ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে হত্যাসহ একাধিক মামলার আসামিকে জিয়া মঞ্চের সভাপতি করায় সংবাদ প্রকাশের পর কমিটি স্থগিত করা হয়েছে। একই সঙ্গে ওই কমিটি গঠনের অপরাধে জেলা কমিটি ও সদ্য ঘোষিত উপজেলা কমিটিও স্থগিত করা হয়।
আজ শুক্রবার দুপুরে জিয়া মঞ্চের কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক (চলতি দায়িত্ব দপ্তর) মো. জামাল হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
এর আগে গতকাল বৃহস্পতিবার ফরিদপুর সদর উপজেলার আংশিক কমিটি ঘোষণা করে জিয়া মঞ্চ। এতে যাকে সভাপতির দায়িত্ব দেওয়া হয়, তিনি হত্যাসহ ২০ মামলার আসামি খায়রুজ্জামান খাজা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আগামী ২৩ জুন বেলা ৩টায় স্থগিত করা ফরিদপুর জেলা কমিটি সব নেতাকে জিয়া মঞ্চ কেন্দ্রীয় দপ্তরে উপস্থিত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’
জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এম টি আখতার টুটুল ও ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস সাজ্জাদ আহমেদ শাওনকে বিজ্ঞপ্তির অনুলিপি দেওয়া হয়েছে।
গতকাল দুপুর ১২টার দিকে শহরের ঝিলটুলী মহল্লা এলাকার একটি রেস্তোরাঁয় জিয়া মঞ্চের উদ্যোগে আয়োজিত সভায় সংগঠনটির ফরিদপুর সদর উপজেলার আংশিক কমিটির সভাপতি হিসেবে খায়রুজ্জামানের নাম ঘোষণা করা হয়। এর অপর সদস্যরা হলেন জ্যেষ্ঠ সহসভাপতি মো. ইয়াসিন আলী, সাধারণ সম্পাদক মো. শাওন আহমেদ, জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক মো. চুন্নু ব্যাপারী ও সদস্য মো. মনিরুজ্জামান।
এ সময় জিয়া মঞ্চের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এম টি আখতার টুটুল, ফরিদপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক এস সাজ্জাদ আহমেদ, জেলা জিয়া মঞ্চের ভারপ্রাপ্ত সভাপতি এ বি এম মোর্শেদ ও সাধারণ সম্পাদক ইব্রাহিম আলী উপস্থিত ছিলেন।
জিয়া মঞ্চের ফরিদপুর সদর উপজেলার আংশিক কমিটি গঠনের ২৪ ঘণ্টার মধ্যে সদ্য গঠিত সদর উপজেলা কমিটির পাশাপাশি জিয়া মঞ্চের জেলা কমিটির কার্যক্রম স্থগিত করা হলো।
জানা গেছে, গতকাল সদর উপজেলা কমিটির আংশিক কমিটির সভাপতি করা হয়েছিল ফরিদপুর সদরের কানাইপুরের আলোচিত ওবায়দুর হত্যা মামলার প্রধান আসামি খায়রুজ্জামান ওরফে খাজাকে। খায়রুজ্জামানের বিরুদ্ধে ফরিদপুর কোতোয়ালি থানায় অস্ত্র, চাঁদাবাজি, ডাকাতি, দস্যুতাসহ অন্তত ২০টি মামলা রয়েছে। পরে বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
সমালোচনার মুখে ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেছ আলী গণমাধ্যমকর্মীদের বলেন, ‘জিয়া মঞ্চ নামে বিএনপির কোনো অঙ্গসংগঠন বা সহযোগী সংগঠন নেই।’
জানতে চাইলে স্থগিত জেলা কমিটির সাধারণ সম্পাদক ইব্রাহীম আলী আজকের পত্রিকাকে বলেন, ‘বিএনপির একজন ত্যাগী ও নির্যাতিত কর্মী ছিলেন খায়রুজ্জামান খাজা। তাঁকে কমিটিতে নেওয়ার কারণে কিছু মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে সংবাদ প্রকাশ করিয়েছে। বিষয়টি কেন্দ্রীয় কমিটি অবগত হলে কমিটি দেওয়ার অপরাধে আমাদের জেলা কমিটিও স্থগিত করে দিয়েছে। আমরা তো ভুল করিনি। আওয়ামী লীগের সময়ে খাজাকে বিভিন্ন মামলায় ফাঁসানো হয়েছে। বিষয়টি কেন্দ্রকে জানিয়েই কমিটি দিয়েছিলাম। তারপরও আমাদের ডেকেছে, সেখানে জবাব দেওয়া হবে।’

ফরিদপুরে হত্যাসহ একাধিক মামলার আসামিকে জিয়া মঞ্চের সভাপতি করায় সংবাদ প্রকাশের পর কমিটি স্থগিত করা হয়েছে। একই সঙ্গে ওই কমিটি গঠনের অপরাধে জেলা কমিটি ও সদ্য ঘোষিত উপজেলা কমিটিও স্থগিত করা হয়।
আজ শুক্রবার দুপুরে জিয়া মঞ্চের কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক (চলতি দায়িত্ব দপ্তর) মো. জামাল হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
এর আগে গতকাল বৃহস্পতিবার ফরিদপুর সদর উপজেলার আংশিক কমিটি ঘোষণা করে জিয়া মঞ্চ। এতে যাকে সভাপতির দায়িত্ব দেওয়া হয়, তিনি হত্যাসহ ২০ মামলার আসামি খায়রুজ্জামান খাজা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আগামী ২৩ জুন বেলা ৩টায় স্থগিত করা ফরিদপুর জেলা কমিটি সব নেতাকে জিয়া মঞ্চ কেন্দ্রীয় দপ্তরে উপস্থিত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’
জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এম টি আখতার টুটুল ও ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস সাজ্জাদ আহমেদ শাওনকে বিজ্ঞপ্তির অনুলিপি দেওয়া হয়েছে।
গতকাল দুপুর ১২টার দিকে শহরের ঝিলটুলী মহল্লা এলাকার একটি রেস্তোরাঁয় জিয়া মঞ্চের উদ্যোগে আয়োজিত সভায় সংগঠনটির ফরিদপুর সদর উপজেলার আংশিক কমিটির সভাপতি হিসেবে খায়রুজ্জামানের নাম ঘোষণা করা হয়। এর অপর সদস্যরা হলেন জ্যেষ্ঠ সহসভাপতি মো. ইয়াসিন আলী, সাধারণ সম্পাদক মো. শাওন আহমেদ, জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক মো. চুন্নু ব্যাপারী ও সদস্য মো. মনিরুজ্জামান।
এ সময় জিয়া মঞ্চের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এম টি আখতার টুটুল, ফরিদপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক এস সাজ্জাদ আহমেদ, জেলা জিয়া মঞ্চের ভারপ্রাপ্ত সভাপতি এ বি এম মোর্শেদ ও সাধারণ সম্পাদক ইব্রাহিম আলী উপস্থিত ছিলেন।
জিয়া মঞ্চের ফরিদপুর সদর উপজেলার আংশিক কমিটি গঠনের ২৪ ঘণ্টার মধ্যে সদ্য গঠিত সদর উপজেলা কমিটির পাশাপাশি জিয়া মঞ্চের জেলা কমিটির কার্যক্রম স্থগিত করা হলো।
জানা গেছে, গতকাল সদর উপজেলা কমিটির আংশিক কমিটির সভাপতি করা হয়েছিল ফরিদপুর সদরের কানাইপুরের আলোচিত ওবায়দুর হত্যা মামলার প্রধান আসামি খায়রুজ্জামান ওরফে খাজাকে। খায়রুজ্জামানের বিরুদ্ধে ফরিদপুর কোতোয়ালি থানায় অস্ত্র, চাঁদাবাজি, ডাকাতি, দস্যুতাসহ অন্তত ২০টি মামলা রয়েছে। পরে বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
সমালোচনার মুখে ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেছ আলী গণমাধ্যমকর্মীদের বলেন, ‘জিয়া মঞ্চ নামে বিএনপির কোনো অঙ্গসংগঠন বা সহযোগী সংগঠন নেই।’
জানতে চাইলে স্থগিত জেলা কমিটির সাধারণ সম্পাদক ইব্রাহীম আলী আজকের পত্রিকাকে বলেন, ‘বিএনপির একজন ত্যাগী ও নির্যাতিত কর্মী ছিলেন খায়রুজ্জামান খাজা। তাঁকে কমিটিতে নেওয়ার কারণে কিছু মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে সংবাদ প্রকাশ করিয়েছে। বিষয়টি কেন্দ্রীয় কমিটি অবগত হলে কমিটি দেওয়ার অপরাধে আমাদের জেলা কমিটিও স্থগিত করে দিয়েছে। আমরা তো ভুল করিনি। আওয়ামী লীগের সময়ে খাজাকে বিভিন্ন মামলায় ফাঁসানো হয়েছে। বিষয়টি কেন্দ্রকে জানিয়েই কমিটি দিয়েছিলাম। তারপরও আমাদের ডেকেছে, সেখানে জবাব দেওয়া হবে।’

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৪ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৪ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৪ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৫ ঘণ্টা আগে