দিনাজপুর প্রতিনিধি

ভালোবাসার টানে দেশ-কালের সীমাবদ্ধতা পার করে এর আগেও অনেক বিদেশি তরুণ-তরুণী এ দেশে এসেছেন। তেমনি এবার ভালোবাসার মানুষটিকে পেতে বাংলাদেশে আসেন অস্ট্রিয়ান যুবক অ্যান্ড্রিয়ান বারিসো নীরা। গত মঙ্গলবার রাতে দিনাজপুর শহরের একটি রেস্টুরেন্টে প্রেমিকা রুম্পাকে মুসলিম ধর্মমতে বিয়ে করেন মুসলিম যুবক অ্যাড্রিয়ান।
এর আগে গত রোববার (৭ আগস্ট) বাংলাদেশে আসেন তিনি। পরদিন সোমবার ঢাকা থেকে যান দিনাজপুরে। বাংলাদেশি তরুণী নুসরাত জাহান রুম্পা দিনাজপুরের উপশহর এলাকার আব্দুর রাজ্জাকের মেয়ে। অ্যাড্রিয়ানের জন্ম কিউবায় হলেও তিনি গত ২০ বছর যাবৎ অস্ট্রিয়ায় থাকেন।
জানা গেছে, ২০১৯ সালে অ্যাড্রিয়ানের সঙ্গে আমেরিকায় দেখা হয় বাংলাদেশি তরুণী নুসরাত জাহান রুম্পার। সেখানে তাঁদের কথা হয়। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের নিয়মিত কথাবার্তা হতো। এরপর দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। দুই পরিবারের কথাবার্তার মাধ্যমে তাঁরা ২০২০ সালে বিয়ের জন্য সম্মত হন। তবে করোনা মহামারির কারণে তখন সম্ভব হয়নি। অবশেষে সেই বিয়ে সম্পন্ন হয়েছে গত মঙ্গলবার। জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে বাঙালি আমেজে, ধর্মীয় রীতি মেনে বিয়ের কাজ সম্পন্ন হয়েছে।
এদিকে সবার কাছে দোয়া চেয়ে রুম্পা বলেন, ‘অ্যাড্রিয়ান অনেক ভালো মানুষ। সে মুসলিম এবং পেশায় প্রকৌশলী। আমাদের জন্য দোয়া করবেন। যেন সারা জীবন এভাবে একসঙ্গে থাকতে পারি।’ অল্প কিছুদিনের মধ্যে স্বামীর সঙ্গে অস্ট্রিয়ায় চলে যাবেন রুম্পা। সেখানেই তিনি তাঁর সঙ্গে সংসার শুরু করবেন বলে জানিয়েছেন।
এ বিষয়ে অ্যাড্রিয়ান বারিসো বলেন, ‘রুম্পার সঙ্গে পরিচয় ২০১৯ সালে। প্রায় চার বছর ধরে আমাদের যোগাযোগ আছে। আমি দ্রুত স্ত্রীকে আমার দেশে নিয়ে যেতে চাই।’
বাংলাদেশের প্রকৃতি ও মানুষ নিয়ে বেশ উচ্ছ্বসিত অ্যাড্রিয়ান। তিনি বলেন, বাংলাদেশের সবুজ প্রকৃতি ও মানুষ খুব ভালো লেগেছে তাঁর।

ভালোবাসার টানে দেশ-কালের সীমাবদ্ধতা পার করে এর আগেও অনেক বিদেশি তরুণ-তরুণী এ দেশে এসেছেন। তেমনি এবার ভালোবাসার মানুষটিকে পেতে বাংলাদেশে আসেন অস্ট্রিয়ান যুবক অ্যান্ড্রিয়ান বারিসো নীরা। গত মঙ্গলবার রাতে দিনাজপুর শহরের একটি রেস্টুরেন্টে প্রেমিকা রুম্পাকে মুসলিম ধর্মমতে বিয়ে করেন মুসলিম যুবক অ্যাড্রিয়ান।
এর আগে গত রোববার (৭ আগস্ট) বাংলাদেশে আসেন তিনি। পরদিন সোমবার ঢাকা থেকে যান দিনাজপুরে। বাংলাদেশি তরুণী নুসরাত জাহান রুম্পা দিনাজপুরের উপশহর এলাকার আব্দুর রাজ্জাকের মেয়ে। অ্যাড্রিয়ানের জন্ম কিউবায় হলেও তিনি গত ২০ বছর যাবৎ অস্ট্রিয়ায় থাকেন।
জানা গেছে, ২০১৯ সালে অ্যাড্রিয়ানের সঙ্গে আমেরিকায় দেখা হয় বাংলাদেশি তরুণী নুসরাত জাহান রুম্পার। সেখানে তাঁদের কথা হয়। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের নিয়মিত কথাবার্তা হতো। এরপর দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। দুই পরিবারের কথাবার্তার মাধ্যমে তাঁরা ২০২০ সালে বিয়ের জন্য সম্মত হন। তবে করোনা মহামারির কারণে তখন সম্ভব হয়নি। অবশেষে সেই বিয়ে সম্পন্ন হয়েছে গত মঙ্গলবার। জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে বাঙালি আমেজে, ধর্মীয় রীতি মেনে বিয়ের কাজ সম্পন্ন হয়েছে।
এদিকে সবার কাছে দোয়া চেয়ে রুম্পা বলেন, ‘অ্যাড্রিয়ান অনেক ভালো মানুষ। সে মুসলিম এবং পেশায় প্রকৌশলী। আমাদের জন্য দোয়া করবেন। যেন সারা জীবন এভাবে একসঙ্গে থাকতে পারি।’ অল্প কিছুদিনের মধ্যে স্বামীর সঙ্গে অস্ট্রিয়ায় চলে যাবেন রুম্পা। সেখানেই তিনি তাঁর সঙ্গে সংসার শুরু করবেন বলে জানিয়েছেন।
এ বিষয়ে অ্যাড্রিয়ান বারিসো বলেন, ‘রুম্পার সঙ্গে পরিচয় ২০১৯ সালে। প্রায় চার বছর ধরে আমাদের যোগাযোগ আছে। আমি দ্রুত স্ত্রীকে আমার দেশে নিয়ে যেতে চাই।’
বাংলাদেশের প্রকৃতি ও মানুষ নিয়ে বেশ উচ্ছ্বসিত অ্যাড্রিয়ান। তিনি বলেন, বাংলাদেশের সবুজ প্রকৃতি ও মানুষ খুব ভালো লেগেছে তাঁর।

চট্টগ্রামের আনোয়ারায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস ফলের দোকানে ঢুকে পড়ে। এতে অল্পের জন্য রক্ষা পান দোকানি। তবে বাসের ধাক্কায় গুঁড়িয়ে গেছে ওই ফলের দোকানটি। বাসের ধাক্কায় একটি অটোরিকশাও ক্ষতিগ্রস্ত হয়। রোববার (১১ জানুয়ারি) বেলা ৩টার দিকে উপজেলার বরুমচড়া রাস্তার মাথা এলাকায় এই ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
বিতণ্ডার কিছুক্ষণ পর ফাহিমা গোসলের জন্য ঘরে প্রবেশ করলে সাইদ সিয়াম তাঁর চার-পাঁচজন সহযোগীকে নিয়ে ধারালো অস্ত্রসহ ফাহিমার ওপর হামলা চালান। এতে তিনি গুরুতর আহত হন। ফাহিমার চিৎকারে তাঁর চাচা আবু তাহের, চাচাতো ভাই ইকবাল হোসেন এবং বোনের জামাই শাহজালাল এগিয়ে এলে হামলাকারীরা তাঁদেরও কুপিয়ে জখম করেন।
১ ঘণ্টা আগে
‘অনেকগুলো বিষয় আছে, যেগুলো আমরা খতিয়ে দেখছি। এর মধ্যে এই বিষয়টিও রয়েছে। কিছুদিন আগে ভিকটিম একটা মানববন্ধন করেছিলেন চাঁদাবাজির বিরুদ্ধে। সেখানে মারামারি হয়েছিল। সে ঘটনায় মামলা হয়েছে। তা ছাড়া তিনি উদীয়মান জনপ্রিয় নেতা। এই বিষয়গুলো আমরা খতিয়ে দেখছি।’
১ ঘণ্টা আগে
গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন তেতুইবাড়ী এলাকায় একটি পোশাক কারখানায় কাজ বন্ধ করে হামলা, ভাঙচুর ও কর্তৃপক্ষকে অবরুদ্ধ করার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার (১০ জানুয়ারি) রাতে বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগে