বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের বিরামপুরে ফেসবুকে অস্ত্রের ছবি পোস্ট করা নাবিল হোসেন (২২) নামের নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক কর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার রাত ৯টার দিকে বিরামপুর পৌর শহরের বড়মাঠ থেকে তাঁকে আটক করা হয় বলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক নিশ্চিত করেছেন।
নাবিল বিরামপুর পৌর শহরের ইসলামপাড়া মহল্লার নজরুল ইসলামের ছেলে। তিনি ছাত্রলীগের বিরামপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড শাখার সদস্য। বিরামপুর থানায় গত ২৫ অক্টোবর বিএনপি কর্মী বিপ্লব আলম ওরফে বিলুর করা একটি হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বিকেল সাড়ে ৫টার দিকে নাবিল হোসেন তাঁর ফেসবুক অ্যাকাউন্ট নাবিল (নাবু) থেকে একটি রিভলবার ও ম্যাগাজিনের ছবি পোস্ট করেন। তাঁর ওই ছবির নিচে ডান পাশের কোনায় ইংরেজিতে লাল কালিতে ‘সুইটহার্ট’ লেখা ছিল। বিষয়টি জানতে পেরে গতকাল সন্ধ্যায় নাবিল হোসেনকে ধরতে অভিযানে নামে পুলিশ। পরে রাত ৯টার দিকে বিরামপুর পৌর শহরের নতুন বাজার এলাকায় বিরামপুর মহিলা কলেজসংলগ্ন বড়মাঠ থেকে তাঁকে আটক করে পুলিশ।
ওসি মমতাজুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘প্রেমিকার সঙ্গে বিচ্ছেদ হওয়ায় নাবিল তার ফেসবুকে অস্ত্রসহ ডাউনলোড করা একটি ছবি পোস্ট করেছিল। সেখানে সে লিখেছিল, ‘‘তুমি যদি যোগাযোগ না করো, তাহলে আমি আত্মহত্যা করব’’। পরে গতকাল রাতে বিরামপুর বড়মাঠ থেকে নাবিলকে আটক করা হয়। বিরামপুর থানায় গত ২৫ অক্টোবর বিএনপি কর্মী বিপ্লব আলম ওরফে বিলুর করা একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ দুপুরে তাকে দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।’

দিনাজপুরের বিরামপুরে ফেসবুকে অস্ত্রের ছবি পোস্ট করা নাবিল হোসেন (২২) নামের নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক কর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার রাত ৯টার দিকে বিরামপুর পৌর শহরের বড়মাঠ থেকে তাঁকে আটক করা হয় বলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক নিশ্চিত করেছেন।
নাবিল বিরামপুর পৌর শহরের ইসলামপাড়া মহল্লার নজরুল ইসলামের ছেলে। তিনি ছাত্রলীগের বিরামপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড শাখার সদস্য। বিরামপুর থানায় গত ২৫ অক্টোবর বিএনপি কর্মী বিপ্লব আলম ওরফে বিলুর করা একটি হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বিকেল সাড়ে ৫টার দিকে নাবিল হোসেন তাঁর ফেসবুক অ্যাকাউন্ট নাবিল (নাবু) থেকে একটি রিভলবার ও ম্যাগাজিনের ছবি পোস্ট করেন। তাঁর ওই ছবির নিচে ডান পাশের কোনায় ইংরেজিতে লাল কালিতে ‘সুইটহার্ট’ লেখা ছিল। বিষয়টি জানতে পেরে গতকাল সন্ধ্যায় নাবিল হোসেনকে ধরতে অভিযানে নামে পুলিশ। পরে রাত ৯টার দিকে বিরামপুর পৌর শহরের নতুন বাজার এলাকায় বিরামপুর মহিলা কলেজসংলগ্ন বড়মাঠ থেকে তাঁকে আটক করে পুলিশ।
ওসি মমতাজুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘প্রেমিকার সঙ্গে বিচ্ছেদ হওয়ায় নাবিল তার ফেসবুকে অস্ত্রসহ ডাউনলোড করা একটি ছবি পোস্ট করেছিল। সেখানে সে লিখেছিল, ‘‘তুমি যদি যোগাযোগ না করো, তাহলে আমি আত্মহত্যা করব’’। পরে গতকাল রাতে বিরামপুর বড়মাঠ থেকে নাবিলকে আটক করা হয়। বিরামপুর থানায় গত ২৫ অক্টোবর বিএনপি কর্মী বিপ্লব আলম ওরফে বিলুর করা একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ দুপুরে তাকে দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।’

তিস্তা নদীর ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন শেষে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ধরনের ভূরাজনৈতিক চাপ নেই। এটি বাংলাদেশের নিজস্ব প্রকল্প এবং চীন এতে বিনিয়োগ করতে আগ্রহী। আজ সোমবার সকালে রংপুরের কাউনিয়া সেতু পরিদর্শন করেন পানিসম্পদ ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান
১৬ মিনিট আগে
নাটোর আদালত প্রাঙ্গণে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। জমি নিয়ে বিরোধজনিত মামলার জেরে আজ সোমবার (১৯ জানুয়ারি) বেলা আড়াইটার দিকে আদালত চত্বরে এ সংঘর্ষ হয়।
১৯ মিনিট আগে
পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, তিস্তা নদীর সমস্যা সমাধানে অন্তর্বর্তী সরকার একটি টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে। আজ সোমবার বেলা ১১টার দিকে রংপুরের কাউনিয়া উপজেলার গাজীর ঘাটে নদী পরিদর্শনকালে এ মন্তব্য করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
১৯ মিনিট আগে
মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে অভিযান চালিয়েছে হাইওয়ে পুলিশ। সোমবার (১৯ জানুয়ারি) দিনব্যাপী মাদারীপুর সদর উপজেলার ঘটকচর, মোস্তফাপুর, কলাবাড়িসহ বিভিন্ন স্থানে এই অভিযান চালায় মোস্তফাপুর হাইওয়ে থানা-পুলিশ।
২৩ মিনিট আগে