নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফরিদপুরের ভাঙ্গা স্টেডিয়াম এলাকায় পরিত্যক্ত অবস্থায় একটি পাকিস্তানি রিভলবার উদ্ধার এবং রাজধানীর যাত্রাবাড়ী থেকে চারটি গ্রেনেডসহ একজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
গতকাল রোববার রাতে ভাঙ্গা স্টেডিয়ামসংলগ্ন ‘ডা. কাজী ইউসুফ একাডেমির’ পেছনে জঙ্গলের ভেতরে ময়লার স্তূপে পরিত্যক্ত অবস্থায় অবৈধ অস্ত্রটি উদ্ধার করেছে র্যাব-১০। এর আগে যাত্রাবাড়ী বিবির বাগিচা এলাকার ফ্যান্টাসি টাওয়ার থেকে গ্রেনেডসহ ফয়সাল খানকে গ্রেপ্তার করা হয়।
আজ সোমবার বিকেলে র্যাব-১০-এর সিনিয়র পুলিশ সুপার (মিডিয়া) তাপস কর্মকার পৃথক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্ধার করা অস্ত্র দীর্ঘদিন ধরে সেখানে লুকিয়ে রাখা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষার্থে ও অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান আরও জোরদার করা হবে। উদ্ধার করা অস্ত্রসংক্রান্ত আলামতপরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। অস্ত্রটি পাকিস্তানের তৈরি। এর গায়ে খোদাই করে ‘মেইড ইন পাকিস্তান’ লেখা রয়েছে।
এদিকে রাজধানীর যাত্রাবাড়ীতে র্যাব-১০-এর অভিযানে গ্রেনেডসদৃশ চারটি অবিস্ফোরিত দ্রব্য উদ্ধার হয়েছে। এ ঘটনায় ফয়সাল খান (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, গতকাল বিকেলে যাত্রাবাড়ীর বিবির বাগিচার ফ্যান্টাসি টাওয়ারে অভিযান চালিয়ে শয়নকক্ষ থেকে ধাতব লিভার, সেফটিপিন ও রিংযুক্ত চারটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফয়সাল স্বীকার করেছেন, দেশের বিভিন্ন স্থানে নাশকতার উদ্দেশ্যে এসব বিস্ফোরক তিনি মজুত করেছিলেন। তাঁর বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮ অনুযায়ী মামলা দিয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।
সিনিয়র পুলিশ সুপার তাপস কর্মকার জানান, দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র প্রতিরোধে র্যাব সর্বদা প্রস্তুত। জননিরাপত্তা ও রাষ্ট্রীয় স্বার্থে র্যাব ভবিষ্যতেও সর্বোচ্চ পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে। দেশের জনগণের নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষায় নিরাপত্তা বাহিনী সক্রিয় ও দক্ষতার সঙ্গে কাজ করে যাচ্ছে।

ফরিদপুরের ভাঙ্গা স্টেডিয়াম এলাকায় পরিত্যক্ত অবস্থায় একটি পাকিস্তানি রিভলবার উদ্ধার এবং রাজধানীর যাত্রাবাড়ী থেকে চারটি গ্রেনেডসহ একজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
গতকাল রোববার রাতে ভাঙ্গা স্টেডিয়ামসংলগ্ন ‘ডা. কাজী ইউসুফ একাডেমির’ পেছনে জঙ্গলের ভেতরে ময়লার স্তূপে পরিত্যক্ত অবস্থায় অবৈধ অস্ত্রটি উদ্ধার করেছে র্যাব-১০। এর আগে যাত্রাবাড়ী বিবির বাগিচা এলাকার ফ্যান্টাসি টাওয়ার থেকে গ্রেনেডসহ ফয়সাল খানকে গ্রেপ্তার করা হয়।
আজ সোমবার বিকেলে র্যাব-১০-এর সিনিয়র পুলিশ সুপার (মিডিয়া) তাপস কর্মকার পৃথক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্ধার করা অস্ত্র দীর্ঘদিন ধরে সেখানে লুকিয়ে রাখা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষার্থে ও অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান আরও জোরদার করা হবে। উদ্ধার করা অস্ত্রসংক্রান্ত আলামতপরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। অস্ত্রটি পাকিস্তানের তৈরি। এর গায়ে খোদাই করে ‘মেইড ইন পাকিস্তান’ লেখা রয়েছে।
এদিকে রাজধানীর যাত্রাবাড়ীতে র্যাব-১০-এর অভিযানে গ্রেনেডসদৃশ চারটি অবিস্ফোরিত দ্রব্য উদ্ধার হয়েছে। এ ঘটনায় ফয়সাল খান (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, গতকাল বিকেলে যাত্রাবাড়ীর বিবির বাগিচার ফ্যান্টাসি টাওয়ারে অভিযান চালিয়ে শয়নকক্ষ থেকে ধাতব লিভার, সেফটিপিন ও রিংযুক্ত চারটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফয়সাল স্বীকার করেছেন, দেশের বিভিন্ন স্থানে নাশকতার উদ্দেশ্যে এসব বিস্ফোরক তিনি মজুত করেছিলেন। তাঁর বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮ অনুযায়ী মামলা দিয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।
সিনিয়র পুলিশ সুপার তাপস কর্মকার জানান, দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র প্রতিরোধে র্যাব সর্বদা প্রস্তুত। জননিরাপত্তা ও রাষ্ট্রীয় স্বার্থে র্যাব ভবিষ্যতেও সর্বোচ্চ পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে। দেশের জনগণের নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষায় নিরাপত্তা বাহিনী সক্রিয় ও দক্ষতার সঙ্গে কাজ করে যাচ্ছে।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৩ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৩ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৪ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৪ ঘণ্টা আগে