
গাজীপুরের শ্রীপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর তাঁকে তালাবদ্ধ করে পালিয়েছেন আল আমিন (২৫) নামের এক যুবক। পরে এক বন্ধুকে ফোন করে বিষয়টি জানালে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। এ সময় লাশের পাশে তাঁর মাকে উদ্দেশ্য করে লেখা পাঁচ পৃষ্ঠার একটি চিরকুট পাওয়া যায়।
গতকাল বুধবার বিকেলে উপজেলার মাওনা ইউনিয়নের মাওনা গ্রামের আব্দুস সামাদের বহুতল ভবনের তৃতীয় তলার একটি রুম থেকে মিম আক্তার (১৮) নামের ওই নারীর লাশ উদ্ধার করা হয়। তিনি সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ছোট বেড়াখাড়ুয়া গ্রামের ইউসুফ খানের মেয়ে।
অভিযুক্ত আল আমিন টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কালাই গ্রামের ইউসুফ আলীর ছেলে। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন।
চিরকুটে আল আমিন লেখেন, ‘মা, আমারে মাফ কইরা দিও। অনেক স্বপ্ন ছিল তুমাকে কোনদিন কষ্ট দিব না। কিন্তু এমন একজন মানুষ আমারে আইনা দিছ, যাঁর অত্যাচার থেকে বাঁচতে এই সিদ্ধান্ত নিলাম। তিলে তিলে মরার চাইতে একেবারে মরে গেলাম। সবাই আমাকে মাফ কইরা দিও, সে আমাকে কয়েক মাসের মধ্যে মানসিক রোগী বানাইয়া ফালছে। নিজে একাই মইরা যাইতাম, কিন্তু এরে যদি বাঁচাইয়া রাইখা যাই, এ আরো অনেক মানুষের জীবন নষ্ট করবো। তাই মাইরা ফেললাম।’
আরও লেখা ছিল—‘অনেক স্বপ্ন ছিল, রাসূলের সব সুন্নতগুলি আমার জীবনে বাস্তবায়িত করবো। কিন্তু পারলাম না। পরিশেষে সবার জন্য দোয়া করে গেলাম, এমন বউ যেন কারো কপালে না জোটে।’
আল আমিন লিখেছেন, ‘কাওসার ভাইদের দোকান থেকে ৫০০ টাকা নগদ দিয়া ৯০০ টাকা বাকি রাখিয়া চাউলের বস্তা আনছিলাম। রুম ভাড়া রুমের আসবাবপত্র বিক্রি করে দিয়া দিও।’
এ বিষয়ে নিহত মিমের বড় ভাই নাঈম আজকের পত্রিকাকে বলেন, ‘৯ মাস আগে বোনের বিয়ে হয়েছে। বিয়ের পর থেকে সংসারে তেমন বড় কোনো ঝগড়াঝাঁটি হয়েছে বলে আমাদের জানা নেই। ওরা স্বামী-স্ত্রী একটি বাসা ভাড়া নিয়ে থাকত। বুধবার দুপুরের দিকে বাড়ির ভাড়াটিয়া আমাকে ফোন করে বিষয়টি জানায়।’
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান আজকের পত্রিকাকে বলেন, ‘স্ত্রীকে হত্যার পর ঘরের ভেতরে লাশ রেখে পালিয়েছেন স্বামী। পরে খবর পেয়ে দরজার লক ভেঙে মেঝেতে মরদেহ পাওয়া যায়।’
তিনি আরও বলেন, ‘নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহের পাশে চিরকুট ও রশি ছিল। অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

গাজীপুরের শ্রীপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর তাঁকে তালাবদ্ধ করে পালিয়েছেন আল আমিন (২৫) নামের এক যুবক। পরে এক বন্ধুকে ফোন করে বিষয়টি জানালে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। এ সময় লাশের পাশে তাঁর মাকে উদ্দেশ্য করে লেখা পাঁচ পৃষ্ঠার একটি চিরকুট পাওয়া যায়।
গতকাল বুধবার বিকেলে উপজেলার মাওনা ইউনিয়নের মাওনা গ্রামের আব্দুস সামাদের বহুতল ভবনের তৃতীয় তলার একটি রুম থেকে মিম আক্তার (১৮) নামের ওই নারীর লাশ উদ্ধার করা হয়। তিনি সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ছোট বেড়াখাড়ুয়া গ্রামের ইউসুফ খানের মেয়ে।
অভিযুক্ত আল আমিন টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কালাই গ্রামের ইউসুফ আলীর ছেলে। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন।
চিরকুটে আল আমিন লেখেন, ‘মা, আমারে মাফ কইরা দিও। অনেক স্বপ্ন ছিল তুমাকে কোনদিন কষ্ট দিব না। কিন্তু এমন একজন মানুষ আমারে আইনা দিছ, যাঁর অত্যাচার থেকে বাঁচতে এই সিদ্ধান্ত নিলাম। তিলে তিলে মরার চাইতে একেবারে মরে গেলাম। সবাই আমাকে মাফ কইরা দিও, সে আমাকে কয়েক মাসের মধ্যে মানসিক রোগী বানাইয়া ফালছে। নিজে একাই মইরা যাইতাম, কিন্তু এরে যদি বাঁচাইয়া রাইখা যাই, এ আরো অনেক মানুষের জীবন নষ্ট করবো। তাই মাইরা ফেললাম।’
আরও লেখা ছিল—‘অনেক স্বপ্ন ছিল, রাসূলের সব সুন্নতগুলি আমার জীবনে বাস্তবায়িত করবো। কিন্তু পারলাম না। পরিশেষে সবার জন্য দোয়া করে গেলাম, এমন বউ যেন কারো কপালে না জোটে।’
আল আমিন লিখেছেন, ‘কাওসার ভাইদের দোকান থেকে ৫০০ টাকা নগদ দিয়া ৯০০ টাকা বাকি রাখিয়া চাউলের বস্তা আনছিলাম। রুম ভাড়া রুমের আসবাবপত্র বিক্রি করে দিয়া দিও।’
এ বিষয়ে নিহত মিমের বড় ভাই নাঈম আজকের পত্রিকাকে বলেন, ‘৯ মাস আগে বোনের বিয়ে হয়েছে। বিয়ের পর থেকে সংসারে তেমন বড় কোনো ঝগড়াঝাঁটি হয়েছে বলে আমাদের জানা নেই। ওরা স্বামী-স্ত্রী একটি বাসা ভাড়া নিয়ে থাকত। বুধবার দুপুরের দিকে বাড়ির ভাড়াটিয়া আমাকে ফোন করে বিষয়টি জানায়।’
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান আজকের পত্রিকাকে বলেন, ‘স্ত্রীকে হত্যার পর ঘরের ভেতরে লাশ রেখে পালিয়েছেন স্বামী। পরে খবর পেয়ে দরজার লক ভেঙে মেঝেতে মরদেহ পাওয়া যায়।’
তিনি আরও বলেন, ‘নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহের পাশে চিরকুট ও রশি ছিল। অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

বাবু মিয়া ভ্যানগাড়ি কেনার কথা বলে শ্বশুর কাজীমদ্দিনের কাছে ২০ হাজার টাকা দাবি করেন। শ্বশুর তিন হাজার টাকা দিলে এ নিয়ে স্ত্রী ও শ্বশুরের সঙ্গে তাঁর ঝগড়া হয়। এরপর বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে শিশুসন্তানদের নিয়ে শ্বশুরবাড়ি থেকে ঢাকায় ফিরে যান বাবু।
১১ মিনিট আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত ‘কুয়াশার গান’ কনসার্টে বিনা মূল্যে সিগারেট বিতরণের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আলোচনার জন্ম হয়েছে। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভূমিকা নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনা শুরু হয়েছে। তামাক নিয়ন্ত্রণ আইনে
২০ মিনিট আগে
আন্দোলনকারীদের অভিযোগ, ত্যাগী ছাত্রদল নেতা-কর্মীদের বাদ দিয়ে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সঙ্গে যুক্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে পৌর ছাত্রদলের নতুন কমিটি গঠন করা হয়েছে।
২১ মিনিট আগে
ভুক্তভোগী নারীর মেয়ে বলেন, ‘জন্মের পর থেকে বাবাকে মাদক সেবন করতে দেখেছি। এ নিয়ে সংসারে সব সময় কলহ লেগে থাকত। আমাদের তিন ভাইবোনের কথা চিন্তা করে মা একসময় প্রবাসে যান। তাতেও পরিস্থিতির উন্নতি হয়নি। বাধ্য হয়ে গত বছরের ২৫ মে মা বাবাকে তালাক দেন।’
১ ঘণ্টা আগে