নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

চারপাশে সবুজ বনে ঘেরা। এর মধ্যে অথই বিলের পানি। বিলের ওপর দিয়ে চলে গেছে আঁকাবাঁকা কাঠের একটি সেতু। টানা বর্ষণে সেতুর ওপর হাঁটু পানি। ডুবে যাওয়া সেতুটি দেখতে নৌকা নিয়ে আসছেন দর্শনার্থীরা। এটি দিনাজপুরের নবাবগঞ্জের শেখ রাসেল জাতীয় উদ্যানের (আশুরার বিল) শেখ ফজিলাতুন্নেসা সেতু।
গত কয়েক দিনের টানা বৃষ্টিতে বিলের পানি বেড়েছে। গত সোমবার রাতে ডুবে যায় এলাকার জনপ্রিয় এ সেতুটি। তবুও ডুবে যাওয়া দৃষ্টিনন্দন সেতুটি এক নজর দেখতে আগ্রহের কমতি নেই দর্শনার্থীদের। নৌকা নিয়ে আসছেন সেতুটি দেখতে। ঝুঁকি নিয়ে চলাচলও করছেন। এতে যেকোনো সময় নৌকা ডুবে হতাহতের আশঙ্কা করছেন স্থানীয়রা।
আজ বুধবার সকালে বিল পাড়ে গিয়ে দেখা গেছে, বিল পাড়ের কোল ঘেঁষে নির্মিত দোকান-পাট। পুলিশ ফাঁড়িসহ আঁকা-বাঁকা কাঠের সেতু পানিতে ডুবে গেছে। ডুবে যাওয়া সত্ত্বেও অনেক দর্শনার্থী নৌকায় চড়ে সেতু দেখতে যাচ্ছেন। এক সঙ্গে ১০-১২ জন নিয়ে নৌকায় উঠছেন। সেখানে নেই নৌকার যাত্রীদের ন্যূনতম নিরাপত্তা।
বিলের নৌকার মাঝি মো. আলিম উদ্দিন বলেন, ‘কাঠের সেতুটি পানিতে ডুবে গেছে। লোকজন আসছে নৌকায় চড়ে ডুবে যাওয়া সেতুটি দেখতে। এতে আমাদের বাড়তি আয় হচ্ছে। বর্তমানে বিলে তিনটি নৌকা ভাড়ায় চলাচল করছে।’
দর্শনার্থী শামীম হোসেন বলেন, নৌকার যাত্রীর বেশির ভাগ ভাগই সাঁতার জানে না। এ ছাড়া নৌকার যাত্রীদের জীবন রক্ষাকারী কোনো ব্যবস্থা নেই। এতে যেকোনো সময় দুর্ঘটনা হতে পারে।
বিরামপুর থেকে ঘুরতে আসা কলেজছাত্রী মাইসা জান্নাত বলে, ‘জাতীয় উদ্যানে দৃষ্টিনন্দন কাঠের সেতু দেখতে এসেছি। কিন্তু সেতুটি পানিতে ডুবে গেছে তা জানতাম না। অনেকে সেতুটি দেখতে নৌকা ভাড়া করে যাচ্ছে। সেখানে নিরাপত্তার কোনো ব্যবস্থা না থাকায় আমি যাইনি।’
নবাবগঞ্জ শেখ রাসেল জাতীয় উদ্যান রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মো. মাহাবুবুর রহমান বলেন, ‘বিলে দৃষ্টিনন্দন কাঠের সেতু পানিতে ডুবে গেছে। সেখানে দর্শনার্থীরা নৌকায় ভ্রমণ করছে শুনেছি। বর্তমানে সেতুটিতে পানি থাকায় নৌকা ভ্রমণ ঝুঁকিপূর্ণ। লাইফ জ্যাকেট ছাড়া কোনো দর্শনার্থী নৌকায় যাতে না উঠে সেই নির্দেশনা দেওয়া হবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম এম আশিক রেজা বলেন, অব্যাহত বর্ষণে উপজেলার বিভিন্ন স্থানে পানি উঠে গেছে। জেলা প্রশাসক থেকে প্লাবিত এলাকায় তদারকি করা হচ্ছে। শেখ ফজিলাতুন্নেসা কাঠের সেতুটি ডুবে গেছে। সেতু এলাকায় নিরাপত্তা ছাড়াই সেখানে নৌকা ভ্রমণ করা হচ্ছে তা জানা ছিল না। সেখানে যাতে ঝুঁকি নিয়ে কেউ নৌকা ভ্রমণ করতে না পারে সে বিষয়ে নির্দেশনা দেওয়া হবে।
২০১৯ সালের ২১ সেপ্টেম্বর বিলে নৌকা ডুবে দিনাজপুর হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) তিন শিক্ষার্থী ডুবে মারা যান।

চারপাশে সবুজ বনে ঘেরা। এর মধ্যে অথই বিলের পানি। বিলের ওপর দিয়ে চলে গেছে আঁকাবাঁকা কাঠের একটি সেতু। টানা বর্ষণে সেতুর ওপর হাঁটু পানি। ডুবে যাওয়া সেতুটি দেখতে নৌকা নিয়ে আসছেন দর্শনার্থীরা। এটি দিনাজপুরের নবাবগঞ্জের শেখ রাসেল জাতীয় উদ্যানের (আশুরার বিল) শেখ ফজিলাতুন্নেসা সেতু।
গত কয়েক দিনের টানা বৃষ্টিতে বিলের পানি বেড়েছে। গত সোমবার রাতে ডুবে যায় এলাকার জনপ্রিয় এ সেতুটি। তবুও ডুবে যাওয়া দৃষ্টিনন্দন সেতুটি এক নজর দেখতে আগ্রহের কমতি নেই দর্শনার্থীদের। নৌকা নিয়ে আসছেন সেতুটি দেখতে। ঝুঁকি নিয়ে চলাচলও করছেন। এতে যেকোনো সময় নৌকা ডুবে হতাহতের আশঙ্কা করছেন স্থানীয়রা।
আজ বুধবার সকালে বিল পাড়ে গিয়ে দেখা গেছে, বিল পাড়ের কোল ঘেঁষে নির্মিত দোকান-পাট। পুলিশ ফাঁড়িসহ আঁকা-বাঁকা কাঠের সেতু পানিতে ডুবে গেছে। ডুবে যাওয়া সত্ত্বেও অনেক দর্শনার্থী নৌকায় চড়ে সেতু দেখতে যাচ্ছেন। এক সঙ্গে ১০-১২ জন নিয়ে নৌকায় উঠছেন। সেখানে নেই নৌকার যাত্রীদের ন্যূনতম নিরাপত্তা।
বিলের নৌকার মাঝি মো. আলিম উদ্দিন বলেন, ‘কাঠের সেতুটি পানিতে ডুবে গেছে। লোকজন আসছে নৌকায় চড়ে ডুবে যাওয়া সেতুটি দেখতে। এতে আমাদের বাড়তি আয় হচ্ছে। বর্তমানে বিলে তিনটি নৌকা ভাড়ায় চলাচল করছে।’
দর্শনার্থী শামীম হোসেন বলেন, নৌকার যাত্রীর বেশির ভাগ ভাগই সাঁতার জানে না। এ ছাড়া নৌকার যাত্রীদের জীবন রক্ষাকারী কোনো ব্যবস্থা নেই। এতে যেকোনো সময় দুর্ঘটনা হতে পারে।
বিরামপুর থেকে ঘুরতে আসা কলেজছাত্রী মাইসা জান্নাত বলে, ‘জাতীয় উদ্যানে দৃষ্টিনন্দন কাঠের সেতু দেখতে এসেছি। কিন্তু সেতুটি পানিতে ডুবে গেছে তা জানতাম না। অনেকে সেতুটি দেখতে নৌকা ভাড়া করে যাচ্ছে। সেখানে নিরাপত্তার কোনো ব্যবস্থা না থাকায় আমি যাইনি।’
নবাবগঞ্জ শেখ রাসেল জাতীয় উদ্যান রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মো. মাহাবুবুর রহমান বলেন, ‘বিলে দৃষ্টিনন্দন কাঠের সেতু পানিতে ডুবে গেছে। সেখানে দর্শনার্থীরা নৌকায় ভ্রমণ করছে শুনেছি। বর্তমানে সেতুটিতে পানি থাকায় নৌকা ভ্রমণ ঝুঁকিপূর্ণ। লাইফ জ্যাকেট ছাড়া কোনো দর্শনার্থী নৌকায় যাতে না উঠে সেই নির্দেশনা দেওয়া হবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম এম আশিক রেজা বলেন, অব্যাহত বর্ষণে উপজেলার বিভিন্ন স্থানে পানি উঠে গেছে। জেলা প্রশাসক থেকে প্লাবিত এলাকায় তদারকি করা হচ্ছে। শেখ ফজিলাতুন্নেসা কাঠের সেতুটি ডুবে গেছে। সেতু এলাকায় নিরাপত্তা ছাড়াই সেখানে নৌকা ভ্রমণ করা হচ্ছে তা জানা ছিল না। সেখানে যাতে ঝুঁকি নিয়ে কেউ নৌকা ভ্রমণ করতে না পারে সে বিষয়ে নির্দেশনা দেওয়া হবে।
২০১৯ সালের ২১ সেপ্টেম্বর বিলে নৌকা ডুবে দিনাজপুর হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) তিন শিক্ষার্থী ডুবে মারা যান।

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
১ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
২ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
২ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
২ ঘণ্টা আগে