Ajker Patrika

দিনাজপুরে আবার করোনা, দুজন শনাক্ত

দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরে আবার করোনা, দুজন শনাক্ত

দিনাজপুরে আবারও করোনাভাইরাস ছড়িয়ে পড়ার তথ্য পাওয়া গেছে। আজ মঙ্গলবার (২৪ জুন) দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে অ্যান্টিজেন টেস্টে দুজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

দিনাজপুর সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যানবিদ মাহফুজুর রহমান জানান, দিনাজপুরে দুজন রোগীর করোনা শনাক্ত হয়েছে। তাঁদের দুজনকেই নিজ আবাসস্থলে আইসোলোশনে রাখা হয়েছে।

দিনাজপুরের সিভিল সার্জন মো: আসিফ ফেরদৌস আজকের পত্রিকাকে বলেন, ‘আজকে দুজন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ বিষয়ে আমরা পূর্ণ প্রস্তুতি নিয়ে রেখেছি। দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে করোনা শনাক্তের কিট সরবরাহ রয়েছে। আমরা জনগণকে আগের ন্যায় মাস্ক পরিধান, হাত ধোয়া ও নিরাপদ দূরত্ব মানার জন্য বলছি। সেই সঙ্গে বিষয়টি নিয়ে ইতিমধ্যে জেলা প্রশাসনের সঙ্গে মিটিং করে প্রশাসনের সব পর্যায়ে পদক্ষেপ নেওয়ার জন্য নির্দেশনা দেওয়ার বিষয়টিও আলোচনা করা হয়েছে।’

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মো. ফজলুর রহমান বলেন, ‘দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে এর আগে করোনা রোগীদের চিকিৎসা দেওয়া হয়েছে। আমরা সব প্রস্তুতি নিয়ে রেখেছি। আইসোলেশন বেডও প্রস্তুত রাখা আছে। যদি কেউ বেশি অসুস্থ হয়ে পড়ে, তাহলে তার চিকিৎসায় যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...