ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-বরিশাল মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি থ্রি-হুইলার গাড়িতে যাত্রীবাহী বাসের ধাক্কায় বাবা-ছেলেসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। তাঁদের মধ্যে তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আজ বুধবার সকাল ৭টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের চুমুরদী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই চারজন এবং চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে আরও একজন মারা যান। খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করেন।
পুলিশ জানায়, থ্রি-হুইলারটি ভাঙ্গা থেকে টেকেরহাটের দিকে যাচ্ছিল। যাত্রী নামানোর জন্য গাড়িটি রাস্তার পাশে দাঁড়ালে বরিশালগামী মিজান পরিবহনের একটি বাস পেছন দিক থেকে সেটিকে সজোরে ধাক্কা দেয়।
নিহত পাঁচজনের সবাই পুরুষ। তাঁদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের চৌকিঘাটা গ্রামের মিজানুর মাতুব্বর (৫০), মাদারীপুরের শিবচরের মাধবচর গ্রামের ইব্রাহীম সর্দার (৭০) ও তাঁর ছেলে মনির সর্দার (৪০), একই এলাকার বাদশা মিয়ার ছেলে তারা মিয়া (৫০)। অপর নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তাসনিভ জোবায়ের নাদিম জানান, ‘চারজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যান। গুরুতর আহত চারজনের মধ্যে তিনজনকে ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে এবং একজন এখানে চিকিৎসাধীন আছেন।’
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবউজ্জামান বলেন, ‘বাসটি দ্রুতগতিতে এসে দাঁড়িয়ে থাকা থ্রি-হুইলারকে ধাক্কা দেয়। এতে পাঁচজন নিহত এবং তিনজন গুরুতর আহত হয়েছেন। বাসটি আটক করা হলেও চালক পালিয়ে গেছেন।’


ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-বরিশাল মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি থ্রি-হুইলার গাড়িতে যাত্রীবাহী বাসের ধাক্কায় বাবা-ছেলেসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। তাঁদের মধ্যে তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আজ বুধবার সকাল ৭টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের চুমুরদী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই চারজন এবং চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে আরও একজন মারা যান। খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করেন।
পুলিশ জানায়, থ্রি-হুইলারটি ভাঙ্গা থেকে টেকেরহাটের দিকে যাচ্ছিল। যাত্রী নামানোর জন্য গাড়িটি রাস্তার পাশে দাঁড়ালে বরিশালগামী মিজান পরিবহনের একটি বাস পেছন দিক থেকে সেটিকে সজোরে ধাক্কা দেয়।
নিহত পাঁচজনের সবাই পুরুষ। তাঁদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের চৌকিঘাটা গ্রামের মিজানুর মাতুব্বর (৫০), মাদারীপুরের শিবচরের মাধবচর গ্রামের ইব্রাহীম সর্দার (৭০) ও তাঁর ছেলে মনির সর্দার (৪০), একই এলাকার বাদশা মিয়ার ছেলে তারা মিয়া (৫০)। অপর নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তাসনিভ জোবায়ের নাদিম জানান, ‘চারজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যান। গুরুতর আহত চারজনের মধ্যে তিনজনকে ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে এবং একজন এখানে চিকিৎসাধীন আছেন।’
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবউজ্জামান বলেন, ‘বাসটি দ্রুতগতিতে এসে দাঁড়িয়ে থাকা থ্রি-হুইলারকে ধাক্কা দেয়। এতে পাঁচজন নিহত এবং তিনজন গুরুতর আহত হয়েছেন। বাসটি আটক করা হলেও চালক পালিয়ে গেছেন।’


গাজীপুরের কালীগঞ্জে চলন্ত আন্তনগর ‘এগারো সিন্ধুর প্রভাতী’ ট্রেনের দুটি বগি (কোচ) হঠাৎ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। আজ সোমবার দুপুরে টঙ্গী-ভৈরব রেললাইনের তুমলিয়ার দড়িপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে বগি বিচ্ছিন্ন হয়ে রেললাইনের ওপর পড়ে থাকলেও কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
২৮ মিনিট আগে
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় সড়ক দখল করে বালু রেখে জনদুর্ভোগ সৃষ্টির অভিযোগে চারজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধভাবে রাখা ১৯২ ঘনফুট বালু জব্দ করা হয়। আজ সোমবার (৫ জানুয়ারি) সকালে সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ...
৩২ মিনিট আগে
চট্টগ্রামের সীতাকুণ্ডে গভীর রাতে একটি জাহাজভাঙা কারখানায় সংঘবদ্ধ ডাকাত দলের হামলায় দুই নিরাপত্তা প্রহরী নিহত হয়েছেন। আজ সোমবার সকালে উপজেলার কুমিরা নৌঘাট এলাকা থেকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়। নিহত দুই নিরাপত্তা প্রহরী হলেন মো. খালেদ প্রামাণিক ও মো. সাইফুল্লাহ।
৪৩ মিনিট আগে
আজ তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু তদন্ত সংস্থা প্রতিবেদন দাখিল না করায় আদালত নতুন তারিখ ধার্য করেন। আদালতে শেরেবাংলা নগর থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা রফিকুল ইসলাম রাসেল নতুন তারিখ ধার্যের বিষয়টি নিশ্চিত করেন।
১ ঘণ্টা আগে