প্রতিনিধি, দিনাজপুর

দিনাজপুরে নদীতে নিখোঁজ যুবকের মরদেহ গিয়ে নদীতে ডুবে ফায়ার সার্ভিসের এক ডুবুরির মৃত্যু হয়েছে। আজ শনিবার ভোরে নিখোঁজ হওয়া এক ব্যক্তিকে খুঁজতে গিয়ে পানিতে অসুস্থ হয়ে মারা যান তিনি।
নিহত ডুবুরির নাম আব্দুল মতিন (৪২)। তিনি রংপুর ফায়ার সার্ভিসে ডুবুরি হিসেবে কর্মরত ছিলেন।
এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গতকাল ২৭ আগস্ট শুক্রবার সকালে দিনাজপুরের ঐতিহ্যবাহী কান্তনগর মন্দির হতে শ্রী শ্রী কান্তজিউ বিগ্রহ নৌপথে দিনাজপুর শহরের রাজবাটীর উদ্দেশ্যে রওনা দেয়। পথে ওই দিন দুপুরে কাহারোল উপজেলার ভদ্রবাজার এলাকায় ঢেপা নদীতে বিগ্রহকে দর্শন করতে নেমে কাহারোল উপজেলার ৬ নং রামচন্দ্রপুর ইউনয়নের সুলতানপুর ভেন্ডাবাড়ী এলাকার বিনয় দেব শর্মার ছেলে সুজন দেব শর্মা বুধু নদীর পানিতে তলিয়ে যায়। সারা দিন খোঁজাখুঁজি করে তাঁকে না পাওয়ায় শনিবার ভোর সকালে রংপুর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে নদীতে নশিপুর এলাকায় উদ্ধার কাজ শুরু করে। এ সময় নদীতে ডুব দিলে ডুবুরি আব্দুল মতিন অসুস্থ হয়ে পড়েন। পরে তার সহকর্মীরা তাঁকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। জরুরি বিভাগের চিকিৎসক ডা. মুর্তজা রহমান পরীক্ষা নিরীক্ষা করে ডুবুরি আব্দুল মতিনকে মৃত ঘোষণা করেন।
ডা. মুর্তজা রহমান জানান, হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে।
দিনাজপুর ফায়ার সার্ভিস স্টেশনের সহকারী পরিচালক মো. মঞ্জিল হক বলেন, গত শুক্রবার সন্ধ্যায় কাহারোলে একজন লোক পানিতে ডুবে গেলে তাঁকে উদ্ধারের জন্য রংপুর ফায়ার সার্ভিস থেকে শনিবার ভোরবেলা ডুবুরি এসে উদ্ধার কাজ শুরু করে। এ সময় নিহত আব্দুল মতিন পানির নিচ থেকে ইমার্জেন্সি সংকেত দিলে তাঁর সহকর্মীরা তাঁকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাঁকে মৃত ঘোষণা করেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রংপুরের সহকারী পরিচালক ফরিদ আহাম্মদ চৌধুরী জানান, নিহতের মরদেহ রংপুরে পৌঁছার পর বাদ আসর রংপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী তাঁর মরদেহ দাফনের ব্যবস্থা করা হবে।

দিনাজপুরে নদীতে নিখোঁজ যুবকের মরদেহ গিয়ে নদীতে ডুবে ফায়ার সার্ভিসের এক ডুবুরির মৃত্যু হয়েছে। আজ শনিবার ভোরে নিখোঁজ হওয়া এক ব্যক্তিকে খুঁজতে গিয়ে পানিতে অসুস্থ হয়ে মারা যান তিনি।
নিহত ডুবুরির নাম আব্দুল মতিন (৪২)। তিনি রংপুর ফায়ার সার্ভিসে ডুবুরি হিসেবে কর্মরত ছিলেন।
এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গতকাল ২৭ আগস্ট শুক্রবার সকালে দিনাজপুরের ঐতিহ্যবাহী কান্তনগর মন্দির হতে শ্রী শ্রী কান্তজিউ বিগ্রহ নৌপথে দিনাজপুর শহরের রাজবাটীর উদ্দেশ্যে রওনা দেয়। পথে ওই দিন দুপুরে কাহারোল উপজেলার ভদ্রবাজার এলাকায় ঢেপা নদীতে বিগ্রহকে দর্শন করতে নেমে কাহারোল উপজেলার ৬ নং রামচন্দ্রপুর ইউনয়নের সুলতানপুর ভেন্ডাবাড়ী এলাকার বিনয় দেব শর্মার ছেলে সুজন দেব শর্মা বুধু নদীর পানিতে তলিয়ে যায়। সারা দিন খোঁজাখুঁজি করে তাঁকে না পাওয়ায় শনিবার ভোর সকালে রংপুর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে নদীতে নশিপুর এলাকায় উদ্ধার কাজ শুরু করে। এ সময় নদীতে ডুব দিলে ডুবুরি আব্দুল মতিন অসুস্থ হয়ে পড়েন। পরে তার সহকর্মীরা তাঁকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। জরুরি বিভাগের চিকিৎসক ডা. মুর্তজা রহমান পরীক্ষা নিরীক্ষা করে ডুবুরি আব্দুল মতিনকে মৃত ঘোষণা করেন।
ডা. মুর্তজা রহমান জানান, হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে।
দিনাজপুর ফায়ার সার্ভিস স্টেশনের সহকারী পরিচালক মো. মঞ্জিল হক বলেন, গত শুক্রবার সন্ধ্যায় কাহারোলে একজন লোক পানিতে ডুবে গেলে তাঁকে উদ্ধারের জন্য রংপুর ফায়ার সার্ভিস থেকে শনিবার ভোরবেলা ডুবুরি এসে উদ্ধার কাজ শুরু করে। এ সময় নিহত আব্দুল মতিন পানির নিচ থেকে ইমার্জেন্সি সংকেত দিলে তাঁর সহকর্মীরা তাঁকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাঁকে মৃত ঘোষণা করেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রংপুরের সহকারী পরিচালক ফরিদ আহাম্মদ চৌধুরী জানান, নিহতের মরদেহ রংপুরে পৌঁছার পর বাদ আসর রংপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী তাঁর মরদেহ দাফনের ব্যবস্থা করা হবে।

কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী আমির হামজার বিরুদ্ধে আদালতে মামলা করেছেন এক ছাত্রদল নেতা। রোববার (১৮ জানুয়ারি) দুপুরে কুষ্টিয়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আইনজীবীর মাধ্যমে এই মামলা করা হয়।
২৭ মিনিট আগে
কক্সবাজারের রামুতে জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন ছাত্রদল নেতা ইয়াছির আরাফাত ছোটনের মা রেহেনা আক্তারকে পিটিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
১ ঘণ্টা আগে
ভালুকায় মহাসড়কের পাশে কাগজের কার্টন থেকে এক ছেলে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। আজ রোববার সন্ধ্যার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হাজির বাজার এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
পুরান ঢাকার ভাটিখানা এলাকা থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (১৮ জানুয়ারি) রাতে একটি মেস থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে