
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নাগরী বাজারের শত বছরের পুরোনো সরকারি পুকুর অবৈধ ও বেআইনিভাবে নাগরী খ্রিষ্টান মিশন (দি ঢাকা আর্চ ডাইওসিস, হলিসি ক্যাথলিক চার্চ এ্যাষ্টেট) কর্তৃক ভরাট ও দখলমুক্ত করতে মানববন্ধন করেছে নাগরী বাজার, মসজিদ ও মন্দির কমিটি এবং স্থানীয় এলাকাবাসী। আজ রোববার নাগরী বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
নাগরী বাজার পরিচালনা কমিটির সভাপতি জুয়েল মিয়ার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইকবাল হোসেন, নাগরী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি তমিজ উদ্দিন শিকদার, সেক্রেটারি মোবারক হোসেন, কোষাধ্যক্ষ বাদল শিকদার, নাগরী শ্রী শ্রী কালী মন্দির পরিচালনা কমিটির সভাপতি তাপস বণিক, সেক্রেটারি আনন্দ বিশ্বাস, নাগরী বাজার পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ লিটন বণিকসহ অনেকে।
মানববন্ধনে বক্তারা বলেন, নাগরী বাজারের মসজিদসংলগ্ন শত বছরের পুরোনো সরকারি পুকুরের পানি বাজারের ব্যবসায়ীরা গোসল, মসজিদের মুসল্লিরা অজু, মন্দিরের ভক্তবৃন্দ পূজা-অর্চনার কাজে ব্যবহার করত। কিন্তু পুকুরটি নাগরী খ্রিষ্টান মিশন (দ্য ঢাকা আর্চ ডাইওসিস, হলিসি ক্যাথলিক চার্চ এ্যাস্টেট) অবৈধ ও বেআইনিভাবে টিনের প্রাচীর দিয়ে ভরাট ও দখল করে রেখেছে। অবিলম্বে সরকারি পুকুরটি মুক্ত করতে হবে। পাশাপাশি এলাকাবাসীর স্বার্থে পুকুরটি সংস্কারেরও দাবিও জানান বক্তারা।
মানববন্ধনে নাগরী বাজার পরিচালনা কমিটি, মসজিদ পরিচালনা কমিটি ও মন্দির পরিচালনা কমিটি র লোকজনসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।

রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে প্রার্থী হতে ৩৮ জন মনোনয়ন দাখিল করেছিলেন। তাঁদের মধ্যে ১৯ জনের মনোনয়নপত্র বাতিল হয়। নির্বাচন কমিশনে আপিলের পর প্রার্থিতা ফিরে পেয়েছেন ১৩ জন। এখন রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে মোট প্রার্থী ৩২ জন।
৬ মিনিট আগে
জীবনের প্রতি ক্রমবর্ধমান বিতৃষ্ণা, হতাশা আর অনিশ্চয়তা মানুষকে ঠেলে দিচ্ছে চরম সিদ্ধান্তের দিকে। সামাজিক বন্ধন দুর্বল হওয়া, পারিবারিক উষ্ণতার অভাব, অর্থনৈতিক চাপ এবং মানসিক স্বাস্থ্যের অবহেলা মিলিয়ে আত্মহত্যা যেন অনেকের কাছে ‘শেষ মুক্তির পথ’ হয়ে উঠছে।
২১ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্তে আবারও সক্রিয় হয়ে উঠেছে অস্ত্র কারবারিরা। চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর সীমান্তপথে বাড়ছে অবৈধ অস্ত্রের আনাগোনা। প্রায় প্রতিদিনই ঢুকছে আগ্নেয়াস্ত্র। পরিস্থিতি সামাল দিতে জড়িতদের তালিকা করে নজরদারি ও অভিযান জোরদার করেছে পুলিশ।
৩১ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের সিদ্ধান্তে ঢাকা-১৯ আসনে জামায়াতে ইসলামী প্রার্থিতা প্রত্যাহার করে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ছেড়ে দিয়েছে। তবে জোটের আরেক শরিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) প্রার্থিতা প্রত্যাহার করেনি। ফলে প্রার্থী না থাকলেও জামায়াতের ভোট কোন বাক্সে গিয়ে পড়বে...
৩৬ মিনিট আগে