ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
৪ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
৪ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে সুগন্ধা ফিলিং স্টেশন এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে পৌরসভার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৬) ও সাইদুল প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিক (১৭)।
৪ ঘণ্টা আগে