দিনাজপুর প্রতিনিধি

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘ভোটাধিকার এখনো আমরা পাইনি। ইউনূস সাহেব কথা দিয়েছেন, ডিসেম্বরের মধ্যে বা তার পরে দুই-এক মাসের মধ্যে তিনি একটি গ্রহণযোগ্য, স্বচ্ছ নির্বাচন দেবেন। আমরা সে কথাটা বিশ্বাস করতে এবং এই সরকারের কাছে নির্বাচনের রোডম্যাপ দেখতে চাই।’
দিনাজপুরে গতকাল শনিবার বিএনপির এক যৌথ সভার প্রাক্কালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দুদু এসব কথা বলেন। একটি রিসোর্টে জেলা বিএনপি আয়োজিত এ সভায় তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
দুদু বলেন, ‘একটা জালিম, দানবীয় সরকারকে আমরা বিদায় করেছি। তারা খুনি, লুটেরা এবং বাংলাদেশের সংবিধানকে, বলা যায় বাংলাদেশের স্বাধীনতাকে বিপন্ন করেছে। সেই শেখ হাসিনাকে আমরা সাত-আট মাস আগে বিদায় করেছি। এর আগে ১৫-১৬ বছর ধরে বিএনপিসহ অন্যান্য রাজনীতিক দল আন্দোলন করেছে। আন্দোলন করতে গিয়ে অসংখ্য নেতা-কর্মী শহীদ হয়েছেন। বিএনপি নেতা ইলিয়াস আলীসহ অনেকে গুম হয়েছেন, খুন হয়েছেন। অনেকে দিনের পর দিন জেল খেটেছেন। গণতন্ত্রের প্রত্যাশায় তাঁরা জেল খেটেছেন।’
লড়াই এখনো শেষ হয়নি উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘যত দিন মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে না পারব, তত দিন আমাদের রাজপথে থাকার জন্য চেষ্টা করতে হবে। রাজপথে মীমাংসা করতে হবে।’
দুদু বলেন, ‘যত তাড়াতাড়ি সম্ভব রোডম্যাপ পূরণের মধ্য দিয়ে আমরা একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিত্বমূলক সরকার প্রতিষ্ঠা করতে না পারব, তত দিন পর্যন্ত সংকট কাটবে না। আমরা বলেছি, এই নির্বাচনের মধ্য দিয়ে মানুষ পছন্দের প্রার্থীকে ভোট দিতে চায়, পছন্দের সরকার প্রতিষ্ঠা করতে চায়। এ ব্যাপারে আমরা সরকারকে সহযোগিতা করতে চাই।’
বিএনপি ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে একটি রোল মডেল রাষ্ট্র বানাতে চায় জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘সে জন্য আমাদের আন্দোলন চলছে। আগামী দিনে গণতন্ত্র প্রতিষ্ঠা হওয়ার আগ পর্যন্ত আন্দোলন চলবে। বিএনপি আগামী দিনে যদি রাষ্ট্রক্ষমতায় যায়, এক থেকে দেড় বছরের মধ্যে কোটি মানুষের কাজের সংস্থান করতে চায়। এটা আমাদের মূল লক্ষ্য।’
সভায় প্রধান বক্তা ছিলেন বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু। বিশেষ অতিথি ছিলেন দলের সহসাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক ও মো. আমিনুল ইসলাম।
দিনাজপুর জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলালের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন দলের কেন্দ্রীয় সদস্য আখতারুজ্জামান মিয়া, সৈয়দ জাহাঙ্গীর আলম, এ জেড এম রেজওয়ানুল হকসহ দিনাজপুর জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা। সভাটি সঞ্চালনা করেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুরাদ আহম্মেদ।

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘ভোটাধিকার এখনো আমরা পাইনি। ইউনূস সাহেব কথা দিয়েছেন, ডিসেম্বরের মধ্যে বা তার পরে দুই-এক মাসের মধ্যে তিনি একটি গ্রহণযোগ্য, স্বচ্ছ নির্বাচন দেবেন। আমরা সে কথাটা বিশ্বাস করতে এবং এই সরকারের কাছে নির্বাচনের রোডম্যাপ দেখতে চাই।’
দিনাজপুরে গতকাল শনিবার বিএনপির এক যৌথ সভার প্রাক্কালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দুদু এসব কথা বলেন। একটি রিসোর্টে জেলা বিএনপি আয়োজিত এ সভায় তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
দুদু বলেন, ‘একটা জালিম, দানবীয় সরকারকে আমরা বিদায় করেছি। তারা খুনি, লুটেরা এবং বাংলাদেশের সংবিধানকে, বলা যায় বাংলাদেশের স্বাধীনতাকে বিপন্ন করেছে। সেই শেখ হাসিনাকে আমরা সাত-আট মাস আগে বিদায় করেছি। এর আগে ১৫-১৬ বছর ধরে বিএনপিসহ অন্যান্য রাজনীতিক দল আন্দোলন করেছে। আন্দোলন করতে গিয়ে অসংখ্য নেতা-কর্মী শহীদ হয়েছেন। বিএনপি নেতা ইলিয়াস আলীসহ অনেকে গুম হয়েছেন, খুন হয়েছেন। অনেকে দিনের পর দিন জেল খেটেছেন। গণতন্ত্রের প্রত্যাশায় তাঁরা জেল খেটেছেন।’
লড়াই এখনো শেষ হয়নি উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘যত দিন মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে না পারব, তত দিন আমাদের রাজপথে থাকার জন্য চেষ্টা করতে হবে। রাজপথে মীমাংসা করতে হবে।’
দুদু বলেন, ‘যত তাড়াতাড়ি সম্ভব রোডম্যাপ পূরণের মধ্য দিয়ে আমরা একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিত্বমূলক সরকার প্রতিষ্ঠা করতে না পারব, তত দিন পর্যন্ত সংকট কাটবে না। আমরা বলেছি, এই নির্বাচনের মধ্য দিয়ে মানুষ পছন্দের প্রার্থীকে ভোট দিতে চায়, পছন্দের সরকার প্রতিষ্ঠা করতে চায়। এ ব্যাপারে আমরা সরকারকে সহযোগিতা করতে চাই।’
বিএনপি ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে একটি রোল মডেল রাষ্ট্র বানাতে চায় জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘সে জন্য আমাদের আন্দোলন চলছে। আগামী দিনে গণতন্ত্র প্রতিষ্ঠা হওয়ার আগ পর্যন্ত আন্দোলন চলবে। বিএনপি আগামী দিনে যদি রাষ্ট্রক্ষমতায় যায়, এক থেকে দেড় বছরের মধ্যে কোটি মানুষের কাজের সংস্থান করতে চায়। এটা আমাদের মূল লক্ষ্য।’
সভায় প্রধান বক্তা ছিলেন বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু। বিশেষ অতিথি ছিলেন দলের সহসাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক ও মো. আমিনুল ইসলাম।
দিনাজপুর জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলালের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন দলের কেন্দ্রীয় সদস্য আখতারুজ্জামান মিয়া, সৈয়দ জাহাঙ্গীর আলম, এ জেড এম রেজওয়ানুল হকসহ দিনাজপুর জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা। সভাটি সঞ্চালনা করেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুরাদ আহম্মেদ।

ঢাকার ধামরাইয়ে পাঁচটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ৩০ লাখ টাকা জরিমানা এবং কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছেন পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। এ সময় একটি ইটভাটার চিমনি ধ্বংস করা হয়।
১৬ মিনিট আগে
চট্টগ্রামের বাঁশখালীতে ঘুষের টাকাসহ উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের (অফিস) সহকারী শাহ আলমকে (৪৮) আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার (১৪ জানুয়ারি) সকালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২-এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালায়।
৩০ মিনিট আগে
নোয়াখালীর সুবর্ণচরে সৈয়দ মুন্সি বাড়ি মাদ্রাসার প্রধান শিক্ষকের বিরুদ্ধে ১২ বছরের এক প্রাক্তন ছাত্রীকে নিয়ে পালানোর অভিযোগ উঠেছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে অজ্ঞাতনামা ব্যক্তিরা ওই মাদ্রাসায় আগুন ধরিয়ে দেয়।
৩৩ মিনিট আগে
সাত কলেজ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর আন্দোলনের ডাকে আজ দুপুর পৌনে ১২টার দিকে পুরান ঢাকার তাঁতীবাজার মোড়, সাড়ে ১২টায় মিরপুর টেকনিক্যাল মোড় ও বেলা ১টার দিকে সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন সাত কলেজের শিক্ষার্থীরা।
১ ঘণ্টা আগে