দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের পার্বতীপুরে রেল লাইনের সিগন্যাল পিলারের ধাক্কায় অজ্ঞাত এক কিশোরের (১৪) মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে মন্মথপুর রেল স্টেশনের দুই শ গজ পশ্চিমে ৩৮৬ / ৬ নম্বর সীমানা পিলারের কাছে এ ঘটনা ঘটে। এ সময় উত্তেজিত জনতা সিগন্যাল পিলার অপসারণসহ বেশ কয়েকটি দাবিতে পার্বতীপুর-দিনাজপুর রেলপথ অবরোধ করে রাখে।
প্রত্যক্ষদর্শী মনমথপুর ইউনিয়নের কৈবত্যপাড়া গ্রামের অনুপম বিশ্বাস ও পল্লি চিকিৎসক গোলাম মোস্তফা জানান, সকাল সাড়ে ৯টার দিকে দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের যাত্রী ওই যুবক দরজা দিয়ে মাথা বের করে। এ সময় পিলারের সঙ্গে ধাক্কা লেগে ট্রেন থেকে পরে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তারা জানান, রেল লাইনটি ডাবল লাইনে বর্ধিত করা হলেও ওই পিলারটি সরানো হয়নি। দীর্ঘদিন যাবৎ ওই স্টেশনের কার্যক্রম বন্ধ থাকলেও লাইনের পাশের একই পিলারের ধাক্কায় গত ৬ / ৭ মাস আগে একজনের মৃত্যু হয়। আজকের ঘটনার পর সকাল ১১টা থেকে সিগন্যাল পিলার অপসারণ, স্টেশনের কার্যক্রম চালু ও রেলের গেটম্যানের নিয়োগের তিন দফা দাবিতে পার্বতীপুর-দিনাজপুর রেলপথ অবরোধ করে রাখে স্থানীয়রা। এ সময় পঞ্চগড় থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বাংলাবান্ধা এক্সপ্রেস অবরোধ করে রাখে উত্তেজিত এলাকাবাসী। পরে ওই ট্রেনের পরিচালক চালক মাহমুদুল হাসান ও চালক নাজমুল হক ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে স্থানীয়দের মোবাইলে কথা বলে দাবি আদায়ের আশ্বাস দেন। এরপর ৪০ মিনিট পর বেলা ১২টা ১০ মিনিটে ট্রেনটি পার্বতীপুরের উদ্দেশ্যে ছেড়ে যায়। এ ঘটনায় দিনাজপুর রেল থানার উপপরিদর্শক জাহিদ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যান।
এ ব্যাপারে দিনাজপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম এরশাদুল হক ভূঁইয়া নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয়দের অবরোধের ফলে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তবে এ সময়ে অন্য কোনো ট্রেন না থাকায় শুধুমাত্র বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনটি ৪০ মিনিট আটকে থাকে। ওই পিলারে ধাক্কা লেগে আগেও দুর্ঘটনা ঘটেছিল। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

দিনাজপুরের পার্বতীপুরে রেল লাইনের সিগন্যাল পিলারের ধাক্কায় অজ্ঞাত এক কিশোরের (১৪) মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে মন্মথপুর রেল স্টেশনের দুই শ গজ পশ্চিমে ৩৮৬ / ৬ নম্বর সীমানা পিলারের কাছে এ ঘটনা ঘটে। এ সময় উত্তেজিত জনতা সিগন্যাল পিলার অপসারণসহ বেশ কয়েকটি দাবিতে পার্বতীপুর-দিনাজপুর রেলপথ অবরোধ করে রাখে।
প্রত্যক্ষদর্শী মনমথপুর ইউনিয়নের কৈবত্যপাড়া গ্রামের অনুপম বিশ্বাস ও পল্লি চিকিৎসক গোলাম মোস্তফা জানান, সকাল সাড়ে ৯টার দিকে দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের যাত্রী ওই যুবক দরজা দিয়ে মাথা বের করে। এ সময় পিলারের সঙ্গে ধাক্কা লেগে ট্রেন থেকে পরে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তারা জানান, রেল লাইনটি ডাবল লাইনে বর্ধিত করা হলেও ওই পিলারটি সরানো হয়নি। দীর্ঘদিন যাবৎ ওই স্টেশনের কার্যক্রম বন্ধ থাকলেও লাইনের পাশের একই পিলারের ধাক্কায় গত ৬ / ৭ মাস আগে একজনের মৃত্যু হয়। আজকের ঘটনার পর সকাল ১১টা থেকে সিগন্যাল পিলার অপসারণ, স্টেশনের কার্যক্রম চালু ও রেলের গেটম্যানের নিয়োগের তিন দফা দাবিতে পার্বতীপুর-দিনাজপুর রেলপথ অবরোধ করে রাখে স্থানীয়রা। এ সময় পঞ্চগড় থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বাংলাবান্ধা এক্সপ্রেস অবরোধ করে রাখে উত্তেজিত এলাকাবাসী। পরে ওই ট্রেনের পরিচালক চালক মাহমুদুল হাসান ও চালক নাজমুল হক ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে স্থানীয়দের মোবাইলে কথা বলে দাবি আদায়ের আশ্বাস দেন। এরপর ৪০ মিনিট পর বেলা ১২টা ১০ মিনিটে ট্রেনটি পার্বতীপুরের উদ্দেশ্যে ছেড়ে যায়। এ ঘটনায় দিনাজপুর রেল থানার উপপরিদর্শক জাহিদ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যান।
এ ব্যাপারে দিনাজপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম এরশাদুল হক ভূঁইয়া নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয়দের অবরোধের ফলে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তবে এ সময়ে অন্য কোনো ট্রেন না থাকায় শুধুমাত্র বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনটি ৪০ মিনিট আটকে থাকে। ওই পিলারে ধাক্কা লেগে আগেও দুর্ঘটনা ঘটেছিল। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

গভীর রাতে হঠাৎ বিএনপি কার্যালয় থেকে আগুনের শিখা উঠতে দেখে এক ব্যক্তি চিৎকার শুরু করেন। তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেলেও কার্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ পুড়ে যায়।
২০ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় তিন বাংলাদেশি যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাঁদের ভারতে যেতে সহায়তাকারী মানব পাচার চক্রের এক সদস্যকে আটক করা হয়। বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার বকচর সীমান্ত এলাকা থেকে তাঁদেরকে আটক করা হয়।
২৮ মিনিট আগে
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় চলতি শীতে ঠান্ডাজনিত রোগে গত তিন মাসে প্রায় দেড় হাজার ছাগল মারা গেছে বলে দাবি করেছেন স্থানীয় খামারি ও পশু চিকিৎসা কর্মীরা। খামারিদের হিসাব অনুযায়ী, এতে আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ১ কোটি টাকা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন চরাঞ্চলের প্রান্তিক খামারিরা।
৩৫ মিনিট আগে
বরগুনার আমতলী উপজেলার টিয়াখালী কলেজ ভবনের দুটি তলার কক্ষে খনিজ সম্পদ অনুসন্ধানসামগ্রী রাখা হয়েছে। বাইরে তৈরি করা হয়েছে খোলা শৌচাগার। ভবনে আবাস গড়েছেন শ্রমিকেরা। এ অবস্থায় প্রতিষ্ঠানটির পড়াশোনার পরিবেশ নষ্ট হচ্ছে। আট দিন ধরে পাঠদান বন্ধ রয়েছে। প্রতিষ্ঠানটিতে আসছেন না শিক্ষার্থীরা।
৪১ মিনিট আগে