গাইবান্ধা প্রতিনিধি

নিষিদ্ধঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের মূলনীতি ‘শিক্ষা, শান্তি, প্রগতি’-কে ছাত্রদলের মূলনীতি উল্লেখ করে গাইবান্ধার পলাশবাড়ীতে বক্তব্য দিয়েছেন ছাত্রদলের এক নেতা। তাঁর বক্তব্যের ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক মহলে চলছে আলোচনা-সমালোচনা।
জানা গেছে, গত শনিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় মাঠেরহাট বাজারে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বেতকাপা ইউনিয়ন ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি শিবলু প্রধান। সেখানেই তিনি ছাত্রলীগের মূলনীতিকে ছাত্রদলের বলে উল্লেখ করেন। যদিও বিষয়টিকে ‘ভুল হয়েছে’ বলে জানিয়েছেন ওই ছাত্রদল নেতা।
ভিডিওতে ছাত্রদল নেতা শিবলু প্রধান বলেন, ‘শিক্ষা, শান্তি, প্রগতি, ছাত্রদলের মূলনীতি, আমরা শক্তি, আমরা বল, জাতীয়তাবাদী ছাত্রদল। শহীদ জিয়ার গণদল জাতীয়তাবাদী ছাত্রদল। ম্যাডাম জিয়ার মনোবল, তারেক রহমানের বাহুবল, জাতীয়তাবাদী ছাত্রদল।’
এরই মধ্যে ভিডিওটি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। নিজেদের মূলনীতি ভুলে ছাত্রদল নেতার এমন বক্তব্যকে ঘিরে ব্যঙ্গ-রসাত্মক আলোচনা চলছে জেলাজুড়ে। এ নিয়ে খোদ ছাত্রদলের জেলা-উপজেলার নেতারা বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন।
এ বিষয়ে বেতকাপা ইউনিয়ন ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি শিবলু প্রধানের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘ভুলে ছাত্রদলের মূলনীতি না বলে ছাত্রলীগের মূলনীতি বলেছি বক্তব্যে। আমি কখনো ছাত্রলীগের রাজনীতি করিনি। বেতকাপা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান ফুয়াদ অনুপস্থিত থাকায় দলের নেতাদের সঙ্গে আলোচনা করে আমি ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করছি।’
এ বিষয়ে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তারিকুজ্জামান তারেক বলেন, ‘এ ধরনের স্লোগান আমাদের দলের কোনো ছেলে দিতে পারে না। এটি একটি চক্রান্ত, বাইরে থেকে লোকজন ঢুকিয়ে দিয়ে আমাদের বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে।’
প্রসঙ্গত, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) অঙ্গসংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। ১৯৭৯ সালে প্রতিষ্ঠিত সংগঠনটির মূলনীতি বা স্লোগান ‘শিক্ষা, ঐক্য, প্রগতি’।

নিষিদ্ধঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের মূলনীতি ‘শিক্ষা, শান্তি, প্রগতি’-কে ছাত্রদলের মূলনীতি উল্লেখ করে গাইবান্ধার পলাশবাড়ীতে বক্তব্য দিয়েছেন ছাত্রদলের এক নেতা। তাঁর বক্তব্যের ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক মহলে চলছে আলোচনা-সমালোচনা।
জানা গেছে, গত শনিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় মাঠেরহাট বাজারে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বেতকাপা ইউনিয়ন ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি শিবলু প্রধান। সেখানেই তিনি ছাত্রলীগের মূলনীতিকে ছাত্রদলের বলে উল্লেখ করেন। যদিও বিষয়টিকে ‘ভুল হয়েছে’ বলে জানিয়েছেন ওই ছাত্রদল নেতা।
ভিডিওতে ছাত্রদল নেতা শিবলু প্রধান বলেন, ‘শিক্ষা, শান্তি, প্রগতি, ছাত্রদলের মূলনীতি, আমরা শক্তি, আমরা বল, জাতীয়তাবাদী ছাত্রদল। শহীদ জিয়ার গণদল জাতীয়তাবাদী ছাত্রদল। ম্যাডাম জিয়ার মনোবল, তারেক রহমানের বাহুবল, জাতীয়তাবাদী ছাত্রদল।’
এরই মধ্যে ভিডিওটি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। নিজেদের মূলনীতি ভুলে ছাত্রদল নেতার এমন বক্তব্যকে ঘিরে ব্যঙ্গ-রসাত্মক আলোচনা চলছে জেলাজুড়ে। এ নিয়ে খোদ ছাত্রদলের জেলা-উপজেলার নেতারা বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন।
এ বিষয়ে বেতকাপা ইউনিয়ন ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি শিবলু প্রধানের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘ভুলে ছাত্রদলের মূলনীতি না বলে ছাত্রলীগের মূলনীতি বলেছি বক্তব্যে। আমি কখনো ছাত্রলীগের রাজনীতি করিনি। বেতকাপা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান ফুয়াদ অনুপস্থিত থাকায় দলের নেতাদের সঙ্গে আলোচনা করে আমি ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করছি।’
এ বিষয়ে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তারিকুজ্জামান তারেক বলেন, ‘এ ধরনের স্লোগান আমাদের দলের কোনো ছেলে দিতে পারে না। এটি একটি চক্রান্ত, বাইরে থেকে লোকজন ঢুকিয়ে দিয়ে আমাদের বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে।’
প্রসঙ্গত, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) অঙ্গসংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। ১৯৭৯ সালে প্রতিষ্ঠিত সংগঠনটির মূলনীতি বা স্লোগান ‘শিক্ষা, ঐক্য, প্রগতি’।

খুব সকালে কড়া নিরাপত্তার মাধ্যমে চিন্ময়সহ ২৩ আসামিকে আদালতে হাজির করা হয়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি মিলিয়ে শতাধিক সদস্য আদালত প্রাঙ্গণে মোতায়েন করা হয়। খুব কম সময়ের মধ্যে আদালতে মামলার কার্যক্রম শেষ করা হয়।
৯ মিনিট আগে
ফাওজুল কবির খান বলেন, আপনি যদি বাংলাদেশের মঙ্গল চান, আপনি যদি রাজপথের সহিংসতা দেখতে না চান, যদি মানুষের খুন দেখতে না চান তাহলে অবশ্যই ‘হ্যাঁ’ ভোট দিবেন। দেশের চাবি আপনার হাতে। এই জন্যই আমাদের গণভোটের প্রচারণায় ভোটের গাড়ি।
১২ মিনিট আগে
বাড্ডায় সড়ক ছেড়ে গেছেন অবরোধরত ব্যাটারিচালিত অটোরিকশা চালকেরা। এতে কুড়িল-রামপুরা সড়কে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে। আজ সোমবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে বাড্ডার ফুজি টাওয়ার এলাকায় অবরোধ কর্মসূচি শুরু করেন তাঁরা।
২৩ মিনিট আগে
অনেকটা মানসিক রোগীর মতো আচরণ করলেও খুব ঠান্ডা মাথায় এক বৃদ্ধা, এক নারী ও এক কিশোরীসহ ছয়জনকে খুন করেছেন মশিউর রহমান ওরফে সম্রাট (৪০)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি এসব খুনের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
৩১ মিনিট আগে