মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সামিউর রহমান কম্পনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রংপুর জেলার পীরগঞ্জ উপজেলা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আজ বুধবার দুপুরে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ ছাত্রলীগ নেতার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জেলা শহরে শহীদ রফিক সড়কে জেলা বিএনপির কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। এ সময় আগ্নেয়াস্ত্রের গুলিতে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি রেজাউর রহমান খান আহত হন।
এ ঘটনায় গত ২৫ সেপ্টেম্বর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও জেলা জজ আদালতের আইনজীবী মুরাদ হোসেন মানিকগঞ্জ সদর থানায় মামলা করেন। মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা সামিউর রহমানসহ মানিকগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীন, সাধারণ সম্পাদক আবদুস সালাম ও সদস্য আবদুস সালামসহ ৯১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১৫০ জনকে আসামি করে মামলা করা হয়।
এ ছাড়া কম্পন হত্যা মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি ছিলেন। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন সাবেক স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক এবং জেলা ছাত্রলীগের সভাপতি সিফাত কোরাইশী সুমনের একান্ত ঘনিষ্ঠ হওয়ায় মারপিট, চাঁদাবাজি দখলবাজি নানা অপকর্মের অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে।
পুলিশ সূত্রে আরও জানা গেছে, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর সামিউর রহমান পালিয়ে যান। মঙ্গলবার বিকেলে রংপুরের পীরগঞ্জের ডা. এম এ ওয়াজেদ মিয়া টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে পীরগঞ্জ থানা-পুলিশের সহযোগিতা অভিযান চালায় মানিকগঞ্জ সদর থানার পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সামিউর কলেজের শহীদ আবু সাঈদ হলের ছাদে উঠে যান। পরে ছাদের পানির পাইপ বেয়ে নিচে নামার সময় তিনি দ্বিতীয় তলা থেকে নিচে পড়ে আহত হন।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ বলেন, গ্রেপ্তার আসামিকে পুলিশ হেফাজতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সেখান থেকে তাঁকে মানিকগঞ্জে নিয়ে এসে আদালতে সোপর্দ করা হবে।
মানিকগঞ্জে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সামিউর রহমান কম্পনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রংপুর জেলার পীরগঞ্জ উপজেলা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আজ বুধবার দুপুরে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ ছাত্রলীগ নেতার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জেলা শহরে শহীদ রফিক সড়কে জেলা বিএনপির কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। এ সময় আগ্নেয়াস্ত্রের গুলিতে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি রেজাউর রহমান খান আহত হন।
এ ঘটনায় গত ২৫ সেপ্টেম্বর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও জেলা জজ আদালতের আইনজীবী মুরাদ হোসেন মানিকগঞ্জ সদর থানায় মামলা করেন। মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা সামিউর রহমানসহ মানিকগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীন, সাধারণ সম্পাদক আবদুস সালাম ও সদস্য আবদুস সালামসহ ৯১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১৫০ জনকে আসামি করে মামলা করা হয়।
এ ছাড়া কম্পন হত্যা মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি ছিলেন। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন সাবেক স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক এবং জেলা ছাত্রলীগের সভাপতি সিফাত কোরাইশী সুমনের একান্ত ঘনিষ্ঠ হওয়ায় মারপিট, চাঁদাবাজি দখলবাজি নানা অপকর্মের অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে।
পুলিশ সূত্রে আরও জানা গেছে, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর সামিউর রহমান পালিয়ে যান। মঙ্গলবার বিকেলে রংপুরের পীরগঞ্জের ডা. এম এ ওয়াজেদ মিয়া টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে পীরগঞ্জ থানা-পুলিশের সহযোগিতা অভিযান চালায় মানিকগঞ্জ সদর থানার পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সামিউর কলেজের শহীদ আবু সাঈদ হলের ছাদে উঠে যান। পরে ছাদের পানির পাইপ বেয়ে নিচে নামার সময় তিনি দ্বিতীয় তলা থেকে নিচে পড়ে আহত হন।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ বলেন, গ্রেপ্তার আসামিকে পুলিশ হেফাজতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সেখান থেকে তাঁকে মানিকগঞ্জে নিয়ে এসে আদালতে সোপর্দ করা হবে।
ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ টেকসইভাবে নির্মাণে জনগণের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ফারুক-ই-আজম (বীর প্রতীক)। তিনি বলেন, জনগণ চাইলে এই প্রকল্পে সেনাবাহিনীকে সম্পৃক্ত করা হবে।
২ মিনিট আগেকুষ্টিয়ার দৌলতপুরে পূর্ববিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার চককৃষ্ণপুর গ্রামে এ সংঘর্ষকালে বাড়িঘর ভাঙচুর, লুটপাট, একটি মাইক্রোবাসে অগ্নিসংযোগ ও তিনটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। খবর পেয়ে ভেড়ামারা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্
২ মিনিট আগেদখল ও চাঁদাবাজির অভিযোগে চট্টগ্রাম মহানগর যুবদলের বিলুপ্ত কমিটির সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে অভিযুক্ত ব্যক্তি ভবিষ্যতে দলীয় পরিচয় ব্যবহার করে বেআইনি কোনো কর্মকাণ্ডে জড়িত হলে, প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানানো হয়েছে।
৬ মিনিট আগেরাজধানীর মিটফোর্ড এলাকায় ভাঙারি পণ্যের ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে নৃশংসভাবে হত্যার বিচার দাবিতে ঢাকায় বিক্ষোভ করেছেন বিভিন্ন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও। আজ শনিবার (১২ জুলাই) দুপুরে ব্র্যাক, নর্থ সাউথ, ইস্ট ওয়েস্ট, ইডেন কলেজ ও ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা পৃথক কর্মসূচি
১৫ মিনিট আগে