নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গাজীপুরের কালিয়াকৈরে ইংরেজি দৈনিক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের সাংবাদিক আসাদুল্লা লায়নের ওপর অজ্ঞাত সন্ত্রাসীরা হামলা করেছে। হামলায় জড়িতদের পরিচয় তাৎক্ষণিক শনাক্ত করেছে স্থানীয় পুলিশ। তবে ঘটনার এক দিন পেরিয়ে গেলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ উঠেছে।
শুক্রবার দুপুরে কালিয়াকৈরের মৌচাক এলাকার নর্থ বেঙ্গল ফিলিং স্টেশনে হামলার ঘটনাটি ঘটে। পরে স্থানীয় জনতা এবং ওই এলাকার দায়িত্বরত পুলিশ সদস্যরা আসাদুল্লা লায়নকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে।
এ ঘটনায় অজ্ঞাত চার ব্যক্তিকে অভিযুক্ত করে কালিয়াকৈর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন হামলার শিকার সাংবাদিক। জিডিতে বলা হয়েছে, ‘শুক্রবার দুপুরে ব্যক্তিগত কাজে কালিয়াকৈরে যাওয়ার পথে নর্থ বেঙ্গল ফিলিং স্টেশনে মোটরসাইকেলে অকটেন নিতে প্রবেশ করি। এ সময় বিপরীত দিক থেকে অজ্ঞাত সন্ত্রাসীরা একটি মেরুন রঙের প্রাইভেট কার (ঢাকা মেট্রো গ-২২৫০২৮) নিয়ে দ্রুতগতিতে এসে আমার মোটরসাইকেলটি চাপা দিতে চায়। এরপর গাড়ি থেকে নেমে একজন অকথ্য ভাষায় গালাগাল করতে থাকে এবং আমাকে মারতে উদ্যত হয়। তখন আমার সঙ্গে থাকা বন্ধু সোহান বাইক থেকে নেমে ঠেকানোর চেষ্টা করলে আরও বেশি ক্ষেপে গিয়ে দুজনকেই মেরে ফেলার হুমকি দিতে থাকে। একপর্যায়ে সে দেশীয় অস্ত্র লাঠিসোঁটা এনে আঘাত করে জখম করে। তখন স্থানীয় লোকজন জড়ো হয়ে যাওয়ায় এবং পুলিশ আসার খবর পেয়ে সন্ত্রাসীরা ‘তোদের দেখে নেব, মাইরা ফালাব’ বলে হুমকি প্রদান করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।’
এ বিষয়ে আসাদুল্লা লায়ন বলেন, ‘ঘটনাটির একপর্যায়ে আমরা মোবাইল ফোনে ভিডিও রেকর্ড করি। রেকর্ড করা ফুটেজ ও স্থানীয়দের বর্ণনা শুনে পুলিশ জড়িতদের শনাক্ত করে। কিন্তু তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি মৌচাক ফাঁড়ির পুলিশ। এরপর ঘটনাটি পুলিশের সিনিয়র কর্মকর্তাদের জানিয়ে থানায় জিডি করি।’
জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার কারণ জানতে গাজীপুরের পুলিশ সুপার কাজী শফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। পরে গাজীপুরের কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আজমীর হোসেনের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি বলেন, ‘এ বিষয়ে তদন্ত চলছে। জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

গাজীপুরের কালিয়াকৈরে ইংরেজি দৈনিক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের সাংবাদিক আসাদুল্লা লায়নের ওপর অজ্ঞাত সন্ত্রাসীরা হামলা করেছে। হামলায় জড়িতদের পরিচয় তাৎক্ষণিক শনাক্ত করেছে স্থানীয় পুলিশ। তবে ঘটনার এক দিন পেরিয়ে গেলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ উঠেছে।
শুক্রবার দুপুরে কালিয়াকৈরের মৌচাক এলাকার নর্থ বেঙ্গল ফিলিং স্টেশনে হামলার ঘটনাটি ঘটে। পরে স্থানীয় জনতা এবং ওই এলাকার দায়িত্বরত পুলিশ সদস্যরা আসাদুল্লা লায়নকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে।
এ ঘটনায় অজ্ঞাত চার ব্যক্তিকে অভিযুক্ত করে কালিয়াকৈর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন হামলার শিকার সাংবাদিক। জিডিতে বলা হয়েছে, ‘শুক্রবার দুপুরে ব্যক্তিগত কাজে কালিয়াকৈরে যাওয়ার পথে নর্থ বেঙ্গল ফিলিং স্টেশনে মোটরসাইকেলে অকটেন নিতে প্রবেশ করি। এ সময় বিপরীত দিক থেকে অজ্ঞাত সন্ত্রাসীরা একটি মেরুন রঙের প্রাইভেট কার (ঢাকা মেট্রো গ-২২৫০২৮) নিয়ে দ্রুতগতিতে এসে আমার মোটরসাইকেলটি চাপা দিতে চায়। এরপর গাড়ি থেকে নেমে একজন অকথ্য ভাষায় গালাগাল করতে থাকে এবং আমাকে মারতে উদ্যত হয়। তখন আমার সঙ্গে থাকা বন্ধু সোহান বাইক থেকে নেমে ঠেকানোর চেষ্টা করলে আরও বেশি ক্ষেপে গিয়ে দুজনকেই মেরে ফেলার হুমকি দিতে থাকে। একপর্যায়ে সে দেশীয় অস্ত্র লাঠিসোঁটা এনে আঘাত করে জখম করে। তখন স্থানীয় লোকজন জড়ো হয়ে যাওয়ায় এবং পুলিশ আসার খবর পেয়ে সন্ত্রাসীরা ‘তোদের দেখে নেব, মাইরা ফালাব’ বলে হুমকি প্রদান করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।’
এ বিষয়ে আসাদুল্লা লায়ন বলেন, ‘ঘটনাটির একপর্যায়ে আমরা মোবাইল ফোনে ভিডিও রেকর্ড করি। রেকর্ড করা ফুটেজ ও স্থানীয়দের বর্ণনা শুনে পুলিশ জড়িতদের শনাক্ত করে। কিন্তু তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি মৌচাক ফাঁড়ির পুলিশ। এরপর ঘটনাটি পুলিশের সিনিয়র কর্মকর্তাদের জানিয়ে থানায় জিডি করি।’
জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার কারণ জানতে গাজীপুরের পুলিশ সুপার কাজী শফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। পরে গাজীপুরের কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আজমীর হোসেনের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি বলেন, ‘এ বিষয়ে তদন্ত চলছে। জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

গভীর রাতে হঠাৎ বিএনপি কার্যালয় থেকে আগুনের শিখা উঠতে দেখে এক ব্যক্তি চিৎকার শুরু করেন। তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেলেও কার্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ পুড়ে যায়।
২০ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় তিন বাংলাদেশি যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাঁদের ভারতে যেতে সহায়তাকারী মানব পাচার চক্রের এক সদস্যকে আটক করা হয়। বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার বকচর সীমান্ত এলাকা থেকে তাঁদেরকে আটক করা হয়।
২৮ মিনিট আগে
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় চলতি শীতে ঠান্ডাজনিত রোগে গত তিন মাসে প্রায় দেড় হাজার ছাগল মারা গেছে বলে দাবি করেছেন স্থানীয় খামারি ও পশু চিকিৎসা কর্মীরা। খামারিদের হিসাব অনুযায়ী, এতে আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ১ কোটি টাকা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন চরাঞ্চলের প্রান্তিক খামারিরা।
৩৫ মিনিট আগে
বরগুনার আমতলী উপজেলার টিয়াখালী কলেজ ভবনের দুটি তলার কক্ষে খনিজ সম্পদ অনুসন্ধানসামগ্রী রাখা হয়েছে। বাইরে তৈরি করা হয়েছে খোলা শৌচাগার। ভবনে আবাস গড়েছেন শ্রমিকেরা। এ অবস্থায় প্রতিষ্ঠানটির পড়াশোনার পরিবেশ নষ্ট হচ্ছে। আট দিন ধরে পাঠদান বন্ধ রয়েছে। প্রতিষ্ঠানটিতে আসছেন না শিক্ষার্থীরা।
৪১ মিনিট আগে