Ajker Patrika

দিনাজপুর সীমান্তে দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

দিনাজপুর প্রতিনিধি
আপডেট : ০২ মে ২০২৫, ১৭: ৫০
দিনাজপুর সীমান্তে দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ
আটক দুই ভারতীয় নাগরিক। ছবি: সংগৃহীত

দিনাজপুরের বিরল সীমান্ত থেকে দুই বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ ঘটনার জেরে দুই ভারতীয় নাগরিককে আটক করে বিজিবির হেফাজতে দিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুর ইসলাম।

আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে জেলার বিরল উপজেলার ধর্মপুর ইউনিয়নের ধর্মজৈন বিওপি ক্যাম্পের মল্লিকপুর কারুলিয়াপাড়ার ৩২০/৯ এস পিলারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছিল।

বিএসএফ কর্তৃক ধরে নিয়ে যাওয়া বাংলাদেশিরা হলেন ধর্মজৈন এলাকার বাসিন্দা এনামুল হক (৪৫) ও বনগাঁও এলাকার মো. মাসুদ রানা (২২)। অন্যদিকে বিজিবির হেফাজতে থাকা ভারতীয় নাগরিকেরা হলেন অবিনাশ (২০) ও ক্ষিতিস (৩০)।

ধর্মপুর ইউনিয়নের চেয়ারম্যান নূর ইসলাম বলেন, ‘দুপুরে সীমান্ত থেকে দুজনকে বিএসএফ ধরে নিয়ে যায়। পরে গ্রামবাসী ক্ষুব্ধ হয়ে দুজন ভারতীয়কে ধরে আনেন। বিষয়টি নিয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে দুই দফা কথা হয়েছে। তাদের হস্তান্তরের বিষয়টি নিয়ে বিএসএফ আশ্বাস দিয়েছে বলে জানতে পেরেছি।’

বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সবুর আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাটি শুনেছি। এ বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানি না। সেখানে পুলিশের একটি দল পাঠানো হয়েছে।’

তবে এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে এখনো কিছু জানানো হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

প্রার্থিতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট

দুই ক্যাটাগরির ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশে বাংলাদেশিদের ১৫ হাজার ডলারের বন্ড দিতেই হবে, জানাল দূতাবাস

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

প্রশাসনে রদবদল হয়েছে লটারির মাধ্যমে, পক্ষপাতের সুযোগ নেই— এনসিপিকে প্রধান উপদেষ্টা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত