সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

আগামীর বাংলাদেশ বিনির্মাণে কোনো বিশেষ দল বা মার্কা দেখে ভোট নয়, বরং ন্যায়-নীতিবান ও আদর্শ মানুষ দেখে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলম। তিনি বলেন, ‘আমার দাদা কোনো একটা দলের কোনো একটা মার্কায় ভোট দিয়েছেন। তার ছেলে, মানে আমার বাবা ওই একটা দলের বা মার্কায় ভোট দিয়েছেন। তার ছেলে, মানে আমরাও ঘুরেফিরে ওই একটা দলে বা মার্কায় ভোট দিই। এটাও একটা পরিবারতন্ত্রের বহিঃপ্রকাশ। এই চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে আমাদের। দলকানা আর মার্কার দাস না হয়ে সমাজের ন্যায়-নীতিবান, ভালো ও আদর্শবান মানুষকে ভোট দিতে হবে। তিনি যে দলের বা মার্কার হোক না কেন।’
গতকাল শুক্রবার দিবাগত রাত পৌনে ১টার দিকে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার স্বাধীনতা চত্বরে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস এসব কথা বলেন।
উপজেলা পর্যায়ে সরকারি সব দপ্তরের কর্মকর্তাদের কড়া হুঁশিয়ারি দিয়ে এনসিপি নেতা বলেন, যদি কেউ জনগণকে সেবা দিতে গিয়ে টাকা চান বা সেবা করার নামে শাসক হয়ে ওঠেন কিংবা হয়রানি করান, তবে তাঁদের প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি আরও বলেন, ‘আপনারা (বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা) হলেন জনগণের সেবক। কাজেই সেবক হয়েই থাকবেন এবং জনগণকে সম্মান করবেন। যদি আপনারা জনগণকে সম্মান করেন, তাহলে আমরাও আপনাদের সর্বোচ্চ সম্মান করব। তা না হলে আপনাদের প্রতিরোধ করতে আমরা ঐক্যবদ্ধ থাকব।’
সারজিস আলম আরও বলেন, ‘আমাদের দলের এখন পর্যন্ত জেলা, উপজেলার কমিটি হয়নি। কমিটি হওয়ার পরে যদি কেউ জুলাই গণ-অভ্যুত্থানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে কাজ না করে ব্যক্তিস্বাধীনতাকে প্রাধান্য দেয়, তাহলে ওই ব্যক্তিকেও আপনারা বয়কট করবেন।’
পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক আলী নাসের খান, রফিকুল ইসলাম, যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু, নাজমুল হাসান সোহাগ, উপজেলা সংগঠক মো. লুৎফর রহমান বকসি, আজিজুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্রনেতা নুর, জুলাই গণ-অভ্যুত্থানে আহত যোদ্ধা মো. আশিকুর রহমান আশিক, জুলাই যোদ্ধা মো. আসানুর রহমান প্রমুখ। পথসভা শেষে একটি বিক্ষোভ মিছিল হয়।

আগামীর বাংলাদেশ বিনির্মাণে কোনো বিশেষ দল বা মার্কা দেখে ভোট নয়, বরং ন্যায়-নীতিবান ও আদর্শ মানুষ দেখে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলম। তিনি বলেন, ‘আমার দাদা কোনো একটা দলের কোনো একটা মার্কায় ভোট দিয়েছেন। তার ছেলে, মানে আমার বাবা ওই একটা দলের বা মার্কায় ভোট দিয়েছেন। তার ছেলে, মানে আমরাও ঘুরেফিরে ওই একটা দলে বা মার্কায় ভোট দিই। এটাও একটা পরিবারতন্ত্রের বহিঃপ্রকাশ। এই চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে আমাদের। দলকানা আর মার্কার দাস না হয়ে সমাজের ন্যায়-নীতিবান, ভালো ও আদর্শবান মানুষকে ভোট দিতে হবে। তিনি যে দলের বা মার্কার হোক না কেন।’
গতকাল শুক্রবার দিবাগত রাত পৌনে ১টার দিকে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার স্বাধীনতা চত্বরে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস এসব কথা বলেন।
উপজেলা পর্যায়ে সরকারি সব দপ্তরের কর্মকর্তাদের কড়া হুঁশিয়ারি দিয়ে এনসিপি নেতা বলেন, যদি কেউ জনগণকে সেবা দিতে গিয়ে টাকা চান বা সেবা করার নামে শাসক হয়ে ওঠেন কিংবা হয়রানি করান, তবে তাঁদের প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি আরও বলেন, ‘আপনারা (বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা) হলেন জনগণের সেবক। কাজেই সেবক হয়েই থাকবেন এবং জনগণকে সম্মান করবেন। যদি আপনারা জনগণকে সম্মান করেন, তাহলে আমরাও আপনাদের সর্বোচ্চ সম্মান করব। তা না হলে আপনাদের প্রতিরোধ করতে আমরা ঐক্যবদ্ধ থাকব।’
সারজিস আলম আরও বলেন, ‘আমাদের দলের এখন পর্যন্ত জেলা, উপজেলার কমিটি হয়নি। কমিটি হওয়ার পরে যদি কেউ জুলাই গণ-অভ্যুত্থানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে কাজ না করে ব্যক্তিস্বাধীনতাকে প্রাধান্য দেয়, তাহলে ওই ব্যক্তিকেও আপনারা বয়কট করবেন।’
পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক আলী নাসের খান, রফিকুল ইসলাম, যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু, নাজমুল হাসান সোহাগ, উপজেলা সংগঠক মো. লুৎফর রহমান বকসি, আজিজুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্রনেতা নুর, জুলাই গণ-অভ্যুত্থানে আহত যোদ্ধা মো. আশিকুর রহমান আশিক, জুলাই যোদ্ধা মো. আসানুর রহমান প্রমুখ। পথসভা শেষে একটি বিক্ষোভ মিছিল হয়।

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ইজিবাইক (ব্যাটারিচালিত অটোরিকশা) নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে কাশেম মোল্লা (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে উপজেলার আশুতিয়ায় এ দুর্ঘটনা ঘটে। কাশেম আশুতিয়া গ্রামের রাজ্জাক মোল্লার ছেলে। তিনি পেশাগতভাবে অটোরিকশাচালক নন। শখের বসে চালাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
৭ মিনিট আগে
মিয়ানমার থেকে আসা গুলিতে আহত টেকনাফের শিশু হুজাইফা আফনানের (৯) অবস্থা এখনো সংকটাপন্ন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা হুজাইফার মস্তিষ্কের ‘চাপ কমাতে’ তার মাথার খুলির একটি অংশ খুলে রাখা হয়েছে।
১৬ মিনিট আগে
নোয়াখালীর কবিরহাট উপজেলায় কাভার্ড ভ্যানের ধাক্কায় বিপ্লব চন্দ্র শীল (৩৮) নামের এক ইনস্যুরেন্স কর্মকর্তা নিহত হয়েছেন। এই ঘটনায় তাঁর ভগ্নিপতি পলাশ চন্দ্র শীল গুরুতর আহত হন। গতকাল সোমবার রাতে উপজেলার গলাকাটা পোল এলাকায় কবিরহাট-বসুরহাট সড়কে এই দুর্ঘটনা ঘটে।
২৭ মিনিট আগে
১৫ জানুয়ারি ২০২৬ তারিখে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের একটি সভা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থীরা চান, ওই সভায় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন ২০২৫-এর হালনাগাদ করা খসড়ার অনুমোদন দেওয়া হোক এবং একই সঙ্গে রাষ্ট্রপতির পক্ষ থেকে চূড়ান্ত অধ্যাদেশ জারি করা হোক।
৩২ মিনিট আগে