ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে হত্যাসহ একাধিক মামলার আসামিকে জিয়া মঞ্চের সভাপতি করায় সংবাদ প্রকাশের পর কমিটি স্থগিত করা হয়েছে। একই সঙ্গে ওই কমিটি গঠনের অপরাধে জেলা কমিটি ও সদ্য ঘোষিত উপজেলা কমিটিও স্থগিত করা হয়।
আজ শুক্রবার দুপুরে জিয়া মঞ্চের কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক (চলতি দায়িত্ব দপ্তর) মো. জামাল হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
এর আগে গতকাল বৃহস্পতিবার ফরিদপুর সদর উপজেলার আংশিক কমিটি ঘোষণা করে জিয়া মঞ্চ। এতে যাকে সভাপতির দায়িত্ব দেওয়া হয়, তিনি হত্যাসহ ২০ মামলার আসামি খায়রুজ্জামান খাজা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আগামী ২৩ জুন বেলা ৩টায় স্থগিত করা ফরিদপুর জেলা কমিটি সব নেতাকে জিয়া মঞ্চ কেন্দ্রীয় দপ্তরে উপস্থিত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’
জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এম টি আখতার টুটুল ও ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস সাজ্জাদ আহমেদ শাওনকে বিজ্ঞপ্তির অনুলিপি দেওয়া হয়েছে।
গতকাল দুপুর ১২টার দিকে শহরের ঝিলটুলী মহল্লা এলাকার একটি রেস্তোরাঁয় জিয়া মঞ্চের উদ্যোগে আয়োজিত সভায় সংগঠনটির ফরিদপুর সদর উপজেলার আংশিক কমিটির সভাপতি হিসেবে খায়রুজ্জামানের নাম ঘোষণা করা হয়। এর অপর সদস্যরা হলেন জ্যেষ্ঠ সহসভাপতি মো. ইয়াসিন আলী, সাধারণ সম্পাদক মো. শাওন আহমেদ, জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক মো. চুন্নু ব্যাপারী ও সদস্য মো. মনিরুজ্জামান।
এ সময় জিয়া মঞ্চের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এম টি আখতার টুটুল, ফরিদপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক এস সাজ্জাদ আহমেদ, জেলা জিয়া মঞ্চের ভারপ্রাপ্ত সভাপতি এ বি এম মোর্শেদ ও সাধারণ সম্পাদক ইব্রাহিম আলী উপস্থিত ছিলেন।
জিয়া মঞ্চের ফরিদপুর সদর উপজেলার আংশিক কমিটি গঠনের ২৪ ঘণ্টার মধ্যে সদ্য গঠিত সদর উপজেলা কমিটির পাশাপাশি জিয়া মঞ্চের জেলা কমিটির কার্যক্রম স্থগিত করা হলো।
জানা গেছে, গতকাল সদর উপজেলা কমিটির আংশিক কমিটির সভাপতি করা হয়েছিল ফরিদপুর সদরের কানাইপুরের আলোচিত ওবায়দুর হত্যা মামলার প্রধান আসামি খায়রুজ্জামান ওরফে খাজাকে। খায়রুজ্জামানের বিরুদ্ধে ফরিদপুর কোতোয়ালি থানায় অস্ত্র, চাঁদাবাজি, ডাকাতি, দস্যুতাসহ অন্তত ২০টি মামলা রয়েছে। পরে বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
সমালোচনার মুখে ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেছ আলী গণমাধ্যমকর্মীদের বলেন, ‘জিয়া মঞ্চ নামে বিএনপির কোনো অঙ্গসংগঠন বা সহযোগী সংগঠন নেই।’
জানতে চাইলে স্থগিত জেলা কমিটির সাধারণ সম্পাদক ইব্রাহীম আলী আজকের পত্রিকাকে বলেন, ‘বিএনপির একজন ত্যাগী ও নির্যাতিত কর্মী ছিলেন খায়রুজ্জামান খাজা। তাঁকে কমিটিতে নেওয়ার কারণে কিছু মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে সংবাদ প্রকাশ করিয়েছে। বিষয়টি কেন্দ্রীয় কমিটি অবগত হলে কমিটি দেওয়ার অপরাধে আমাদের জেলা কমিটিও স্থগিত করে দিয়েছে। আমরা তো ভুল করিনি। আওয়ামী লীগের সময়ে খাজাকে বিভিন্ন মামলায় ফাঁসানো হয়েছে। বিষয়টি কেন্দ্রকে জানিয়েই কমিটি দিয়েছিলাম। তারপরও আমাদের ডেকেছে, সেখানে জবাব দেওয়া হবে।’

ফরিদপুরে হত্যাসহ একাধিক মামলার আসামিকে জিয়া মঞ্চের সভাপতি করায় সংবাদ প্রকাশের পর কমিটি স্থগিত করা হয়েছে। একই সঙ্গে ওই কমিটি গঠনের অপরাধে জেলা কমিটি ও সদ্য ঘোষিত উপজেলা কমিটিও স্থগিত করা হয়।
আজ শুক্রবার দুপুরে জিয়া মঞ্চের কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক (চলতি দায়িত্ব দপ্তর) মো. জামাল হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
এর আগে গতকাল বৃহস্পতিবার ফরিদপুর সদর উপজেলার আংশিক কমিটি ঘোষণা করে জিয়া মঞ্চ। এতে যাকে সভাপতির দায়িত্ব দেওয়া হয়, তিনি হত্যাসহ ২০ মামলার আসামি খায়রুজ্জামান খাজা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আগামী ২৩ জুন বেলা ৩টায় স্থগিত করা ফরিদপুর জেলা কমিটি সব নেতাকে জিয়া মঞ্চ কেন্দ্রীয় দপ্তরে উপস্থিত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’
জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এম টি আখতার টুটুল ও ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস সাজ্জাদ আহমেদ শাওনকে বিজ্ঞপ্তির অনুলিপি দেওয়া হয়েছে।
গতকাল দুপুর ১২টার দিকে শহরের ঝিলটুলী মহল্লা এলাকার একটি রেস্তোরাঁয় জিয়া মঞ্চের উদ্যোগে আয়োজিত সভায় সংগঠনটির ফরিদপুর সদর উপজেলার আংশিক কমিটির সভাপতি হিসেবে খায়রুজ্জামানের নাম ঘোষণা করা হয়। এর অপর সদস্যরা হলেন জ্যেষ্ঠ সহসভাপতি মো. ইয়াসিন আলী, সাধারণ সম্পাদক মো. শাওন আহমেদ, জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক মো. চুন্নু ব্যাপারী ও সদস্য মো. মনিরুজ্জামান।
এ সময় জিয়া মঞ্চের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এম টি আখতার টুটুল, ফরিদপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক এস সাজ্জাদ আহমেদ, জেলা জিয়া মঞ্চের ভারপ্রাপ্ত সভাপতি এ বি এম মোর্শেদ ও সাধারণ সম্পাদক ইব্রাহিম আলী উপস্থিত ছিলেন।
জিয়া মঞ্চের ফরিদপুর সদর উপজেলার আংশিক কমিটি গঠনের ২৪ ঘণ্টার মধ্যে সদ্য গঠিত সদর উপজেলা কমিটির পাশাপাশি জিয়া মঞ্চের জেলা কমিটির কার্যক্রম স্থগিত করা হলো।
জানা গেছে, গতকাল সদর উপজেলা কমিটির আংশিক কমিটির সভাপতি করা হয়েছিল ফরিদপুর সদরের কানাইপুরের আলোচিত ওবায়দুর হত্যা মামলার প্রধান আসামি খায়রুজ্জামান ওরফে খাজাকে। খায়রুজ্জামানের বিরুদ্ধে ফরিদপুর কোতোয়ালি থানায় অস্ত্র, চাঁদাবাজি, ডাকাতি, দস্যুতাসহ অন্তত ২০টি মামলা রয়েছে। পরে বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
সমালোচনার মুখে ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেছ আলী গণমাধ্যমকর্মীদের বলেন, ‘জিয়া মঞ্চ নামে বিএনপির কোনো অঙ্গসংগঠন বা সহযোগী সংগঠন নেই।’
জানতে চাইলে স্থগিত জেলা কমিটির সাধারণ সম্পাদক ইব্রাহীম আলী আজকের পত্রিকাকে বলেন, ‘বিএনপির একজন ত্যাগী ও নির্যাতিত কর্মী ছিলেন খায়রুজ্জামান খাজা। তাঁকে কমিটিতে নেওয়ার কারণে কিছু মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে সংবাদ প্রকাশ করিয়েছে। বিষয়টি কেন্দ্রীয় কমিটি অবগত হলে কমিটি দেওয়ার অপরাধে আমাদের জেলা কমিটিও স্থগিত করে দিয়েছে। আমরা তো ভুল করিনি। আওয়ামী লীগের সময়ে খাজাকে বিভিন্ন মামলায় ফাঁসানো হয়েছে। বিষয়টি কেন্দ্রকে জানিয়েই কমিটি দিয়েছিলাম। তারপরও আমাদের ডেকেছে, সেখানে জবাব দেওয়া হবে।’

ময়মনসিংহের গফরগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনা ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ দুই ঘণ্টা বন্ধ ছিল। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বেলা সোয়া ৩টার দিকে গফরগাঁও উপজেলার পাগলা থানার মশাখালী রেলস্টেশনের আউটার দেউলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
৪ মিনিট আগে
অন্তর্বর্তী সরকার প্রণীত ২০২৬—২০৫০ সালের বিদ্যুৎ ও জ্বালানি খাতের মহাপরিকল্পনার খসড়াকে ত্রুটিপূর্ণ বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) রিসার্চ ডিরেক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম।
৯ মিনিট আগে
জুলাই জাতীয় সনদ পাস হলে সংবিধান থেকে ১৯৭১ সালের ইতিহাস মুছে ফেলা হবে কিংবা ‘বিসমিল্লাহ’ বাদ দেওয়া হবে—এমন প্রচারণার কোনো ভিত্তি নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও গণভোটসংক্রান্ত জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রীয়াজ।
১০ মিনিট আগে
বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নে সড়কে গাছ ফেলে একটি ইজিবাইক (ব্যাটারিচালিত অটোরিকশা) ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ভোর পৌনে ৫টার দিকে ভবানীপুর এলাকার তেঁতুলতলা নামক স্থানে এ ঘটনা ঘটে।
১৮ মিনিট আগে