ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

বন্ধুদের সঙ্গে নদীতে গোসলে নেমে রিজভি আহম্মেদ রাহাত (১৬) নামের দশম শ্রেণির এক শিক্ষার্থীর পানিতে ডুবে মৃত্যু হয়েছে। আজ সোমবার বেলা দেড়টায় দিনাজপুরের ফুলবাড়ী পৌর এলাকার চাঁদাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
রিজভি আহম্মেদ রাহাত ফুলবাড়ী পৌর শহরের কাঁটাবাড়ী গ্রামের হোমিও চিকিৎসক রজব আলীর ছেলে। সে সুজাপুর মডেল সরকারি উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত রাহাত ও তার সহপাঠী নিরব, সৌমিক, শেখ সাদী সিজান, মাহাতাব মিলে চাঁদপাড়া এলাকায় বেড়াতে যায়। এ সময় গ্রামের পাশ দিয়ে প্রবাহিত যমুনার একটি শাখানদীতে তারা গোসল করতে নামে। একপর্যায়ে সহপাঠীরা উঠে এলেও রাহাতকে নদীর পানিতে দেখতে না পেয়ে চিৎকার করে এবং তাকে খুঁজতে থাকে। এলাকাবাসী বিষয়টি জানতে পেরে তাঁরাও নদীতে নেমে তাকে খুঁজতে থাকেন।
এদিকে খবর পেয়ে ফুলবাড়ী ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহযোগিতায় উদ্ধার তৎপরতা চালায়। দীর্ঘ দুই ঘণ্টা প্রচেষ্টার পর বেলা সাড়ে ৩টায় স্থানীয় লোকজন রাহাতে মরদেহ উদ্ধার করেন। পরে পুলিশ এসে রাহাতের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করে।
ফায়ার সার্ভিসের ফুলবাড়ী স্টেশনমাস্টার মেহেদি হাসান বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতা চালিয়ে ব্যর্থ হয়ে রংপুর ডুবুরি দলকে খবর দিই। এরই মধ্যে স্থানীয়রা রাহাতের মরদেহ উদ্ধার করে।’
এ বিষয়ে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, ‘মরদেহ উদ্ধারের পর সুরতহাল করা হয়েছে। এ বিষয়ে কারও কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।’

বন্ধুদের সঙ্গে নদীতে গোসলে নেমে রিজভি আহম্মেদ রাহাত (১৬) নামের দশম শ্রেণির এক শিক্ষার্থীর পানিতে ডুবে মৃত্যু হয়েছে। আজ সোমবার বেলা দেড়টায় দিনাজপুরের ফুলবাড়ী পৌর এলাকার চাঁদাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
রিজভি আহম্মেদ রাহাত ফুলবাড়ী পৌর শহরের কাঁটাবাড়ী গ্রামের হোমিও চিকিৎসক রজব আলীর ছেলে। সে সুজাপুর মডেল সরকারি উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত রাহাত ও তার সহপাঠী নিরব, সৌমিক, শেখ সাদী সিজান, মাহাতাব মিলে চাঁদপাড়া এলাকায় বেড়াতে যায়। এ সময় গ্রামের পাশ দিয়ে প্রবাহিত যমুনার একটি শাখানদীতে তারা গোসল করতে নামে। একপর্যায়ে সহপাঠীরা উঠে এলেও রাহাতকে নদীর পানিতে দেখতে না পেয়ে চিৎকার করে এবং তাকে খুঁজতে থাকে। এলাকাবাসী বিষয়টি জানতে পেরে তাঁরাও নদীতে নেমে তাকে খুঁজতে থাকেন।
এদিকে খবর পেয়ে ফুলবাড়ী ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহযোগিতায় উদ্ধার তৎপরতা চালায়। দীর্ঘ দুই ঘণ্টা প্রচেষ্টার পর বেলা সাড়ে ৩টায় স্থানীয় লোকজন রাহাতে মরদেহ উদ্ধার করেন। পরে পুলিশ এসে রাহাতের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করে।
ফায়ার সার্ভিসের ফুলবাড়ী স্টেশনমাস্টার মেহেদি হাসান বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতা চালিয়ে ব্যর্থ হয়ে রংপুর ডুবুরি দলকে খবর দিই। এরই মধ্যে স্থানীয়রা রাহাতের মরদেহ উদ্ধার করে।’
এ বিষয়ে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, ‘মরদেহ উদ্ধারের পর সুরতহাল করা হয়েছে। এ বিষয়ে কারও কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।’

দারিদ্র্য যেখানে নিত্যসঙ্গী, সেখানে নতুন ফসল হয়ে উঠেছে মুক্তির পথ। বাগেরহাটের ফকিরহাট উপজেলার হাজেরা বেগম (৪৫) ব্রকলি চাষ করে প্রমাণ করেছেন—সঠিক পরামর্শ ও সহায়তা পেলে গ্রামীণ নারীরাও লাভজনক কৃষিতে সফল হতে পারেন।
৪ ঘণ্টা আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ আলম মণ্ডল দীর্ঘদিন ধরে পরিষদে অনুপস্থিত থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন ইউনিয়নের সাধারণ মানুষ। জন্মনিবন্ধন, নাগরিক সনদসহ নিত্যপ্রয়োজনীয় সেবা নিতে এসে দিনের পর দিন ঘুরে ফিরছেন সেবাপ্রত্যাশীরা।
৪ ঘণ্টা আগে
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝিনাই নদের ওপর ১৭ কোটি টাকা বরাদ্দে নবনির্মিত পিসি গার্ডার সেতুটি যানবাহন পারাপারে কাজে আসছে না। সেতুর উভয় পাড়ে সংযোগ সড়ক পাকা না করে কাজ ফেলে রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এ ছাড়া সেতুর উভয় অংশে ১২০ মিটার নালা ও নদীভাঙন থেকে রক্ষায় ব্লক স্থাপন করা হয়নি। এতে সড়কটি দিয়ে প্রতি
৪ ঘণ্টা আগে
বাংলাদেশের ওষুধশিল্প বর্তমানে গভীর সংকটের মুখে। গুটিকয়েক বড় প্রতিষ্ঠানের বাইরে দেশের প্রায় ৬০ শতাংশ ওষুধ কোম্পানি রুগ্ণ অবস্থায় রয়েছে। এর মধ্যে প্রায় ৪০ শতাংশ ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে বা বন্ধ হওয়ার পথে। নীতিসহায়তা ও বাস্তবভিত্তিক সিদ্ধান্ত না এলে দেশের ওষুধে স্বয়ংসম্পূর্ণতা মারাত্মক ঝুঁকিতে পড়বে বলে
৪ ঘণ্টা আগে