নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় নায়িকা পরীমণি চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া নজরুল ইসলাম রাজ ও আশরাফুল ইসলাম দীপুকেও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার রাতে ঢাকার মুখ্য মহানগর হাকিম মামুনুর রশীদ এ রিমান্ড মঞ্জুর করেন। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় পরীমণিকে সাত দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার পরিদর্শক (তদন্ত) শেখ সোহেল রানা।
গতকাল বুধবার পরীমণিকে তাঁর বনানীর বাসা থেকে এলএসডি, আইস ও দামি বিদেশি মদসহ আটক করে র্যাব। এই সময়ে তাঁর বাসা থেকে আশরাফুল ইসলাম দীপুকে আটক করা হয়। এর পরপরই বনানীর ৭ নম্বর রোডের একটি বাসা থেকে আটক করা হয় রাজ মাল্টিমিডিয়ার কর্ণধার নজরুল ইসলাম রাজকে।
আজ বৃহস্পতিবার বিকেলে র্যাবের সদর দপ্তরে এ বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, অভিজাত এলাকায় এসব পার্টিতে অংশগ্রহণকারীদের তথ্য এসেছে র্যাবের হাতে। বাহিনীর গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, তদন্তের স্বার্থে সবকিছু এখনই খোলাসা করছেন না তাঁরা।
র্যাবের দাবি, রাজের নেতৃত্বে গড়ে ওঠা সিন্ডিকেটটি বিদেশেও প্লেজার ট্রিপের (প্রমোদ ভ্রমণ) আয়োজন করত। দুবাই, ইউরোপ, আমেরিকাতে এ ধরনের পার্টি হতো। ঢাকা বনানী, গুলশান, উত্তরায় যেসব পার্টি হতো সেখানে ১৫ থেকে ২০ জনের দল অংশ নিত। সেখানে অভিজাত মহলের অংশগ্রহণকারীদের পছন্দের ওপর ভিত্তি করে মাদক ও নারীদের উপস্থিতি থাকত।
র্যাবের মুখপাত্র জানান, অনেকের নামই এসেছে তদন্তে। তবে তা উদ্দেশ্যপ্রণোদিত কি–না সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় নায়িকা পরীমণি চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া নজরুল ইসলাম রাজ ও আশরাফুল ইসলাম দীপুকেও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার রাতে ঢাকার মুখ্য মহানগর হাকিম মামুনুর রশীদ এ রিমান্ড মঞ্জুর করেন। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় পরীমণিকে সাত দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার পরিদর্শক (তদন্ত) শেখ সোহেল রানা।
গতকাল বুধবার পরীমণিকে তাঁর বনানীর বাসা থেকে এলএসডি, আইস ও দামি বিদেশি মদসহ আটক করে র্যাব। এই সময়ে তাঁর বাসা থেকে আশরাফুল ইসলাম দীপুকে আটক করা হয়। এর পরপরই বনানীর ৭ নম্বর রোডের একটি বাসা থেকে আটক করা হয় রাজ মাল্টিমিডিয়ার কর্ণধার নজরুল ইসলাম রাজকে।
আজ বৃহস্পতিবার বিকেলে র্যাবের সদর দপ্তরে এ বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, অভিজাত এলাকায় এসব পার্টিতে অংশগ্রহণকারীদের তথ্য এসেছে র্যাবের হাতে। বাহিনীর গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, তদন্তের স্বার্থে সবকিছু এখনই খোলাসা করছেন না তাঁরা।
র্যাবের দাবি, রাজের নেতৃত্বে গড়ে ওঠা সিন্ডিকেটটি বিদেশেও প্লেজার ট্রিপের (প্রমোদ ভ্রমণ) আয়োজন করত। দুবাই, ইউরোপ, আমেরিকাতে এ ধরনের পার্টি হতো। ঢাকা বনানী, গুলশান, উত্তরায় যেসব পার্টি হতো সেখানে ১৫ থেকে ২০ জনের দল অংশ নিত। সেখানে অভিজাত মহলের অংশগ্রহণকারীদের পছন্দের ওপর ভিত্তি করে মাদক ও নারীদের উপস্থিতি থাকত।
র্যাবের মুখপাত্র জানান, অনেকের নামই এসেছে তদন্তে। তবে তা উদ্দেশ্যপ্রণোদিত কি–না সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৩ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৪ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৪ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
৪ ঘণ্টা আগে