
ফার্নিচার ব্র্যান্ড ইশো প্রথমবারের মতো বাজারে নিয়ে এসেছে ইঞ্জিনিয়ারড কাঠের তৈরি ওরেব্রো সিরিজ। কাঠের আসবাবের জন্য পরিচিত এই ব্র্যান্ডটির নতুন বেডরুম কম্বো সেট পাওয়া যাচ্ছে তাদের স্টোর ও অনলাইনে। এই সিরিজের আসবাবগুলো পাওয়া যাচ্ছে বাজারের সেরা দামে।
স্ক্যান্ডিনেভিয়ান সরলতা দ্বারা অনুপ্রাণিত এবং চমৎকার ফিনিশিংয়ের সঙ্গে ইশো’র ওরেব্রো বেডরুম গ্রাহকদের দিচ্ছে বেড সাইড টেবিলসহ কুইন সাইজ বেডের দু’টি আলাদা সেট। নতুন বাসার শোয়ার ঘর সাজাতে আগ্রহী দম্পতিদের জন্য এটি হতে পারে একটি দারুণ সমাধান।
এই সিরিজের আওতায় একটি বেড সাইড টেবিলসহ কুইন-সাইজ বেড পাওয়া যাবে ৩২ হাজার ৪৯০ টাকায়, আর দু’টি বেড সাইড টেবিলসহ এই বেডের দাম হবে ৩৬ হাজার ৯৯০ টাকা।
ইশো’র প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক রায়ানা হোসেন বলেন, ‘আধুনিক জীবনধারার সঙ্গে খাপ খাওয়ার জন্য হালকা, টেকসই ও সাশ্রয়ী করে এই সিরিজের ফার্নিচারগুলো তৈরি করা হয়েছে। আসবাব ও বিছানায় নান্দনিক সরলতা নিয়ে আসার লক্ষ্যে আমরা আমাদের ওরেব্রো কুইন বেডরুম সেট নিয়ে এসেছি। নিজেদের স্বপ্নের বাড়ি গড়ে তুলতে চাইছেন এমন মানুষদের চিরকাল মনে রাখার মতো অভিজ্ঞতা দিতে করতে চায় ইশো। সেই লক্ষ্যে বাড়ির খোলা জায়গার সঠিক ব্যবহার করা আমাদের উদ্দেশ্য। নতুন এই সিরিজ আমাদের সেই উদ্দেশ্যের বাস্তবায়ন করতে পারবে।’
ইশো’র ৪৫টি ক্যাটাগরির ৪ হাজার ৫০০ টিরও বেশি পণ্য বিশ্বের বিভিন্ন স্থানের আসবাবশিল্প/সংস্কৃতি থেকে অনুপ্রাণিত হয়ে ডিজাইন করা হয়েছে। দেশে উৎপাদিত এর পণ্যগুলো নতুন ট্রেন্ড চালু করে আসছে। প্রতিষ্ঠানটির মূল দর্শন হলো ‘গ্লোবাল এম্বিশন, লোকালি মেইড’। এর ফলে ইশো'র আসবাবের মান ও ফিনিশিং আন্তর্জাতিক পর্যায়ের হয়ে থাকে। এই কারণে বিদেশি আসবাব আমদানির ওপর দেশের নির্ভরতাও কমে ও খরচ হ্রাস পায়। বিভিন্ন উপাদান ও রঙের ইশো'র আসবাবপত্র আধুনিক গ্রাহকদের রুচি ও জীবনধারার সঙ্গে মানানসই।
ওরেব্রো’র স্ট্রিপড-ডাউন লুকের কারণে প্রিন্ট, এমব্রয়ডারি ও বিভিন্ন ধরনের প্যাটার্নযুক্ত কাপড়, বিছানা এবং অন্য বেডরুমের সাজসজ্জার উপাদানগুলো বেশ সুন্দরভাবে ফুটে ওঠে। চমৎকার এই আইটেমগুলো পাওয়া যাচ্ছে ইশো স্টোরে।

ফার্নিচার ব্র্যান্ড ইশো প্রথমবারের মতো বাজারে নিয়ে এসেছে ইঞ্জিনিয়ারড কাঠের তৈরি ওরেব্রো সিরিজ। কাঠের আসবাবের জন্য পরিচিত এই ব্র্যান্ডটির নতুন বেডরুম কম্বো সেট পাওয়া যাচ্ছে তাদের স্টোর ও অনলাইনে। এই সিরিজের আসবাবগুলো পাওয়া যাচ্ছে বাজারের সেরা দামে।
স্ক্যান্ডিনেভিয়ান সরলতা দ্বারা অনুপ্রাণিত এবং চমৎকার ফিনিশিংয়ের সঙ্গে ইশো’র ওরেব্রো বেডরুম গ্রাহকদের দিচ্ছে বেড সাইড টেবিলসহ কুইন সাইজ বেডের দু’টি আলাদা সেট। নতুন বাসার শোয়ার ঘর সাজাতে আগ্রহী দম্পতিদের জন্য এটি হতে পারে একটি দারুণ সমাধান।
এই সিরিজের আওতায় একটি বেড সাইড টেবিলসহ কুইন-সাইজ বেড পাওয়া যাবে ৩২ হাজার ৪৯০ টাকায়, আর দু’টি বেড সাইড টেবিলসহ এই বেডের দাম হবে ৩৬ হাজার ৯৯০ টাকা।
ইশো’র প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক রায়ানা হোসেন বলেন, ‘আধুনিক জীবনধারার সঙ্গে খাপ খাওয়ার জন্য হালকা, টেকসই ও সাশ্রয়ী করে এই সিরিজের ফার্নিচারগুলো তৈরি করা হয়েছে। আসবাব ও বিছানায় নান্দনিক সরলতা নিয়ে আসার লক্ষ্যে আমরা আমাদের ওরেব্রো কুইন বেডরুম সেট নিয়ে এসেছি। নিজেদের স্বপ্নের বাড়ি গড়ে তুলতে চাইছেন এমন মানুষদের চিরকাল মনে রাখার মতো অভিজ্ঞতা দিতে করতে চায় ইশো। সেই লক্ষ্যে বাড়ির খোলা জায়গার সঠিক ব্যবহার করা আমাদের উদ্দেশ্য। নতুন এই সিরিজ আমাদের সেই উদ্দেশ্যের বাস্তবায়ন করতে পারবে।’
ইশো’র ৪৫টি ক্যাটাগরির ৪ হাজার ৫০০ টিরও বেশি পণ্য বিশ্বের বিভিন্ন স্থানের আসবাবশিল্প/সংস্কৃতি থেকে অনুপ্রাণিত হয়ে ডিজাইন করা হয়েছে। দেশে উৎপাদিত এর পণ্যগুলো নতুন ট্রেন্ড চালু করে আসছে। প্রতিষ্ঠানটির মূল দর্শন হলো ‘গ্লোবাল এম্বিশন, লোকালি মেইড’। এর ফলে ইশো'র আসবাবের মান ও ফিনিশিং আন্তর্জাতিক পর্যায়ের হয়ে থাকে। এই কারণে বিদেশি আসবাব আমদানির ওপর দেশের নির্ভরতাও কমে ও খরচ হ্রাস পায়। বিভিন্ন উপাদান ও রঙের ইশো'র আসবাবপত্র আধুনিক গ্রাহকদের রুচি ও জীবনধারার সঙ্গে মানানসই।
ওরেব্রো’র স্ট্রিপড-ডাউন লুকের কারণে প্রিন্ট, এমব্রয়ডারি ও বিভিন্ন ধরনের প্যাটার্নযুক্ত কাপড়, বিছানা এবং অন্য বেডরুমের সাজসজ্জার উপাদানগুলো বেশ সুন্দরভাবে ফুটে ওঠে। চমৎকার এই আইটেমগুলো পাওয়া যাচ্ছে ইশো স্টোরে।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৫ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৫ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৫ ঘণ্টা আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য রাঙামাটি আসনের ভোটে বড় ফ্যাক্টর আঞ্চলিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) অংশ নিচ্ছে না। এতে জয়ের পাল্লা ভারী হয়েছে বিএনপির। এদিকে জেএসএসের রাজনীতিতে একসময় যুক্ত থাকা স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমাও আছেন আলোচনায়।
৫ ঘণ্টা আগে