দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তকলেজ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকেলে জেলা স্টেডিয়ামে ফাইনাল খেলা শেষে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম।
জেলা প্রশাসক শাকিল আহমেদের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেবাশীষ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম ও জেলা ক্রীড়া কর্মকর্তা মো. আরিফুজ্জামান।
উপস্থিত ছিলেন দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবু বকর সিদ্দিক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদ সরকার, পৌর আওয়ামী লীগের সভাপতি শামীম আলম সরকার বাবু, সাধারণ সম্পাদক এনাম উল্লাহ জ্যামী, কেবিএম কলেজের অধ্যক্ষ মো. জিয়াউল হুদা প্রমুখ।
এ সময় প্রধান অতিথি হুইপ ইকবালুর রহিম বলেন, ‘বাংলাদেশের আর্কিটেক্ট ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর বর্তমানে স্মার্ট বাংলাদেশ তৈরির আর্কিটেক্ট হচ্ছেন তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যিনি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন অদম্য ও অপ্রতিরোধ্য গতিতে। তিনি বিভিন্ন সেক্টরের পাশাপাশি ক্রীড়াঙ্গনে ব্যাপক উন্নয়ন করেছেন।’
এর আগে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয়েছে কাদের বক্স মেমোরিয়াল (কেবিএম) কলেজ। তারা ২-০ গোলে দিনাজপুর সরকারি কলেজকে পরাজিত করে।
উল্লেখ্য, দিনাজপুর জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে টুর্নামেন্টে জেলার আটটি কলেজ অংশ নেয়। কলেজগুলো হচ্ছে-দিনাজপুর সরকারি কলেজ, কাদের বক্স মেমোরিয়াল কলেজ, চেহেলগাজী মহাবিদ্যালয়, আদর্শ মহাবিদ্যালয়, পাঁচবাড়ী মখলেসুর রহমান মহাবিদ্যালয়, ফাসিলাডাঙ্গা কলেজ, শংকরপুর মহাবিদ্যালয় ও গাওসুল আযম কলেজ।

দিনাজপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তকলেজ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকেলে জেলা স্টেডিয়ামে ফাইনাল খেলা শেষে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম।
জেলা প্রশাসক শাকিল আহমেদের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেবাশীষ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম ও জেলা ক্রীড়া কর্মকর্তা মো. আরিফুজ্জামান।
উপস্থিত ছিলেন দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবু বকর সিদ্দিক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদ সরকার, পৌর আওয়ামী লীগের সভাপতি শামীম আলম সরকার বাবু, সাধারণ সম্পাদক এনাম উল্লাহ জ্যামী, কেবিএম কলেজের অধ্যক্ষ মো. জিয়াউল হুদা প্রমুখ।
এ সময় প্রধান অতিথি হুইপ ইকবালুর রহিম বলেন, ‘বাংলাদেশের আর্কিটেক্ট ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর বর্তমানে স্মার্ট বাংলাদেশ তৈরির আর্কিটেক্ট হচ্ছেন তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যিনি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন অদম্য ও অপ্রতিরোধ্য গতিতে। তিনি বিভিন্ন সেক্টরের পাশাপাশি ক্রীড়াঙ্গনে ব্যাপক উন্নয়ন করেছেন।’
এর আগে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয়েছে কাদের বক্স মেমোরিয়াল (কেবিএম) কলেজ। তারা ২-০ গোলে দিনাজপুর সরকারি কলেজকে পরাজিত করে।
উল্লেখ্য, দিনাজপুর জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে টুর্নামেন্টে জেলার আটটি কলেজ অংশ নেয়। কলেজগুলো হচ্ছে-দিনাজপুর সরকারি কলেজ, কাদের বক্স মেমোরিয়াল কলেজ, চেহেলগাজী মহাবিদ্যালয়, আদর্শ মহাবিদ্যালয়, পাঁচবাড়ী মখলেসুর রহমান মহাবিদ্যালয়, ফাসিলাডাঙ্গা কলেজ, শংকরপুর মহাবিদ্যালয় ও গাওসুল আযম কলেজ।

দারিদ্র্য যেখানে নিত্যসঙ্গী, সেখানে নতুন ফসল হয়ে উঠেছে মুক্তির পথ। বাগেরহাটের ফকিরহাট উপজেলার হাজেরা বেগম (৪৫) ব্রকলি চাষ করে প্রমাণ করেছেন—সঠিক পরামর্শ ও সহায়তা পেলে গ্রামীণ নারীরাও লাভজনক কৃষিতে সফল হতে পারেন।
৫ ঘণ্টা আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ আলম মণ্ডল দীর্ঘদিন ধরে পরিষদে অনুপস্থিত থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন ইউনিয়নের সাধারণ মানুষ। জন্মনিবন্ধন, নাগরিক সনদসহ নিত্যপ্রয়োজনীয় সেবা নিতে এসে দিনের পর দিন ঘুরে ফিরছেন সেবাপ্রত্যাশীরা।
৫ ঘণ্টা আগে
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝিনাই নদের ওপর ১৭ কোটি টাকা বরাদ্দে নবনির্মিত পিসি গার্ডার সেতুটি যানবাহন পারাপারে কাজে আসছে না। সেতুর উভয় পাড়ে সংযোগ সড়ক পাকা না করে কাজ ফেলে রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এ ছাড়া সেতুর উভয় অংশে ১২০ মিটার নালা ও নদীভাঙন থেকে রক্ষায় ব্লক স্থাপন করা হয়নি। এতে সড়কটি দিয়ে প্রতি
৫ ঘণ্টা আগে
বাংলাদেশের ওষুধশিল্প বর্তমানে গভীর সংকটের মুখে। গুটিকয়েক বড় প্রতিষ্ঠানের বাইরে দেশের প্রায় ৬০ শতাংশ ওষুধ কোম্পানি রুগ্ণ অবস্থায় রয়েছে। এর মধ্যে প্রায় ৪০ শতাংশ ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে বা বন্ধ হওয়ার পথে। নীতিসহায়তা ও বাস্তবভিত্তিক সিদ্ধান্ত না এলে দেশের ওষুধে স্বয়ংসম্পূর্ণতা মারাত্মক ঝুঁকিতে পড়বে বলে
৬ ঘণ্টা আগে