Ajker Patrika

পার্বতীপুরের বড়পুকুরিয়া থেকে ফের কয়লা উত্তোলন শুরু

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
আপডেট : ১২ অক্টোবর ২০২৩, ১৯: ২৯
পার্বতীপুরের বড়পুকুরিয়া থেকে ফের কয়লা উত্তোলন শুরু

দিনাজপুরের পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি থেকে ৪২ দিন পর নতুন ফেইজ (কূপ) থেকে কয়লা উত্তোলন শুরু হয়েছে। গতকাল বুধবার বিকেল থেকে কয়লা উত্তোলন শুরু হয়েছে। 

আজ বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন বড়পুকুরিয়া কোল মাইন কোম্পানি লিমিটেডের (বিসিএমসিএল) মহাব্যবস্থাপক (মাইন ও অপারেশন) খান মো. জাফর সাদিক। 

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উত্তোলন যোগ্য কয়লা শেষ হওয়ায় চলতি বছরের ৩০ আগস্ট থেকে ১১১৩ নম্বর ফেইজের কয়লা উত্তোলন বন্ধ হয়ে যায়। নতুন ফেইজে যন্ত্রপাতি স্থাপন করে এক মাস ১২ দিন পর আবারও নতুন ১৪১২ নম্বর ফেইজ (কূপ) থেকে কয়লা উত্তোলন শুরু হলো। 

 ১১১৩ নম্বর ফেইজ থেকে তিন লাখ ৭৫ হাজার টন কয়লা আহরণ করা হয়েছে, একই পরিমাণের কয়লা আহরণের লক্ষ্যমাত্রা নিয়ে ১৪১২ নম্বর ফেইজ থেকে কয়লা উত্তোলন শুরু হয়েছে বলে জানিয়েছেন খনি কর্তৃপক্ষ। 

বড়পুকুরিয়া কোল মাইন কোম্পানি লিমিটেডের (বিসিএমসিএল) মহাব্যবস্থাপক (মাইন ও অপারেশন) খান মো. জাফর সাদিক জানান, একটি ফেইজ থেকে কয়লা উত্তোলনের যন্ত্রপাতি স্থানান্তর করে নতুন ফেইজে স্থাপন করতে দুই মাস সময় লাগে। কিন্তু বর্তমানে জ্বালা নীর চাহিদার বিষয়টি বিবেচনা করে অতি দ্রুত কয়লা উত্তোলন শুরু করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

অভিজ্ঞতা ছাড়াই কর্মী নেবে আরএফএল

আজকের রাশিফল: খুনসুটি গভীর প্রেমে রূপ নেবে, মুখ থুবড়ে পড়ার হালকা যোগ আছে

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত