ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-বরিশাল মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি থ্রি-হুইলার গাড়িতে যাত্রীবাহী বাসের ধাক্কায় বাবা-ছেলেসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। তাঁদের মধ্যে তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আজ বুধবার সকাল ৭টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের চুমুরদী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই চারজন এবং চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে আরও একজন মারা যান। খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করেন।
পুলিশ জানায়, থ্রি-হুইলারটি ভাঙ্গা থেকে টেকেরহাটের দিকে যাচ্ছিল। যাত্রী নামানোর জন্য গাড়িটি রাস্তার পাশে দাঁড়ালে বরিশালগামী মিজান পরিবহনের একটি বাস পেছন দিক থেকে সেটিকে সজোরে ধাক্কা দেয়।
নিহত পাঁচজনের সবাই পুরুষ। তাঁদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের চৌকিঘাটা গ্রামের মিজানুর মাতুব্বর (৫০), মাদারীপুরের শিবচরের মাধবচর গ্রামের ইব্রাহীম সর্দার (৭০) ও তাঁর ছেলে মনির সর্দার (৪০), একই এলাকার বাদশা মিয়ার ছেলে তারা মিয়া (৫০)। অপর নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তাসনিভ জোবায়ের নাদিম জানান, ‘চারজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যান। গুরুতর আহত চারজনের মধ্যে তিনজনকে ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে এবং একজন এখানে চিকিৎসাধীন আছেন।’
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবউজ্জামান বলেন, ‘বাসটি দ্রুতগতিতে এসে দাঁড়িয়ে থাকা থ্রি-হুইলারকে ধাক্কা দেয়। এতে পাঁচজন নিহত এবং তিনজন গুরুতর আহত হয়েছেন। বাসটি আটক করা হলেও চালক পালিয়ে গেছেন।’


ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-বরিশাল মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি থ্রি-হুইলার গাড়িতে যাত্রীবাহী বাসের ধাক্কায় বাবা-ছেলেসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। তাঁদের মধ্যে তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আজ বুধবার সকাল ৭টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের চুমুরদী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই চারজন এবং চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে আরও একজন মারা যান। খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করেন।
পুলিশ জানায়, থ্রি-হুইলারটি ভাঙ্গা থেকে টেকেরহাটের দিকে যাচ্ছিল। যাত্রী নামানোর জন্য গাড়িটি রাস্তার পাশে দাঁড়ালে বরিশালগামী মিজান পরিবহনের একটি বাস পেছন দিক থেকে সেটিকে সজোরে ধাক্কা দেয়।
নিহত পাঁচজনের সবাই পুরুষ। তাঁদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের চৌকিঘাটা গ্রামের মিজানুর মাতুব্বর (৫০), মাদারীপুরের শিবচরের মাধবচর গ্রামের ইব্রাহীম সর্দার (৭০) ও তাঁর ছেলে মনির সর্দার (৪০), একই এলাকার বাদশা মিয়ার ছেলে তারা মিয়া (৫০)। অপর নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তাসনিভ জোবায়ের নাদিম জানান, ‘চারজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যান। গুরুতর আহত চারজনের মধ্যে তিনজনকে ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে এবং একজন এখানে চিকিৎসাধীন আছেন।’
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবউজ্জামান বলেন, ‘বাসটি দ্রুতগতিতে এসে দাঁড়িয়ে থাকা থ্রি-হুইলারকে ধাক্কা দেয়। এতে পাঁচজন নিহত এবং তিনজন গুরুতর আহত হয়েছেন। বাসটি আটক করা হলেও চালক পালিয়ে গেছেন।’


ঢাকার কলোনি-আশুলিয়া মহাসড়কে চলন্ত বাসে এক নারী যাত্রী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় টাঙ্গাইল থেকে বাসের চালকসহ তিনজনকে আটক করা হয়েছে।
১২ মিনিট আগে
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় হালদা নদীর উপশাখা থেকে অবৈধভাবে বালু তোলায় একজনকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে তিনটহরী ইউনিয়নের চেঙ্গুছড়া এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খাদিজা তাহিরা এই ভ্রাম্যমাণ আদালত
২৩ মিনিট আগে
মানিকগঞ্জ-৩ (সদর ও সাটুরিয়া) আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী আতাউর রহমান আতাকে মানসিক রোগী আখ্যায়িত করেছেন জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লিটন।
২৬ মিনিট আগে
নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা কৃষক দলের আহ্বায়ক মকছেদুল মোমিনকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ বৃহস্পতিবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফারুক তাঁকে এই জরিমানা করেন।
৩০ মিনিট আগে