ফেনী প্রতিনিধি

ফেনী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ হয়েছে। এতে শাখা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান মিশু ও সহসভাপতি শুভসহ অন্তত ১০ নেতা-কর্মী আহত হয়েছেন। আজ বুধবার ফেনী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে ক্যাম্পাসে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনা শুনে পুলিশ পাঠানো হয়েছে। তবে মারামারির বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাইনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।’
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ইনস্টিটিউটের শহীদ সাহাব উদ্দিন ছাত্রাবাসের সামনের পুকুর পাড়ে ছাত্রলীগের দুই নেতা-কর্মীর মধ্যে কথা-কাটাকাটি হয়। তাঁদের দুজনের পক্ষ নেন শাখা ছাত্রলীগ সভাপতি হাবিবুর রহমান মিশু ও সহসভাপতি শুভ। এ সময় তাঁরা নিজেদের বিবাদে জড়িয়ে হাতাহাতি করেন। একপর্যায়ে মিশু ও শুভর সমর্থকেরা জড়ো হলে মারামারি শুরু হয়।
সংঘর্ষে শাখা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান মিশু, সহসভাপতি শুভ ছাড়াও সংগঠনের উপদপ্তর সম্পাদক ও আর্কিটেকচার দ্বিতীয় পর্বের রেদওয়ান আহমেদ (১৯), মেকানিক্যাল অষ্টম পর্বের শিক্ষার্থী ইমরান হোসেন (২৩), চতুর্থ পর্বের তন্ময় মজুমদার (২০), ষষ্ঠ পর্বের আনোয়ারুল আজিম আরাফাত (২০), সিভিল ষষ্ঠ পর্বের স্বপন (২২) ও সজীব (১৯) আহত হন। বাকি আহতরা ফেনী সদর হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে যান।
এদিকে সংঘর্ষের খবর পেয়ে ফেনী জেলা ছাত্রলীগ সভাপতি তোফায়েল আহম্মদ তপু ও সাধারণ সম্পাদক নুর করিম জাবেদ ঘটনাস্থলে আসেন। এ সময় তাঁরা বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কেউ দোষী হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
পলিটেকনিক ইনস্টিটিউটের শহীদ সাহাব উদ্দিন ছাত্রাবাসের সুপার আক্তারুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘শিক্ষকেরা সবাই পরীক্ষা নিয়ে ব্যস্ত। এর মধ্যে আজ দুপুরে ছাত্রাবাস-সংলগ্ন মুক্তমঞ্চের সামনে থেকে দুই পক্ষের ঝগড়ার কথা শুনেছি।’
ফেনী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে অধ্যক্ষ প্রকৌশলী প্রদীপ্ত খীসা আজকের পত্রিকাকে বলেন, দুই পক্ষের মারামারির সময় তিনি বাসায় ছিলেন। প্রকৃত ঘটনা জানতে দুজন শিক্ষককে দায়িত্ব দিয়েছেন।

ফেনী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ হয়েছে। এতে শাখা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান মিশু ও সহসভাপতি শুভসহ অন্তত ১০ নেতা-কর্মী আহত হয়েছেন। আজ বুধবার ফেনী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে ক্যাম্পাসে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনা শুনে পুলিশ পাঠানো হয়েছে। তবে মারামারির বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাইনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।’
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ইনস্টিটিউটের শহীদ সাহাব উদ্দিন ছাত্রাবাসের সামনের পুকুর পাড়ে ছাত্রলীগের দুই নেতা-কর্মীর মধ্যে কথা-কাটাকাটি হয়। তাঁদের দুজনের পক্ষ নেন শাখা ছাত্রলীগ সভাপতি হাবিবুর রহমান মিশু ও সহসভাপতি শুভ। এ সময় তাঁরা নিজেদের বিবাদে জড়িয়ে হাতাহাতি করেন। একপর্যায়ে মিশু ও শুভর সমর্থকেরা জড়ো হলে মারামারি শুরু হয়।
সংঘর্ষে শাখা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান মিশু, সহসভাপতি শুভ ছাড়াও সংগঠনের উপদপ্তর সম্পাদক ও আর্কিটেকচার দ্বিতীয় পর্বের রেদওয়ান আহমেদ (১৯), মেকানিক্যাল অষ্টম পর্বের শিক্ষার্থী ইমরান হোসেন (২৩), চতুর্থ পর্বের তন্ময় মজুমদার (২০), ষষ্ঠ পর্বের আনোয়ারুল আজিম আরাফাত (২০), সিভিল ষষ্ঠ পর্বের স্বপন (২২) ও সজীব (১৯) আহত হন। বাকি আহতরা ফেনী সদর হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে যান।
এদিকে সংঘর্ষের খবর পেয়ে ফেনী জেলা ছাত্রলীগ সভাপতি তোফায়েল আহম্মদ তপু ও সাধারণ সম্পাদক নুর করিম জাবেদ ঘটনাস্থলে আসেন। এ সময় তাঁরা বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কেউ দোষী হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
পলিটেকনিক ইনস্টিটিউটের শহীদ সাহাব উদ্দিন ছাত্রাবাসের সুপার আক্তারুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘শিক্ষকেরা সবাই পরীক্ষা নিয়ে ব্যস্ত। এর মধ্যে আজ দুপুরে ছাত্রাবাস-সংলগ্ন মুক্তমঞ্চের সামনে থেকে দুই পক্ষের ঝগড়ার কথা শুনেছি।’
ফেনী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে অধ্যক্ষ প্রকৌশলী প্রদীপ্ত খীসা আজকের পত্রিকাকে বলেন, দুই পক্ষের মারামারির সময় তিনি বাসায় ছিলেন। প্রকৃত ঘটনা জানতে দুজন শিক্ষককে দায়িত্ব দিয়েছেন।

দারিদ্র্য যেখানে নিত্যসঙ্গী, সেখানে নতুন ফসল হয়ে উঠেছে মুক্তির পথ। বাগেরহাটের ফকিরহাট উপজেলার হাজেরা বেগম (৪৫) ব্রকলি চাষ করে প্রমাণ করেছেন—সঠিক পরামর্শ ও সহায়তা পেলে গ্রামীণ নারীরাও লাভজনক কৃষিতে সফল হতে পারেন।
১ ঘণ্টা আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ আলম মণ্ডল দীর্ঘদিন ধরে পরিষদে অনুপস্থিত থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন ইউনিয়নের সাধারণ মানুষ। জন্মনিবন্ধন, নাগরিক সনদসহ নিত্যপ্রয়োজনীয় সেবা নিতে এসে দিনের পর দিন ঘুরে ফিরছেন সেবাপ্রত্যাশীরা।
১ ঘণ্টা আগে
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝিনাই নদের ওপর ১৭ কোটি টাকা বরাদ্দে নবনির্মিত পিসি গার্ডার সেতুটি যানবাহন পারাপারে কাজে আসছে না। সেতুর উভয় পাড়ে সংযোগ সড়ক পাকা না করে কাজ ফেলে রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এ ছাড়া সেতুর উভয় অংশে ১২০ মিটার নালা ও নদীভাঙন থেকে রক্ষায় ব্লক স্থাপন করা হয়নি। এতে সড়কটি দিয়ে প্রতি
২ ঘণ্টা আগে
বাংলাদেশের ওষুধশিল্প বর্তমানে গভীর সংকটের মুখে। গুটিকয়েক বড় প্রতিষ্ঠানের বাইরে দেশের প্রায় ৬০ শতাংশ ওষুধ কোম্পানি রুগ্ণ অবস্থায় রয়েছে। এর মধ্যে প্রায় ৪০ শতাংশ ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে বা বন্ধ হওয়ার পথে। নীতিসহায়তা ও বাস্তবভিত্তিক সিদ্ধান্ত না এলে দেশের ওষুধে স্বয়ংসম্পূর্ণতা মারাত্মক ঝুঁকিতে পড়বে বলে
২ ঘণ্টা আগে