দিনাজপুর প্রতিনিধি

ভালোবাসার টানে দেশ-কালের সীমাবদ্ধতা পার করে এর আগেও অনেক বিদেশি তরুণ-তরুণী এ দেশে এসেছেন। তেমনি এবার ভালোবাসার মানুষটিকে পেতে বাংলাদেশে আসেন অস্ট্রিয়ান যুবক অ্যান্ড্রিয়ান বারিসো নীরা। গত মঙ্গলবার রাতে দিনাজপুর শহরের একটি রেস্টুরেন্টে প্রেমিকা রুম্পাকে মুসলিম ধর্মমতে বিয়ে করেন মুসলিম যুবক অ্যাড্রিয়ান।
এর আগে গত রোববার (৭ আগস্ট) বাংলাদেশে আসেন তিনি। পরদিন সোমবার ঢাকা থেকে যান দিনাজপুরে। বাংলাদেশি তরুণী নুসরাত জাহান রুম্পা দিনাজপুরের উপশহর এলাকার আব্দুর রাজ্জাকের মেয়ে। অ্যাড্রিয়ানের জন্ম কিউবায় হলেও তিনি গত ২০ বছর যাবৎ অস্ট্রিয়ায় থাকেন।
জানা গেছে, ২০১৯ সালে অ্যাড্রিয়ানের সঙ্গে আমেরিকায় দেখা হয় বাংলাদেশি তরুণী নুসরাত জাহান রুম্পার। সেখানে তাঁদের কথা হয়। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের নিয়মিত কথাবার্তা হতো। এরপর দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। দুই পরিবারের কথাবার্তার মাধ্যমে তাঁরা ২০২০ সালে বিয়ের জন্য সম্মত হন। তবে করোনা মহামারির কারণে তখন সম্ভব হয়নি। অবশেষে সেই বিয়ে সম্পন্ন হয়েছে গত মঙ্গলবার। জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে বাঙালি আমেজে, ধর্মীয় রীতি মেনে বিয়ের কাজ সম্পন্ন হয়েছে।
এদিকে সবার কাছে দোয়া চেয়ে রুম্পা বলেন, ‘অ্যাড্রিয়ান অনেক ভালো মানুষ। সে মুসলিম এবং পেশায় প্রকৌশলী। আমাদের জন্য দোয়া করবেন। যেন সারা জীবন এভাবে একসঙ্গে থাকতে পারি।’ অল্প কিছুদিনের মধ্যে স্বামীর সঙ্গে অস্ট্রিয়ায় চলে যাবেন রুম্পা। সেখানেই তিনি তাঁর সঙ্গে সংসার শুরু করবেন বলে জানিয়েছেন।
এ বিষয়ে অ্যাড্রিয়ান বারিসো বলেন, ‘রুম্পার সঙ্গে পরিচয় ২০১৯ সালে। প্রায় চার বছর ধরে আমাদের যোগাযোগ আছে। আমি দ্রুত স্ত্রীকে আমার দেশে নিয়ে যেতে চাই।’
বাংলাদেশের প্রকৃতি ও মানুষ নিয়ে বেশ উচ্ছ্বসিত অ্যাড্রিয়ান। তিনি বলেন, বাংলাদেশের সবুজ প্রকৃতি ও মানুষ খুব ভালো লেগেছে তাঁর।

ভালোবাসার টানে দেশ-কালের সীমাবদ্ধতা পার করে এর আগেও অনেক বিদেশি তরুণ-তরুণী এ দেশে এসেছেন। তেমনি এবার ভালোবাসার মানুষটিকে পেতে বাংলাদেশে আসেন অস্ট্রিয়ান যুবক অ্যান্ড্রিয়ান বারিসো নীরা। গত মঙ্গলবার রাতে দিনাজপুর শহরের একটি রেস্টুরেন্টে প্রেমিকা রুম্পাকে মুসলিম ধর্মমতে বিয়ে করেন মুসলিম যুবক অ্যাড্রিয়ান।
এর আগে গত রোববার (৭ আগস্ট) বাংলাদেশে আসেন তিনি। পরদিন সোমবার ঢাকা থেকে যান দিনাজপুরে। বাংলাদেশি তরুণী নুসরাত জাহান রুম্পা দিনাজপুরের উপশহর এলাকার আব্দুর রাজ্জাকের মেয়ে। অ্যাড্রিয়ানের জন্ম কিউবায় হলেও তিনি গত ২০ বছর যাবৎ অস্ট্রিয়ায় থাকেন।
জানা গেছে, ২০১৯ সালে অ্যাড্রিয়ানের সঙ্গে আমেরিকায় দেখা হয় বাংলাদেশি তরুণী নুসরাত জাহান রুম্পার। সেখানে তাঁদের কথা হয়। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের নিয়মিত কথাবার্তা হতো। এরপর দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। দুই পরিবারের কথাবার্তার মাধ্যমে তাঁরা ২০২০ সালে বিয়ের জন্য সম্মত হন। তবে করোনা মহামারির কারণে তখন সম্ভব হয়নি। অবশেষে সেই বিয়ে সম্পন্ন হয়েছে গত মঙ্গলবার। জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে বাঙালি আমেজে, ধর্মীয় রীতি মেনে বিয়ের কাজ সম্পন্ন হয়েছে।
এদিকে সবার কাছে দোয়া চেয়ে রুম্পা বলেন, ‘অ্যাড্রিয়ান অনেক ভালো মানুষ। সে মুসলিম এবং পেশায় প্রকৌশলী। আমাদের জন্য দোয়া করবেন। যেন সারা জীবন এভাবে একসঙ্গে থাকতে পারি।’ অল্প কিছুদিনের মধ্যে স্বামীর সঙ্গে অস্ট্রিয়ায় চলে যাবেন রুম্পা। সেখানেই তিনি তাঁর সঙ্গে সংসার শুরু করবেন বলে জানিয়েছেন।
এ বিষয়ে অ্যাড্রিয়ান বারিসো বলেন, ‘রুম্পার সঙ্গে পরিচয় ২০১৯ সালে। প্রায় চার বছর ধরে আমাদের যোগাযোগ আছে। আমি দ্রুত স্ত্রীকে আমার দেশে নিয়ে যেতে চাই।’
বাংলাদেশের প্রকৃতি ও মানুষ নিয়ে বেশ উচ্ছ্বসিত অ্যাড্রিয়ান। তিনি বলেন, বাংলাদেশের সবুজ প্রকৃতি ও মানুষ খুব ভালো লেগেছে তাঁর।

পটুয়াখালীর পায়রা বন্দরে সাড়ে ৬ হাজার কোটি টাকা খরচ করে ড্রেজিং করা হলেও বন্দরটিতে জাহাজ ভিড়তে পারছে না। নাব্যতা-সংকট থাকায় পায়রা বন্দরের জাহাজগুলো ভিড়ছে চট্টগ্রাম বন্দরে। পায়রা বন্দর কর্তৃপক্ষ জানায়, পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র এবং আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড (আরএনপিএল)...
২ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
৫ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
৫ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে সুগন্ধা ফিলিং স্টেশন এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে পৌরসভার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৬) ও সাইদুল প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিক (১৭)।
৫ ঘণ্টা আগে