নিজস্ব প্রতিবেদক

ঢাকা: করোনামুক্ত হলেও আশঙ্কামুক্ত হতে পারছেন না বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। করোনা পরবর্তী জটিলতাসহ পুরনো রোগ মারাত্মতভাবে জেঁকে বসেছে তার শরীরে। কোনোভাবেই যেন আর পেরে উঠছেন না তিনি। এক কথায় এই মুহূর্তে মোটেও ভালো নেই তিনি।
খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে সবাই যখন মুখে কুলুপ এঁটেছেন, তখন এমন আশঙ্কার কথা জানালেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খালেদা জিয়ার অবস্থা গুরুতর এবং তার জীবন ঝুঁকিতে রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
গত ২৭ এপ্রিল থেকে রাজধানীর বেসরকারি এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন খালেদা জিয়া। করোনা শনাক্ত হওয়ার পর থেকে সেখানেই চিকিৎসাধীন। বর্তমানে করোনা পরবর্তী জটিলতা ও পুরোনো রোগের চিকিৎসা নিচ্ছেন।
খালেদা জিয়ার শারীরিক অবস্থা প্রসঙ্গে আজ সোমবার দুপুরে কথা হয় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে। তিনি আজকের পত্রিকাকে বলেন, উনি (খালেদা জিয়া) খুব ধীরে ধীরে উন্নতি করছেন। তবে তার অবস্থা এখনও গুরুতর। এখনও পর্যন্ত বেশ ঝুঁকিতেই আছেন।
এর আগে খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিষয়ে জানতে চাওয়া হয় তার ব্যক্তিগত চিকিৎসক ডা. মোহাম্মদ আল মামুনের কাছে। তিনি বিষয়টি এড়িয়ে যান। বলেন, না..না..কথা বলা যাবে না। জাহিদ স্যারের (ডা. এ জেড এম জাহিদ হোসেন) সঙ্গে কথা বলেন।
ডা. জাহিদ ফোন না ধরলে এসএমএস পাঠানো হয়। কিন্তু তিনি সাড়া দেননি।
খালেদা জিয়ার পরিবারের ঘনিষ্ঠ একজনের কাছে জানতে চাইলে তিনি নিজেই অসুস্থ বলে জানান। বলেন, এ বিষয়ে আমার কাছে কোনো খবর নেই। আমি অসুস্থ। আমার জন্য দোয়া করবেন।
তবে নাম প্রকাশ না করার শর্তে দলের মধ্যম সারির এক নেতা জানান, খালেদা জিয়ার অবস্থা ভালো না। অবস্থার উন্নতি না হওয়ায় তাকে এখনও সিসিইউতে রাখা হয়েছে। তার ডায়াবেটিস, রক্তচাপ, হাঁটুর ব্যথাসহ পুরোনো রোগগুলো আরও তীব্র হয়েছে। চিকিৎসকরা তাকে নিয়ে উদ্বেগে রয়েছেন। এ অবস্থায় তার বিষয়ে বাইরে কেউই বেশি কিছু বলছেন না।
১১ মে করোনা শনাক্ত হয় খালেদা জিয়ার। এরই মধ্যে করোনামুক্ত হয়েছেন তিনি। উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানোর আবেদনে সাড়া দেয়নি সরকার।

ঢাকা: করোনামুক্ত হলেও আশঙ্কামুক্ত হতে পারছেন না বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। করোনা পরবর্তী জটিলতাসহ পুরনো রোগ মারাত্মতভাবে জেঁকে বসেছে তার শরীরে। কোনোভাবেই যেন আর পেরে উঠছেন না তিনি। এক কথায় এই মুহূর্তে মোটেও ভালো নেই তিনি।
খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে সবাই যখন মুখে কুলুপ এঁটেছেন, তখন এমন আশঙ্কার কথা জানালেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খালেদা জিয়ার অবস্থা গুরুতর এবং তার জীবন ঝুঁকিতে রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
গত ২৭ এপ্রিল থেকে রাজধানীর বেসরকারি এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন খালেদা জিয়া। করোনা শনাক্ত হওয়ার পর থেকে সেখানেই চিকিৎসাধীন। বর্তমানে করোনা পরবর্তী জটিলতা ও পুরোনো রোগের চিকিৎসা নিচ্ছেন।
খালেদা জিয়ার শারীরিক অবস্থা প্রসঙ্গে আজ সোমবার দুপুরে কথা হয় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে। তিনি আজকের পত্রিকাকে বলেন, উনি (খালেদা জিয়া) খুব ধীরে ধীরে উন্নতি করছেন। তবে তার অবস্থা এখনও গুরুতর। এখনও পর্যন্ত বেশ ঝুঁকিতেই আছেন।
এর আগে খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিষয়ে জানতে চাওয়া হয় তার ব্যক্তিগত চিকিৎসক ডা. মোহাম্মদ আল মামুনের কাছে। তিনি বিষয়টি এড়িয়ে যান। বলেন, না..না..কথা বলা যাবে না। জাহিদ স্যারের (ডা. এ জেড এম জাহিদ হোসেন) সঙ্গে কথা বলেন।
ডা. জাহিদ ফোন না ধরলে এসএমএস পাঠানো হয়। কিন্তু তিনি সাড়া দেননি।
খালেদা জিয়ার পরিবারের ঘনিষ্ঠ একজনের কাছে জানতে চাইলে তিনি নিজেই অসুস্থ বলে জানান। বলেন, এ বিষয়ে আমার কাছে কোনো খবর নেই। আমি অসুস্থ। আমার জন্য দোয়া করবেন।
তবে নাম প্রকাশ না করার শর্তে দলের মধ্যম সারির এক নেতা জানান, খালেদা জিয়ার অবস্থা ভালো না। অবস্থার উন্নতি না হওয়ায় তাকে এখনও সিসিইউতে রাখা হয়েছে। তার ডায়াবেটিস, রক্তচাপ, হাঁটুর ব্যথাসহ পুরোনো রোগগুলো আরও তীব্র হয়েছে। চিকিৎসকরা তাকে নিয়ে উদ্বেগে রয়েছেন। এ অবস্থায় তার বিষয়ে বাইরে কেউই বেশি কিছু বলছেন না।
১১ মে করোনা শনাক্ত হয় খালেদা জিয়ার। এরই মধ্যে করোনামুক্ত হয়েছেন তিনি। উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানোর আবেদনে সাড়া দেয়নি সরকার।

আওয়ামী লীগের লোকজনকে জামায়াতে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে দলটির কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য লতিফুর রহমান বলেছেন, জামায়াতে যোগ দিলে তাঁদের দায়দায়িত্ব তাঁরা নেবেন। আইন-আদালত, থানা-পুলিশ সবকিছুই তাঁরা দেখবেন।
১৩ মিনিট আগে
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় হাত-পা বাঁধা অবস্থায় এক অজ্ঞাতনামা যুবকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার ডাঙ্গী ইউনিয়নের নারানখালী ব্রিজের নিচে ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে
ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) মো. আরিফুল ইসলাম জানান, গতকাল রাতে বসুন্ধরা আবাসিক এলাকায় একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে নাঈমের প্রাইভেটকারটির। এতে মোটরসাইকেলের আরোহীরা নঈমকে প্রাইভেটকার থেকে টেনেহিঁচড়ে বের করে এলোপাতাড়ি মারধর করে।
২ ঘণ্টা আগে
রাজশাহীর মোহনপুর উপজেলায় পুকুর খননে বাধা দেওয়ায় আহমেদ জুবায়ের (২৩) নামের এক তরুণকে হত্যার ঘটনায় বিপ্লব হোসেন (৫২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল বুধবার দিবাগত রাতে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ওয়াপদা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২ ঘণ্টা আগে