ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে সংস্কারকাজ শুরু করেছে দিনাজপুর সড়ক ও জনপথ কর্তৃপক্ষ। আজ বুধবার সকাল থেকে এ কাজ শুরু হয়।
এর আগে গত রোববার দুপুরে দিনাজপুর দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক আতাউর রহমান সরকারের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ তদন্তে আসে। গত ২৩ মার্চ দৈনিক আজকের পত্রিকায় “মহাসড়কজুড়ে ‘আলপথ’, ঝুঁকি নিয়ে চলছে গাড়ি” শিরোনামে এ–সংক্রান্ত একটি সংবাদ প্রকাশিত হয়।
সরেজমিনে দেখা গেছে, আজ দুপুরে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন স্থান দেবে গিয়ে সৃষ্টি হওয়া উঁচু জায়গাগুলো একটি মেশিন দিয়ে ভেঙে সমান করে নতুন করে সেগুলোতে পিচ ঢালাই দেওয়া হচ্ছে। এসব কাজ করছেন সড়ক ও জনপথের শ্রমিকেরা।
সংস্কার টিমের সঙ্গে আসা দিনাজপুর সড়ক ও জনপদের উপসহকারী প্রকৌশলী তরিকুল ইসলাম বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের যেসব স্থানে সমস্যা দেখা দিয়েছে, তা সংস্কার করা হচ্ছে। আমরা বর্তমানে বিরামপুর অংশে কাজ করছি। পর্যায়ক্রমে পুরো সড়কের সমস্যাগুলোর সংস্কারকাজ করব।’
দিনাজপুর সড়ক ও জনপথের উপবিভাগীয় প্রকৌশলী (ফুলবাড়ী সড়ক উপবিভাগ ও দিনাজপুর সড়ক উপবিভাগ) আমানুল্লাহ আমান বলেন, যেহেতু সড়কটির নির্মাণকাজ শেষে হওয়ার পর ঠিকাদারি প্রতিষ্ঠানের মেয়াদ শেষ হয়েছে, তাই সড়কের যে স্থানগুলোতে সমস্যা হয়েছে, সেখানে রিপেয়ার কাজ শুরু করা হয়েছে। যাতে নির্বিঘ্নে যানবাহন চলাচল করতে পারে, সেদিক লক্ষ্য রেখে দিনাজপুর-গোবিন্দগঞ্জ পর্যন্ত যেসব স্থানে সমস্যা রয়েছে, পর্যায়ক্রমে সেই জায়গাগুলোতে সংস্কার করা হবে।
উল্লেখ্য, চার বছর আগে ৮৮২ কোটি টাকা ব্যয়ে ১০৬ কিলোমিটার দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের নির্মাণকাজ শুরু করে সড়ক ও জনপথ (সওজ)। আঞ্চলিক মহাসড়কটি সংস্কার ও প্রশস্তকরণের চার বছর যেতে না যেতেই সড়কের বিভিন্ন স্থান দেবে যায়।

দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে সংস্কারকাজ শুরু করেছে দিনাজপুর সড়ক ও জনপথ কর্তৃপক্ষ। আজ বুধবার সকাল থেকে এ কাজ শুরু হয়।
এর আগে গত রোববার দুপুরে দিনাজপুর দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক আতাউর রহমান সরকারের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ তদন্তে আসে। গত ২৩ মার্চ দৈনিক আজকের পত্রিকায় “মহাসড়কজুড়ে ‘আলপথ’, ঝুঁকি নিয়ে চলছে গাড়ি” শিরোনামে এ–সংক্রান্ত একটি সংবাদ প্রকাশিত হয়।
সরেজমিনে দেখা গেছে, আজ দুপুরে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন স্থান দেবে গিয়ে সৃষ্টি হওয়া উঁচু জায়গাগুলো একটি মেশিন দিয়ে ভেঙে সমান করে নতুন করে সেগুলোতে পিচ ঢালাই দেওয়া হচ্ছে। এসব কাজ করছেন সড়ক ও জনপথের শ্রমিকেরা।
সংস্কার টিমের সঙ্গে আসা দিনাজপুর সড়ক ও জনপদের উপসহকারী প্রকৌশলী তরিকুল ইসলাম বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের যেসব স্থানে সমস্যা দেখা দিয়েছে, তা সংস্কার করা হচ্ছে। আমরা বর্তমানে বিরামপুর অংশে কাজ করছি। পর্যায়ক্রমে পুরো সড়কের সমস্যাগুলোর সংস্কারকাজ করব।’
দিনাজপুর সড়ক ও জনপথের উপবিভাগীয় প্রকৌশলী (ফুলবাড়ী সড়ক উপবিভাগ ও দিনাজপুর সড়ক উপবিভাগ) আমানুল্লাহ আমান বলেন, যেহেতু সড়কটির নির্মাণকাজ শেষে হওয়ার পর ঠিকাদারি প্রতিষ্ঠানের মেয়াদ শেষ হয়েছে, তাই সড়কের যে স্থানগুলোতে সমস্যা হয়েছে, সেখানে রিপেয়ার কাজ শুরু করা হয়েছে। যাতে নির্বিঘ্নে যানবাহন চলাচল করতে পারে, সেদিক লক্ষ্য রেখে দিনাজপুর-গোবিন্দগঞ্জ পর্যন্ত যেসব স্থানে সমস্যা রয়েছে, পর্যায়ক্রমে সেই জায়গাগুলোতে সংস্কার করা হবে।
উল্লেখ্য, চার বছর আগে ৮৮২ কোটি টাকা ব্যয়ে ১০৬ কিলোমিটার দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের নির্মাণকাজ শুরু করে সড়ক ও জনপথ (সওজ)। আঞ্চলিক মহাসড়কটি সংস্কার ও প্রশস্তকরণের চার বছর যেতে না যেতেই সড়কের বিভিন্ন স্থান দেবে যায়।

গাইবান্ধা জেলা ছাত্রলীগের সভাপতি আসিফ সরকারকে গ্রেপ্তার করেছেন জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। বুধবার (১৪ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে পৌর শহরের কলেজপাড়া এলাকায় নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৩ মিনিট আগে
ঢাকা শহরের পানি ব্যবস্থাপনায় আধুনিকতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে ‘স্মার্ট ওয়াটার ম্যানেজমেন্ট’ ব্যবস্থার অংশ হিসেবে স্মার্ট মিটার সিস্টেম পাইলট প্রকল্পের যাত্রা শুরু হয়েছে। আজ বুধবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে ওয়াসা ভবনের বুড়িগঙ্গা মাল্টিপারপাস হলে আয়োজিত এক অনুষ্ঠানে এই প্রকল্পের উদ্বোধন
২৭ মিনিট আগে
পাবনার ঈশ্বরদীতে বস্তায় ভরে পানিতে ফেলে আটটি কুকুরছানা হত্যার দেড় মাসের মধ্যে এবার পাবনা শহরে তিনটি কুকুরকে বিষপ্রয়োগে হত্যার অভিযোগ উঠেছে। পাবনা পৌর শহরের কাচারীপাড়ার কদমতলা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি বলে অভিযোগ ভুক্তভোগী কুকুরমালিকের।
৩১ মিনিট আগে
গভীর রাতে মোটরসাইকেল চালিয়ে গন্তব্যে যাচ্ছিলেন রাইড শেয়ারিং সেবার চালক ওজিয়ার রহমান (৩৬)। হঠাৎ তাঁর গতি রোধ করে সামনে দাঁড়ান শহীদুল ইসলাম খোকন (৪৫)। তিনি ওজিয়ারের কাছে দাবি করেন—৫০০ টাকা দিতে হবে, ইয়াবা সেবন করবেন। কিন্তু তাতে অসম্মতি জানিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগের চেষ্টা করেন চালক ওজিয়ার।
৪০ মিনিট আগে