বগুড়া প্রতিনিধি

মুদি দোকানি পাওনা টাকা চাওয়ায় তাঁকে পিটিয়ে হত্যার ঘটনায় মূল আসামি জাহাঙ্গীর হোসেনকে (২২) গ্রেপ্তার করা হয়েছে। প্রায় ৭ মাস আত্মগোপনে থাকার পর ঢাকার আশুলিয়া থানার শ্রীপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে গতকাল শনিবার রাত ৮টার দিকে তাকে গ্রেপ্তার করে র্যাব সদস্যরা। র্যাব-১২ বগুড়ার স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার নজরুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ রোববার বিষয়টি নিশ্চিত করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বগুড়ার শাজাহানপুর উপজেলার দড়িনন্দন দক্ষিণপাড়ার মৃত আব্দুল হামিদ প্রামাণিকের ছেলে জাকিরুল ইসলাম (৩০) ধুনট উপজেলার মাজবাড়ী গ্রামে শ্বশুর বাড়িতে থাকতেন। ওই গ্রামে তিনি একটি মুদি দোকান দিয়ে সংসার চালাতেন। মাজবাড়ী গ্রামের মৃত মোকলেছুর রহমানের ছেলে জাহাঙ্গীর হোসেন ওই দোকান থেকে বাকিতে ৫০০ টাকার মালামাল কেনেন। গত বছরের ৯ ডিসেম্বর রাত ৮টার দিকে জাহাঙ্গীরের কাছে সেই পাওনা টাকা চাইলে কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে জাকিরুলকে দোকান থেকে টেনে বের করে বেদম মারপিট করে জাহাঙ্গীর। এতে জাকিরুল গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাকে পার্শ্ববর্তী সোনাহাটা বাজারের এক চিকিৎসকের কাছে নিয়ে যায়। ওই চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সিনিয়র সহকারী পুলিশ সুপার নজরুল ইসলাম সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানান, ওই হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে বগুড়ার ধুনট থানায় একটি হত্যা মামলা করেন। কিন্তু ঘটনার পর থেকেই আত্মগোপনে যায় জাহাঙ্গীর। গ্রেপ্তার এড়াতে আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের সঙ্গেও যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। পরবর্তীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব তার অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়ে শনিবার রাতে ঢাকার আশুলিয়া থেকে গ্রেপ্তার করে। রোববার তাকে ধুনট থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

মুদি দোকানি পাওনা টাকা চাওয়ায় তাঁকে পিটিয়ে হত্যার ঘটনায় মূল আসামি জাহাঙ্গীর হোসেনকে (২২) গ্রেপ্তার করা হয়েছে। প্রায় ৭ মাস আত্মগোপনে থাকার পর ঢাকার আশুলিয়া থানার শ্রীপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে গতকাল শনিবার রাত ৮টার দিকে তাকে গ্রেপ্তার করে র্যাব সদস্যরা। র্যাব-১২ বগুড়ার স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার নজরুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ রোববার বিষয়টি নিশ্চিত করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বগুড়ার শাজাহানপুর উপজেলার দড়িনন্দন দক্ষিণপাড়ার মৃত আব্দুল হামিদ প্রামাণিকের ছেলে জাকিরুল ইসলাম (৩০) ধুনট উপজেলার মাজবাড়ী গ্রামে শ্বশুর বাড়িতে থাকতেন। ওই গ্রামে তিনি একটি মুদি দোকান দিয়ে সংসার চালাতেন। মাজবাড়ী গ্রামের মৃত মোকলেছুর রহমানের ছেলে জাহাঙ্গীর হোসেন ওই দোকান থেকে বাকিতে ৫০০ টাকার মালামাল কেনেন। গত বছরের ৯ ডিসেম্বর রাত ৮টার দিকে জাহাঙ্গীরের কাছে সেই পাওনা টাকা চাইলে কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে জাকিরুলকে দোকান থেকে টেনে বের করে বেদম মারপিট করে জাহাঙ্গীর। এতে জাকিরুল গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাকে পার্শ্ববর্তী সোনাহাটা বাজারের এক চিকিৎসকের কাছে নিয়ে যায়। ওই চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সিনিয়র সহকারী পুলিশ সুপার নজরুল ইসলাম সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানান, ওই হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে বগুড়ার ধুনট থানায় একটি হত্যা মামলা করেন। কিন্তু ঘটনার পর থেকেই আত্মগোপনে যায় জাহাঙ্গীর। গ্রেপ্তার এড়াতে আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের সঙ্গেও যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। পরবর্তীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব তার অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়ে শনিবার রাতে ঢাকার আশুলিয়া থেকে গ্রেপ্তার করে। রোববার তাকে ধুনট থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

ঘটনার প্রতিক্রিয়ায় খাগড়াছড়ি জেলা জামায়াতের আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন বলেন, নির্বাচনের পরিবেশ নষ্ট করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। তিনি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
৭ মিনিট আগে
আহত ব্যক্তিদের মধ্যে মামলার তদন্ত কর্মকর্তা এসআই ফরিদ আহমেদ গুরুতর আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ৬ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছেন। অন্য চার পুলিশ সদস্য প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুস সাকিব।
২৬ মিনিট আগে
গোপালগঞ্জের কাশিয়ানীতে জমি বিক্রির টাকা না দেওয়ায় মা-বাবাকে মারধর করে উঠানে কবর খুঁড়ে জ্যান্ত কবর দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে দুই ছেলের বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত দুই ছেলেকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।
৩২ মিনিট আগে
গত ১৭ ডিসেম্বর জিয়াউল আহসানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করলে তা আমলে নেন ট্রাইব্যুনাল। এই মামলায় তাঁর বিরুদ্ধে তিনটি অভিযোগ আনা হয়েছে।
৩৬ মিনিট আগে