নিজস্ব প্রতিবেদক

ঢাকা: করোনামুক্ত হলেও আশঙ্কামুক্ত হতে পারছেন না বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। করোনা পরবর্তী জটিলতাসহ পুরনো রোগ মারাত্মতভাবে জেঁকে বসেছে তার শরীরে। কোনোভাবেই যেন আর পেরে উঠছেন না তিনি। এক কথায় এই মুহূর্তে মোটেও ভালো নেই তিনি।
খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে সবাই যখন মুখে কুলুপ এঁটেছেন, তখন এমন আশঙ্কার কথা জানালেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খালেদা জিয়ার অবস্থা গুরুতর এবং তার জীবন ঝুঁকিতে রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
গত ২৭ এপ্রিল থেকে রাজধানীর বেসরকারি এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন খালেদা জিয়া। করোনা শনাক্ত হওয়ার পর থেকে সেখানেই চিকিৎসাধীন। বর্তমানে করোনা পরবর্তী জটিলতা ও পুরোনো রোগের চিকিৎসা নিচ্ছেন।
খালেদা জিয়ার শারীরিক অবস্থা প্রসঙ্গে আজ সোমবার দুপুরে কথা হয় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে। তিনি আজকের পত্রিকাকে বলেন, উনি (খালেদা জিয়া) খুব ধীরে ধীরে উন্নতি করছেন। তবে তার অবস্থা এখনও গুরুতর। এখনও পর্যন্ত বেশ ঝুঁকিতেই আছেন।
এর আগে খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিষয়ে জানতে চাওয়া হয় তার ব্যক্তিগত চিকিৎসক ডা. মোহাম্মদ আল মামুনের কাছে। তিনি বিষয়টি এড়িয়ে যান। বলেন, না..না..কথা বলা যাবে না। জাহিদ স্যারের (ডা. এ জেড এম জাহিদ হোসেন) সঙ্গে কথা বলেন।
ডা. জাহিদ ফোন না ধরলে এসএমএস পাঠানো হয়। কিন্তু তিনি সাড়া দেননি।
খালেদা জিয়ার পরিবারের ঘনিষ্ঠ একজনের কাছে জানতে চাইলে তিনি নিজেই অসুস্থ বলে জানান। বলেন, এ বিষয়ে আমার কাছে কোনো খবর নেই। আমি অসুস্থ। আমার জন্য দোয়া করবেন।
তবে নাম প্রকাশ না করার শর্তে দলের মধ্যম সারির এক নেতা জানান, খালেদা জিয়ার অবস্থা ভালো না। অবস্থার উন্নতি না হওয়ায় তাকে এখনও সিসিইউতে রাখা হয়েছে। তার ডায়াবেটিস, রক্তচাপ, হাঁটুর ব্যথাসহ পুরোনো রোগগুলো আরও তীব্র হয়েছে। চিকিৎসকরা তাকে নিয়ে উদ্বেগে রয়েছেন। এ অবস্থায় তার বিষয়ে বাইরে কেউই বেশি কিছু বলছেন না।
১১ মে করোনা শনাক্ত হয় খালেদা জিয়ার। এরই মধ্যে করোনামুক্ত হয়েছেন তিনি। উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানোর আবেদনে সাড়া দেয়নি সরকার।

ঢাকা: করোনামুক্ত হলেও আশঙ্কামুক্ত হতে পারছেন না বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। করোনা পরবর্তী জটিলতাসহ পুরনো রোগ মারাত্মতভাবে জেঁকে বসেছে তার শরীরে। কোনোভাবেই যেন আর পেরে উঠছেন না তিনি। এক কথায় এই মুহূর্তে মোটেও ভালো নেই তিনি।
খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে সবাই যখন মুখে কুলুপ এঁটেছেন, তখন এমন আশঙ্কার কথা জানালেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খালেদা জিয়ার অবস্থা গুরুতর এবং তার জীবন ঝুঁকিতে রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
গত ২৭ এপ্রিল থেকে রাজধানীর বেসরকারি এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন খালেদা জিয়া। করোনা শনাক্ত হওয়ার পর থেকে সেখানেই চিকিৎসাধীন। বর্তমানে করোনা পরবর্তী জটিলতা ও পুরোনো রোগের চিকিৎসা নিচ্ছেন।
খালেদা জিয়ার শারীরিক অবস্থা প্রসঙ্গে আজ সোমবার দুপুরে কথা হয় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে। তিনি আজকের পত্রিকাকে বলেন, উনি (খালেদা জিয়া) খুব ধীরে ধীরে উন্নতি করছেন। তবে তার অবস্থা এখনও গুরুতর। এখনও পর্যন্ত বেশ ঝুঁকিতেই আছেন।
এর আগে খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিষয়ে জানতে চাওয়া হয় তার ব্যক্তিগত চিকিৎসক ডা. মোহাম্মদ আল মামুনের কাছে। তিনি বিষয়টি এড়িয়ে যান। বলেন, না..না..কথা বলা যাবে না। জাহিদ স্যারের (ডা. এ জেড এম জাহিদ হোসেন) সঙ্গে কথা বলেন।
ডা. জাহিদ ফোন না ধরলে এসএমএস পাঠানো হয়। কিন্তু তিনি সাড়া দেননি।
খালেদা জিয়ার পরিবারের ঘনিষ্ঠ একজনের কাছে জানতে চাইলে তিনি নিজেই অসুস্থ বলে জানান। বলেন, এ বিষয়ে আমার কাছে কোনো খবর নেই। আমি অসুস্থ। আমার জন্য দোয়া করবেন।
তবে নাম প্রকাশ না করার শর্তে দলের মধ্যম সারির এক নেতা জানান, খালেদা জিয়ার অবস্থা ভালো না। অবস্থার উন্নতি না হওয়ায় তাকে এখনও সিসিইউতে রাখা হয়েছে। তার ডায়াবেটিস, রক্তচাপ, হাঁটুর ব্যথাসহ পুরোনো রোগগুলো আরও তীব্র হয়েছে। চিকিৎসকরা তাকে নিয়ে উদ্বেগে রয়েছেন। এ অবস্থায় তার বিষয়ে বাইরে কেউই বেশি কিছু বলছেন না।
১১ মে করোনা শনাক্ত হয় খালেদা জিয়ার। এরই মধ্যে করোনামুক্ত হয়েছেন তিনি। উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানোর আবেদনে সাড়া দেয়নি সরকার।

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
২৪ মিনিট আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
১ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
১ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
১ ঘণ্টা আগে