দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় মা ও মেয়ে পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেল দেড় বছর বয়সী শিশু হেদায়েতউল্লাহ। একে একে পরিবারের চার সদস্যের মধ্যে তিনজন চলে গেলেন না ফেরার দেশে। এ সড়ক দুর্ঘটনায় তাদের ঈদ যাত্রা পরিণত হলো শবযাত্রায়।
আজ বুধবার বেলা ১২টার দিকে শিশুটি মারা যায় বলে নিশ্চিত করেছেন দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার মাসুদ আলম। এরপর দুপুরে হাসপাতালের মর্গ থেকে লাশবাহী গাড়িতে করে মা, মেয়ে ও ছেলের মরদেহ নিয়ে চাঁপাইনবাবগঞ্জ গ্রামের বাড়িতে রওনা হয়েছেন নিহতদের স্বজনেরা।
এর আগে ভোর পৌনে ৫টার দিকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের সামনের মহাসড়কে তেলবাহী ট্যাংক লরির ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা বিউটি আক্তার (৩০) ও মেয়ে ফাহিমা আক্তার (১২) নিহত হয়। দেড় বছর বয়সী শিশুপুত্র হেদায়েতউল্লাহ এ সময় গুরুতর আহত হয়ে ওই হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন থাকার পর বেলা ১২টার দিকে শিশুটি যায়।
তবে এ ঘটনায় আহত মোটরসাইকেল চালক ও শিশুটির বাবা মোহাম্মদ হোসেন আশঙ্কা মুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
উল্লেখ্য, বুধবার ভোরে বিরল উপজেলার তেঘরা এলাকা হতে মোটরসাইকেলযোগে মোহাম্মদ হোসেন (৪০) তাঁর স্ত্রী ও দুই সন্তানসহ বের হন। নিজে মোটরসাইকেল চালিয়ে গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার নামো পাঁচটিকরি গ্রামের বাড়িতে ঈদ করার উদ্দেশ্যে রওনা দেন। এ সময় তিনি হাউজিং মোড় পেরিয়ে শিফা ডায়াগনস্টিক সেন্টারের সামনে পৌঁছালে একটি তেলের ট্যাংক লরি পেছন থেকে ধাক্কা দিলে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান তিনি। এতে তাঁর স্ত্রী মোছা. বিউটি (৩০) ও মেয়ে মোছা. ফাহিমা (১২) ঘটনাস্থলেই মারা যায়। এতে গুরুতর আহত হয় তার শিশুপুত্র হেদায়েতউল্লাহ। মোহাম্মদ হোসেন বিরলে তেঘরা দারুল হাদীস সালাফিয়্যাহ মাদ্রাসার প্রধান শিক্ষক হিসেবে কর্মরত আছেন।

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় মা ও মেয়ে পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেল দেড় বছর বয়সী শিশু হেদায়েতউল্লাহ। একে একে পরিবারের চার সদস্যের মধ্যে তিনজন চলে গেলেন না ফেরার দেশে। এ সড়ক দুর্ঘটনায় তাদের ঈদ যাত্রা পরিণত হলো শবযাত্রায়।
আজ বুধবার বেলা ১২টার দিকে শিশুটি মারা যায় বলে নিশ্চিত করেছেন দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার মাসুদ আলম। এরপর দুপুরে হাসপাতালের মর্গ থেকে লাশবাহী গাড়িতে করে মা, মেয়ে ও ছেলের মরদেহ নিয়ে চাঁপাইনবাবগঞ্জ গ্রামের বাড়িতে রওনা হয়েছেন নিহতদের স্বজনেরা।
এর আগে ভোর পৌনে ৫টার দিকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের সামনের মহাসড়কে তেলবাহী ট্যাংক লরির ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা বিউটি আক্তার (৩০) ও মেয়ে ফাহিমা আক্তার (১২) নিহত হয়। দেড় বছর বয়সী শিশুপুত্র হেদায়েতউল্লাহ এ সময় গুরুতর আহত হয়ে ওই হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন থাকার পর বেলা ১২টার দিকে শিশুটি যায়।
তবে এ ঘটনায় আহত মোটরসাইকেল চালক ও শিশুটির বাবা মোহাম্মদ হোসেন আশঙ্কা মুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
উল্লেখ্য, বুধবার ভোরে বিরল উপজেলার তেঘরা এলাকা হতে মোটরসাইকেলযোগে মোহাম্মদ হোসেন (৪০) তাঁর স্ত্রী ও দুই সন্তানসহ বের হন। নিজে মোটরসাইকেল চালিয়ে গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার নামো পাঁচটিকরি গ্রামের বাড়িতে ঈদ করার উদ্দেশ্যে রওনা দেন। এ সময় তিনি হাউজিং মোড় পেরিয়ে শিফা ডায়াগনস্টিক সেন্টারের সামনে পৌঁছালে একটি তেলের ট্যাংক লরি পেছন থেকে ধাক্কা দিলে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান তিনি। এতে তাঁর স্ত্রী মোছা. বিউটি (৩০) ও মেয়ে মোছা. ফাহিমা (১২) ঘটনাস্থলেই মারা যায়। এতে গুরুতর আহত হয় তার শিশুপুত্র হেদায়েতউল্লাহ। মোহাম্মদ হোসেন বিরলে তেঘরা দারুল হাদীস সালাফিয়্যাহ মাদ্রাসার প্রধান শিক্ষক হিসেবে কর্মরত আছেন।

পটুয়াখালীর পায়রা বন্দরে সাড়ে ৬ হাজার কোটি টাকা খরচ করে ড্রেজিং করা হলেও বন্দরটিতে জাহাজ ভিড়তে পারছে না। নাব্যতা-সংকট থাকায় পায়রা বন্দরের জাহাজগুলো ভিড়ছে চট্টগ্রাম বন্দরে। পায়রা বন্দর কর্তৃপক্ষ জানায়, পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র এবং আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড (আরএনপিএল)...
৪ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
৭ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
৭ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে সুগন্ধা ফিলিং স্টেশন এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে পৌরসভার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৬) ও সাইদুল প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিক (১৭)।
৭ ঘণ্টা আগে