
গাজীপুরের শ্রীপুরে একটি কারখানার শ্রমিকদের বেতন-ভাতা না দিয়ে বহিরাগতদের দিয়ে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী শ্রমিকেরা কারখানার প্রধান ফটকে বিক্ষোভ ও অবস্থান করেছে। প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ দায়ের করা হয়েছে। গতকাল উপজেলার তেলিহাটি ইউনিয়নের সাইটালিয়া বাজারের পাশে ক্যাটেক্স ফ্যাশন ক্লথিং নামক একটি কারখানায় ওই ঘটনা ঘটে।
খুকি আক্তার নামে এক নারী শ্রমিক জানান, কারখানায় ১৫ দিন কাজ করার পর প্রশাসনিক বিভাগে নতুন কর্মকর্তা যুক্ত হয়। এরপর থেকে আমাদের বিনা নোটিশে বেতন-ভাতা না বুঝিয়ে দিয়ে কারখানা থেকে বের করে দেয়। বহিরাগত স্থানীয় আমিনুল ইসলামকে দিয়ে মারধর করে। এতে আমিসহ কারখানার আরও অনেক শ্রমিক আহত হয়েছে।’
আরেক শ্রমিক জাহাঙ্গীর আলম বলেন, ‘বহিরাগতরা আমাদের অনেক মারধর করছে। বেশি বাড়াবাড়ি করলে আমাদের হাত-পা ভেঙে দেবে বলে হুমকি দিয়ে কারখানা থেকে বের করে দেওয়া হয়েছে।’
ক্যাটেক্স ফ্যাশন ক্লথিং কারখানার সিনিয়র অ্যাডমিন ম্যানেজার আমিনুল ইসলাম রূপক বলেন, ‘আমি কারখানায় নতুন যোগদান করেছি। শ্রমিকদের লিখিত আবেদন করতে বলা হয়েছে। আবেদন পেলে ঈদের আগে তাঁদের বেতন-ভাতা পরিশোধ করা হবে।’ শ্রমিকদের মারধর করার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি শ্রমিকদের সঙ্গে কথা বলে চলে যাওয়ার পর কিছু হয়ে থাকলে বলতে পারব না।’
এদিকে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোন্দকার ইমাম হোসেন বলেন, ‘এ বিষয়ে জানতে পেরেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’ শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম বলেন, শ্রমিকদের মারধর করার কোনো সুযোগ নেই। খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

গাজীপুরের শ্রীপুরে একটি কারখানার শ্রমিকদের বেতন-ভাতা না দিয়ে বহিরাগতদের দিয়ে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী শ্রমিকেরা কারখানার প্রধান ফটকে বিক্ষোভ ও অবস্থান করেছে। প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ দায়ের করা হয়েছে। গতকাল উপজেলার তেলিহাটি ইউনিয়নের সাইটালিয়া বাজারের পাশে ক্যাটেক্স ফ্যাশন ক্লথিং নামক একটি কারখানায় ওই ঘটনা ঘটে।
খুকি আক্তার নামে এক নারী শ্রমিক জানান, কারখানায় ১৫ দিন কাজ করার পর প্রশাসনিক বিভাগে নতুন কর্মকর্তা যুক্ত হয়। এরপর থেকে আমাদের বিনা নোটিশে বেতন-ভাতা না বুঝিয়ে দিয়ে কারখানা থেকে বের করে দেয়। বহিরাগত স্থানীয় আমিনুল ইসলামকে দিয়ে মারধর করে। এতে আমিসহ কারখানার আরও অনেক শ্রমিক আহত হয়েছে।’
আরেক শ্রমিক জাহাঙ্গীর আলম বলেন, ‘বহিরাগতরা আমাদের অনেক মারধর করছে। বেশি বাড়াবাড়ি করলে আমাদের হাত-পা ভেঙে দেবে বলে হুমকি দিয়ে কারখানা থেকে বের করে দেওয়া হয়েছে।’
ক্যাটেক্স ফ্যাশন ক্লথিং কারখানার সিনিয়র অ্যাডমিন ম্যানেজার আমিনুল ইসলাম রূপক বলেন, ‘আমি কারখানায় নতুন যোগদান করেছি। শ্রমিকদের লিখিত আবেদন করতে বলা হয়েছে। আবেদন পেলে ঈদের আগে তাঁদের বেতন-ভাতা পরিশোধ করা হবে।’ শ্রমিকদের মারধর করার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি শ্রমিকদের সঙ্গে কথা বলে চলে যাওয়ার পর কিছু হয়ে থাকলে বলতে পারব না।’
এদিকে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোন্দকার ইমাম হোসেন বলেন, ‘এ বিষয়ে জানতে পেরেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’ শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম বলেন, শ্রমিকদের মারধর করার কোনো সুযোগ নেই। খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত ‘কুয়াশার গান’ কনসার্টে বিনা মূল্যে সিগারেট বিতরণের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আলোচনার জন্ম হয়েছে। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভূমিকা নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনা শুরু হয়েছে। তামাক নিয়ন্ত্রণ আইনে
৪ মিনিট আগে
আন্দোলনকারীদের অভিযোগ, ত্যাগী ছাত্রদল নেতা-কর্মীদের বাদ দিয়ে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সঙ্গে যুক্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে পৌর ছাত্রদলের নতুন কমিটি গঠন করা হয়েছে।
৫ মিনিট আগে
ভুক্তভোগী নারীর মেয়ে বলেন, ‘জন্মের পর থেকে বাবাকে মাদক সেবন করতে দেখেছি। এ নিয়ে সংসারে সব সময় কলহ লেগে থাকত। আমাদের তিন ভাইবোনের কথা চিন্তা করে মা একসময় প্রবাসে যান। তাতেও পরিস্থিতির উন্নতি হয়নি। বাধ্য হয়ে গত বছরের ২৫ মে মা বাবাকে তালাক দেন।’
২৯ মিনিট আগে
দ্বৈত নাগরিকত্ব জটিলতায় এর আগে জেলা রিটার্নিং কর্মকর্তা শেরপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ফাহিম চৌধুরীর মনোনয়ন বাতিল করেন। পরে নির্বাচন কমিশনে আপিল করলে ওই রায় এখনো অপেক্ষমাণ রয়েছে।
১ ঘণ্টা আগে